মাধ্যম নিউজ ডেস্ক: গত ১০দিন ধরে পরপর অভিযান চালিয়ে সাইবার ক্রাইমে যুক্ত থাকার অভিযোগে ৫২ জনকে গ্রেফতার করেছে ঝাড়খণ্ড পুলিশ। গিরিডি, হাজারিবাগ, জামতারা অঞ্চলে এই অভিযানগুলো চালানো হয়েছিল। সীমান্তবর্তী ঝাড়খণ্ডের এই গ্রামগুলিতে অভিযান চালিয়ে আন্তর্জাতিক সাইবার চক্রেরও খোঁজ পেয়েছে পুলিশ। ওই সাইবার চক্রটি পাকিস্তান থেকে চালানো হয় বলেও অনুমান পুলিশের।
पुलिस अधीक्षक, जामताड़ा को प्राप्त गुप्त सूचना के आधार पर करमाटॉड़ थाना क्षेत्र में साईबर अपराध के खिलाफ की गई छापेमारी में 12 साईबर अपराधियों को गिरफ्तार कर जेल भेजा गया।@JharkhandPolice @amolhomkar_IPS @Lathkar_IPS @DigDumka @saaaaaaaaani pic.twitter.com/X9ua6V2KeL
— JAMTARA POLICE (@jamtarapolice) December 10, 2023
কী বলছে পুলিশ
ঝাড়খণ্ড পুলিশের তরফে জানানো হয়েছে, অ্যাপের মাধ্যমে নগ্ন ভিডিয়ো কল করে প্রতারণার জাল বিস্তার করেছিল ওই দুষ্কৃতীরা। ব্যবহারকারীকে ভিডিয়ো কলের মাধ্যমে ফাঁসানোর চেষ্টা করা হত। নগ্ন ভিডিয়ো কলের ছবি তুলে তা দেখিয়ে চলত লাগাতার ব্ল্যাকমেল। এ ছাড়া, সন্তানসম্ভবা মহিলাদেরও ঠকানো হত ভিন্ন কৌশলে। হাজারিবাগ পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার অভিযান চালিয়ে বিহারের চম্পারণের বাসিন্দা সইফ রিয়াজ ওরফে শিবুকে গ্রেফতার করা হয়েছে। ঝাড়খণ্ডের ছাতরা ও হানতুরগঞ্জের অরবিন্দ কুমার, নীতীশ কুমার, রামান কৌশিককেও ধরেছে পুলিশ। এরা পাকিস্তানের একটি নম্বর থেকে নির্দেশ পেত সেইরকমই কাজ চলত।
अंतरराष्ट्रीय साइबर क्राइम मॉड्यूल का खुलासा
— Hazaribagh Police (@HazaribagPolice) December 10, 2023
एसपी हजारीबाग @ManojChothe के सूचना पर हजारीबाग पुलिस ने 4 साइबर अपरधियों को गिरफ्तार करते हुए 10 मोबाइल,36 सिमकार्ड,37 क्रेडिट/डेबिट कार्ड,12 चेक/पासबुक बरामद किए है.
इस साइबर अपराध को पाकिस्तानी मोबाईल नंबर से हैंडलर अंजाम दे रहा थे. pic.twitter.com/JY1Pm84wLq
গিরিডিতে অভিযান
ঝাড়খণ্ডের গিরিডিতেও কয়েক জন সাইবার অপরাধীর খোঁজ পায় পুলিশ। পরিকল্পনা করে ফাঁদ পেতে তাঁদের কাছে পৌঁছে যায়। কিন্তু পুলিশ দেখেই পালানোর ফন্দি আঁটে ওই দুষ্কৃতীরা। নানা কৌশলে গ্রামের রাস্তা দিয়ে তারা ছুটছিল। পিছনে ধাওয়া করে রুদ্ধশ্বাসে ছুটছিলেন পুলিশ আধিকারিকেরাও। তবে তাঁরা কেউ পুলিশের পোশাকে ছিলেন না। সাদা পোশাকে দুষ্কৃতীদের ধরতে গিয়েছিলেন তাঁরা। ছ’জনকেই গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে নগদ ৮,২৯,৬০০ টাকা উদ্ধার করা হয়। সঙ্গে ছিল ১২টি মোবাইল ফোন, ২১টি এটিএম কার্ড, ১৮টি সিম কার্ড, ১২টি ব্যাঙ্কের পাসবই, ছয়টি চেকবই, চারটি প্যান কার্ড এবং দু’টি আধার কার্ড। জামতারা অঞ্চলেও অভিযান চালিয় ৩০ জন অপরাধীকে ধরা হয়েছে বলে খবর।
गिरिडीह पुलिस के द्वारा साईबर अपराध के विरूद्ध लगातार चलाए जा रहे अभियान के सफल प्रयास से अलग-अलग थाना क्षेत्रों में छापेमारी कर फर्जी बैंक अधिकारी बनकर लोगों से ठगी करनें वाले 6 साईबर अपराधियों को गिरफ्तार किया गया।.. 1/2 @JharkhandPolice @amolhomkar_IPS pic.twitter.com/CnyhWOiGXA
— GIRIDIH POLICE (@GIRIDIHPOLICE) December 10, 2023
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours