Lionel Messi: হালান্ড-এমবাপেকে ছাপিয়ে অষ্টম বালোঁ দ’র পুরস্কার জিতলেন লিওনেল মেসি

Untitled_design(313)

মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৩ সালে ফুটবলের বালোঁ দ’র পুরস্কার জিতলেন লিওনেল মেসি (Lionel Messi)। এটা তাঁর অন্যতম রেকর্ডও বটে। কারণ এই পুরস্কার তিনি ৮ বারের জন্য জিতলেন।  ফুটবলের ব্যক্তিগত মর্যাদার অন্যতম বড় পুরস্কার হল বালোঁ দ’র। ২০২৩ সালে মেসির এই পুরস্কার জেতার অন্যতম কারণ হল, গত বছরের ফিফা বিশ্বকাপ। ২০২২ সালের কাতার বিশ্বকাপে মেসি আর্জেন্টিনা দলের অধিনায়ক ছিলেন। বিশ্বকাপের সাতটি গোল্ড এবং তিনটি অ্যাসিস্ট করার জন্য গোল্ডেন বল জিতেছিলেন মেসি। ৩০ অক্টোবর ফ্রান্সে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে লিওনেল মেসির হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগে ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯, ২০২১ সালে বালোঁ দ’র  পুরস্কার জিতেছিলেন লিও মেসি (Lionel Messi)।

মেসির প্রতিযোগী ছিলেন আর্লিং হালান্ড ও কিলিয়ান এমবাপে

বালোঁ দ’র পুরস্কার জেতার ক্ষেত্রে মেসির (Lionel Messi) প্রতিযোগী ছিলেন আর্লিং হালান্ড ও কিলিয়ান এমবাপে। ম্যানচেস্টার সিটির হয়ে গত মরসুমে ৫৩টি গোল করেছিলেন হালান্ড। অন্যদিকে ফ্রান্সকে গত বিশ্বকাপে ফাইনালে তোলার অন্যতম কারিগর ছিলেন এমবাপে। ফাইনালে ফ্রান্সকে ঘুরেও দাঁড় করান তিনি। কাতার বিশ্বকাপের গোল্ডেন বুট তাই দখলে যায় এমবাপের। তবে হালান্ড এবং এমবাপেকে ছাপিয়ে মেসি এই পুরস্কার জিতলেন।

পুরস্কার জেতার পরে কী বললেন মেসি?

পুরস্কার জেতার পরে মেসি (Lionel Messi) বলেন, এদিন পুরস্কার জেতার পরে মেসি বলেন, ‘‘মুহূর্তটা উপভোগের জন্য এখানে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। বিশ্বকাপ জেতাটা ছিল আমার স্বপ্ন। এটা খুবই বিশেষ ব্যাপার ছিল যে, অন্য দেশের মানুষরাও চেয়েছে আর্জেন্তিনা বিশ্বকাপ জিতুক।’’ মেসি আরও বলেন, ‘‘আমার এমন কেরিয়ার আমি স্বপ্নেও ভাবিনি। আমি যা অর্জন করেছি তা করার জন্য আমার ভাগ্য দারুণ সুপ্রসন্ন ছিল। আমি বিশ্বের সেরা দলে খেলেছি, ইতিহাসের সেরা দলে খেলেছি। এটা আমার জন্য ট্রফি জেতা এবং ব্যক্তিগত পুরস্কার জেতার কাজটাকে সহজ করেছে।’’

এদিন ছিল আর্জেন্টিনার প্রয়াত কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার জম্মদিন। মেসি তাঁর বালোঁ দ’র সম্মান প্রয়াত কিংবদন্তী ফুটবলার দিয়েগো মারাদোনাকে উৎসর্গ করেন। দিয়েগোর জম্মদিন স্মরণ করে মেসি বলেন, ‘‘হ্যাপি বার্থডে লেজেন্ড। এই ট্রফি তোমার জন্য।’’

কে কোন পুরস্কার জিতলেন? 

    বর্ষসেরা পুরুষ খেলোয়াড়- লিওনেল মেসি
    বর্ষসেরা মহিলা ফুটবলার- আইতানা বোনামাতি
    পুরুষদের বর্ষসেরা ক্লাব- ম্যানচেস্টার সিটি
    মহিলাদের বর্ষসেরা ক্লাব-বার্সেলোনা
    সেরা গোলরক্ষক- এমিলিয়ানো মার্তিনেজ
    গার্ড ‍মুলার ট্রফি- এরলিং হালান্ড
    সক্রেটিস অ্যাওয়ার্ড- ভিনিশিয়াস জুনিয়র
    কোপা ট্রফি (অনূর্ধ্ব ২১ বছর বয়সী সেরা খেলোয়াড়)- জুড বেলিংহাম

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share