Kolkata Knight Riders: নতুন জার্সি নাইটদের, শ্রেয়সের জায়গায় কেকেআর অধিনায়কের নাম ঘোষণা

kokata knight riders reveals new jersey announces the captain name before ipl 2025

মাধ্যম নিউজ ডেস্ক: চলতি মাসের ২২ তারিখ থেকে শুরু হচ্ছে ক্রীড়া বিনোদনের মহাযজ্ঞ আইপিএল (IPL 2025)। গত বার আইপিএলে দলকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেয়স আয়ারকে ধরে রাখেনি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তার জায়গায় এবার দলের ব্যাটন তুলে দেওয়া হল অজিঙ্কা রাহানের হাতে। আইপিএল শুরুর আগে নতুন জার্সিও প্রকাশ করল কলকাতা নাইট রাইডার্স। জার্সির বুকে রয়েছে তিনটি তারা।

নয়া অধিনায়ক রাহানে

কেকেআরের (Kolkata Knight Riders) অধিনায়ক কে হবে তা নিয়ে দীর্ঘ দিন ধরে জল্পনা চলছিল। তালিকায় রাহানের সঙ্গে ছিলেন বেঙ্কটেশ আয়ারও। আবার অনেকে সুনীল নারাইন, আন্দ্রে রাসেলদের নামও করছিলেন। শেষ পর্যন্ত ভারতের অভিজ্ঞ ক্রিকেটের উপর ভরসা রাখল কেকেআর। ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের অধিনায়কত্ব করেন রাহানে। এ বার আইপিএলেও দেখা যাবে তাঁকে। পাশাপাশি বেঙ্কটেশকে দেওয়া হয়েছে সহ-অধিনায়কত্বের দায়িত্ব। এ বারের আইপিএলের নিলামে বেঙ্কটেশের জন্য সবচেয়ে বেশি ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করেছে কেকেআর। তুলনায় রাহানেকে তাঁর ন্যূনতম মূল্য দেড় কোটি টাকায় কিনেছে কলকাতা। সেই কারণেই মনে করা হচ্ছিল, বেঙ্কটেশকে অধিনায়ক করা হবে। বেঙ্কটেশ নিজেও জানিয়েছিলেন, তিনি দায়িত্ব নিতে প্রস্তুত। কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞতার উপর ভরসা রেখেছে শাহরুখ খানের দল।

নতুন জার্সিতে তিন মাহাত্ম্য

সোমবার নতুন জার্সিও প্রকাশ করেছে কেকেআর (Kolkata Knight Riders)। জার্সির বুকে রয়েছে তিনটি তারা। তিন বার আইপিএল জেতায় তিনটি তারা জায়গা পেয়েছে জার্সিতে। মার্চ মাসের তিন তারিখ এই জার্সি প্রকাশ করা হয়েছে। মার্চ মাসও বছরের তৃতীয় মাস। একটি ভিডিয়োর মাধ্যমে এই নতুন জার্সি প্রকাশ করেছে কেকেআর। সেখানে দেখা যাচ্ছে, তিন সংখ্যাকে গুরুত্ব দেওয়া হয়েছে। যে হেতু কলকাতা তিন বার আইপিএল জিতেছে তাই এই সংখ্যাকে গুরুত্ব দিয়েছে তারা। কেকেআরের মূল মন্ত্র ‘করব, লড়ব, জিতব।’ সেটিও তিন শব্দ। তাই সেই মন্ত্রকেও ভিডিয়োতে তুলে এনেছে কেকেআর। জার্সির হাতায় সোনালি রঙের একটি ব্যাজও রয়েছে। গত বারের চ্যাম্পিয়ন হিসাবে হাতায় থাকবে এই লোগো। ভিডিয়োতে নতুন জার্সি পরে দেখা গিয়েছে রিঙ্কু সিং, বেঙ্কটেশ আয়ার, রমনদীপ সিং, মণীশ পাণ্ডে, বৈভব অরোরা, অনুকূল রায়, মায়াঙ্ক মারকণ্ডে ও লবনীত সিসোদিয়াকে।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share