ISL 2023-24: যুবভারতীতে সমর্থকদের পাশে নিয়ে ওড়িশাকে উড়িয়ে দিতে বদ্ধ পরিকর মোহনবাগান

parliament_-_2024-04-26T151214369

মাধ্যম নিউজ ডেস্ক: যুবভারতীতে হাড্ডাহাড্ডি লড়াই। ওড়িশার (ISL 2023-24) কাছে প্রথম পর্বে ১-২ গোলে হেরেছে মোহনবাগান। সরাসরি ফাইনালে উঠতে হলে যুবভারতীতে আগামী রবিবার অন্তত দু’গোলের ব্যবধানে জিততেই হবে শুভাশিসদের। তবে এক গোলের ব্যবধানে জিতলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময় ও টাইব্রেকারে। কিন্তু সরাসরি ম্যাচ জিতেই ফাইনাল নিশ্চিত করতে চায় সবুজ-মেরুন। তার জন্য মোহনবাগান ফুটবলারদের ভরসা যুবভারতীর শব্দব্রহ্ম। অধিনায়ক শুভাশিস বসু বলছিলেন, ‘‘আমরা ঘুরে দাঁড়াবোই। কলকাতায় নিজেদের দর্শকদের সামনে জিতে আইএসএলের ফাইনালে উঠব।’’ জনির কথায়, ‘‘সমর্থকরাই আমাদের অনুপ্রেরণা। মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে যেমন যুবভারতীর গ্যালারি ভর্তি ছিল, একই ছবি দেখতে চাই ওড়িশা-দ্বৈরথেও।’’ 

হাবাসের পরিকল্পনা

চলতি মরশুমে তিনটে খেতাব জয়ের স্বপ্ন দেখছে মোহনবাগান। তার জন্য রবিবার মোহন শিবিরের কাছে মরণ বাঁচন ম্যাচ। ওড়িশা-গাঁট টপকাতেই হবে। আন্তোনিয়ো লোপেস হাবাস থেকে জনি কাউকো— সকলেই আত্মবিশ্বাসী নির্ধারিত ৯০ মিনিটেই ওড়িশাকে হারিয়ে ফাইনালে ওঠার ব্যাপারে। হাবাস বললেন, ‘‘একটা গোল করলেই ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। আমাদের লক্ষ্য ৯০ মিনিটের মধ্যে দু’গোল করে সরাসরি ফাইনালে যাওয়ার। তবে অতিরিক্ত সময়ে খেলার জন্যও মানসিক ভাবে প্রস্তুত হয়ে নামতে হবে।’’ তবে রক্ষণ নিয়ে বিরক্ত হাবাস বলেন, ‘‘রক্ষণে অনেক ভুল হয়েছে। ফুটবলারদের মধ্যে দূরত্ব প্রয়োজনের চেয়ে অনেক বেশি ছিল। এই কারণেই দ্বিতীয় গোল হজম করতে হয়েছিল। কৃষ্ণের সঙ্গে হেক্তর যখন বল দখলের লড়াই করছিল, তখন ওর প্রয়োজন ছিল এক জন সেন্ট্রাল মিডফিল্ডারের সহায়তা। কিন্তু ওর ২৫ গজের মধ্যে কেউ ছিল না।’’ 

ফিরছেন হামিল

বৃহস্পতিবার থেকে যুবভারতীতে (ISL 2023-24) ফিরতি দ্বৈরথের প্রস্তুতি শুরু করেছেন কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস। ওড়িশা ম্যাচে প্রথম একাদশে খেলা ফুটবলার-রা হাল্কা অনুশীলন করেই উঠে যান। বাকিদের নিয়ে ঘণ্টা দেড়েক প্রস্তুতি সারলেন তিনি। নির্বাসন কাটিয়ে ব্রেন্ডন হামিল ফিরছেন। তাঁকে অনুশীলন ম্যাচে জেসন কামিংসদের বিরুদ্ধে খেলিয়ে দেখে নিলেন সবুজ-মেরুনের কোচ। 

রয় কৃষ্ণকে আটকানোর ছক

যুবভারতীতে রয় কৃষ্ণকে আর গোল করতে না দেওয়াই লক্ষ্য মোহনবাগানের। কলিঙ্গ স্টেডিয়ামে গত ম্যাচে ৩৯ মিনিটে হেক্টর ইউতসের ভুলেই গোল করে ওড়িশা এফসি-র জয় নিশ্চিত করেছিলেন মোহনবাগানের প্রাক্তনী রয় কৃষ্ণ। ওড়িশার কাছে ১-২ গোলে হারের জন্য স্পেনীয় ডিফেন্ডার ইউতসেকেই কাঠগড়ায় তুলছেন সবুজ-মেরুন সমর্থকরা। কিন্তু এবার অন্য ছক কষছেন হেক্টর। লা লিগায় লিয়োনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, করিম বেঞ্জেমা-দের বিরুদ্ধে খেলা সবুজ-মেরুন তারকার হুঙ্কার, ‘‘যুবভারতীতে কৃষ্ণ আর গোল করতে পারবে না।’’ নিজের ভুল শুধরে নেওয়ার চ্যালেঞ্জ তাঁর গলায়। সবুজ-মেরুন তারকা দিমিত্রি পেত্রাতোসের মুখেও একই সুর। তিনি বলেন, ‘‘যুবভারতীতে ম্যাচে আমরাই এগিয়ে থাকব। রবিবার আমাদের অন্যরূপ দেখবেন।’’

টিকিটের চাহিদা

তৃতীয়বার ভারত সেরা হওয়ার লড়াই মোহনবাগানের সামনে। একটা ম্যাচের ফল দেখে এখনই হতাশ হতে নারাজ সমর্থকেরা। তাই দল পিছিয়ে থাকলেও রবিবার যুবভারতীতে টিকিটের চাহিদা কমেনি। টিকিটের জোগান দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন মোহনবাগান কর্তারা।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share