মাধ্যম নিউজ ডেস্ক: মহাকুম্ভ (Mahakumbh 2025) বর্তমানে বিশ্বের বৃহত্তম ধর্মীয় তথা মানব-সম্মেলনের ইভেন্টে পরিণত হয়েছে। ভারতের সনাতন সংস্কৃতি, ঐতিহ্য, পরম্পরা, কৃষ্টি, সভ্যতা এসবকিছুরই প্রতিফলন দেখা যাচ্ছে প্রয়াগরাজের সঙ্গমস্থলে। মহাকুম্ভকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। প্রয়াগরাজগামী সব ট্রেনের টিকিটই নিঃশেষ। স্পেশাল ট্রেনেও জায়গা মিলছে না। এই আবহে দেশের কোণায় কোণায়, সত্যি কথা বলতে পাড়ায়-পাড়ায় নিজেদের উদ্যোগেই ভক্তদের বাস বা গাড়ি ভাড়া করে মহাকুম্ভের উদ্দেশে যেতে দেখা যাচ্ছে। ভারতীয়দের মধ্যেই যে শুধু আকর্ষণ, উন্মাদনা মহাকুম্ভকে কেন্দ্র করে দেখা যাচ্ছে, এমনটা নয়। বিদেশি পর্যটকরাও সামিল মহাকুম্ভে। সম্প্রতি একটি রিপোর্ট বলছে, মহাকুম্ভের দৌলতে দেশে আধ্যাত্মিক পর্যটনের চাহিদা তুঙ্গে উঠেছে, এই আবহে ভিসার আবেদন বৃদ্ধি পেয়েছে ২১ শতাংশ।
অসংখ্য বিদেশি ভক্ত আসছেন মহাকুম্ভে (Mahakumbh 2025)
১৪৪ বছর পরে হওয়া এই মহাকুম্ভ (Mahakumbh 2025) পর্যটকদের জন্য একটি প্রধান আকর্ষণের কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে। পর্যটক বলতে আধ্যাত্মিক পর্যটক, যাদের আমরা তীর্থযাত্রীও বলতে পারি। এখনও পর্যন্ত, ১০ কোটির বেশি পুণ্যার্থী সঙ্গমে স্নান করেছেন। মনে করা হচ্ছে যে কুম্ভমেলায় সর্বমোট ৪০ থেকে ৪৫ কোটি পুণ্যার্থী ভিড় করতে পারেন। পবিত্র স্নানের উদ্দেশেই ভক্তরা এখানে সমবেত হচ্ছেন। বিশ্বাস, কুম্ভের ডুব জীবনে আনে অপার শান্তি ও সুখ। মহাকুম্ভে এই ব্যাপক পরিমাণে ভক্তদের আগমন শুধুমাত্র ভারতবর্ষের ক্ষেত্রে দেখা যাচ্ছে না, অর্থাৎ ভারতীয়রা শুধুমাত্র যে প্রয়াগরাজে হাজির হচ্ছেন এমনটা নয়। আন্তর্জাতিক ক্ষেত্রেও বিপুল পরিমাণে তীর্থযাত্রী ত্রিবেণী সঙ্গমে ডুব দিতে প্রয়াগরাজের উদ্দেশে রওনা দিচ্ছেন। পরিসংখ্যান বলছে যে, আধ্যাত্মিক উদ্দেশ্যে ভ্রমণ করার ৪৮ শতাংশ ভিসা মহাকুম্ভের (Mahakumbh 2025) দিকেই যাচ্ছে।
আমেরিকা ও ব্রিটেন থেকে পর্যটক সংখ্যায় ব্যাপক বৃদ্ধি (Mahakumbh 2025)
সবথেকে উল্লেখযোগ্য ঘটনা হল যে ভারতে আগত আধ্যাত্মিক পর্যটকদের মধ্যে ব্যাপক বৃদ্ধি দেখা গিয়েছে ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলি থেকে। সেখানকার যাঁরা আধ্যাত্মিক পর্যটক আছেন, তাঁরাও দলে দলে হাজির হচ্ছেন মহাকুম্ভে। বিশেষজ্ঞরা বলছেন, এতেই প্রমাণিত হচ্ছে যে মহাকুম্ভ (Mahakumbh 2025) এবং এই উৎসবের মাহাত্ম্য বর্তমানে এক আন্তর্জাতিক আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তার চেয়েও বড় কথা, তরুণ প্রজন্মের মধ্যে আধ্যাত্মিক ভ্রমণের চাহিদাও ব্যাপক বেড়েছে। এই সমীক্ষায় আরও উঠে এসেছে যে, বর্তমানে মহিলারা আধ্যাত্মিকতার দিকে সবচেয়ে বেশি ঝুঁকছেন। তীর্থযাত্রীদের মধ্যে ৬৬ শতাংশই হলেন মহিলা ভক্ত।
দলগত আধ্যাত্মিক ভ্রমণ
অন্য একটি সমীক্ষা বলছে যে, আধ্যাত্মিক এমন ভ্রমণগুলি, মূলত বেশিরভাগই দলগত ভ্রমণ হচ্ছে। অর্থাৎ টিম তৈরি করে প্রয়াগরাজের উদ্দেশে যাচ্ছেন অনেকে। এমন ভাবে টিম তৈরি করে আধ্যাত্মিক ভ্রমণের উদ্দেশে ভিসার আবেদনের সংখ্যা ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ভ্রমণকারী পর্যটকরা পবিত্র আচার-অনুষ্ঠান এবং ধর্মীয় কাজগুলি একসঙ্গেই করছেন। সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ইতালির মহিলা ভক্তরা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বৈদিক স্তোত্রম পাঠ করে শোনাচ্ছেন এবং মন্ত্রমুগ্ধের মতো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তা শুনছেন।
প্রয়াগরাজ ছাড়াও কোন কোন স্থানে যাচ্ছেন বিদেশি ভক্তরা
ওই সমীক্ষাগুলিতে দেখা যাচ্ছে প্রয়াগরাজ ছাড়াও এদেশের বারাণসী, ঋষিকেশ, হরিদ্বার- এই স্থানগুলিও বিদেশি পর্যটকদের পছন্দের তালিকায় রয়েছে। তীর্থযাত্রীরা জন্য প্রথম দিকের পছন্দগুলির বেশিরভাগই উত্তরপ্রদেশে অবস্থিত। এই স্থানগুলির আধ্যাত্মিকতার ঐতিহ্য, ইতিহাসের টানে দলে দলে বিদেশি পর্যটকরা ভিড় করছেন। এখানেই তাঁরা বিভিন্ন আধ্যাত্মিকতার অভিজ্ঞতা অর্জন করছেন।
উন্নত পরিকাঠামো গড়ে তুলেছে যোগী-মোদি সরকার
বর্তমানে আন্তর্জাতিক দর্শনার্থীদের জন্য সরকারও বেশকিছু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। যেমন যে সমস্ত তীর্থযাত্রী এবং পর্যটকরা আসছেন, তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা, তাঁদের ভ্রমণের জন্য উন্নত ব্যবস্থা, এই সবটাই দেখভাল করছে সরকার। উন্নত পরিকাঠামো গড়ে তোলা হয়েছে, এর ফলে আধ্যাত্মিক পর্যটকদের সংখ্যা ভারতবর্ষে আরও বাড়ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আধ্যাত্মিক পর্যটকরা ভারতের এমন সুব্যবস্থা, উন্নত পরিকাঠামোর অভিজ্ঞতা অর্জন করে, দেশে ফিরছেন। নিজেদের দেশে গিয়ে তাঁরা আরও কয়েকজনকে ভারতের উন্নত পরিকাঠামো ব্যবস্থা সম্পর্কে বলছেন। যার ফলে আরও বেশি সংখ্যক বিদেশি পর্যটক ভারতবর্ষের প্রতি আকর্ষিত হচ্ছেন। প্রসঙ্গত, মহাকুম্ভকে (Mahakumbh 2025) কেন্দ্র করে ভারতবর্ষে যে আধ্যাত্মিক পর্যটন বৃদ্ধি পেয়েছে তাই নয়, বিশ্বব্যাপী এক আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে ভারতের ভূমিকা আগের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ হয়েছে। এককথায় বিশ্বের আধ্যাত্মিক রাজধানীতে পরিণত হয়েছে ভারত।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।
Leave a Reply