Makar Sankranti 2025: ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি, জানুন দিনটির মাহাত্ম্য

makar_snan

মাধ্যম নিউজ ডেস্ক: সামনেই মকর সংক্রান্তি। হিন্দু ধর্মে (Hindu Dharma) অত্যন্ত গুরুত্বপূর্ণ হল এই উৎসব। জানা গিয়েছে, চলতি বছরে মকর সংক্রান্তি (Makar Sankranti 2025) পালিত হবে ১৪ জানুয়ারি। জ্যোতিষীরা জানাচ্ছেন, ওই দিনে সূর্যদেব দুপুর ২টো ৫৮ মিনিট নাগাদ মকর রাশিতে গমন করবেন। শাস্ত্রবিদদের মতে, মকর সংক্রান্তির (Makar Sankranti 2025) দিন সকালে উঠে যে কোনও পবিত্র নদীতে স্নান করা খুবই শুভ বলে মানা হয়। জ্যোতিষীদের মতে, মকর সংক্রান্তির বিশেষ দিনেই সূর্যদেব ধনু রাশি থেকে মকর রাশিতে গমন করেন। প্রচলিত বিশ্বাস, এই দিনে পবিত্র রীতিতে স্নান ও দান করলে ব্যক্তি জীবনের সমস্ত অশান্তি ঝামেলা দূর হয় এবং ঘরে সুখ-সমৃদ্ধি আসে। হিন্দু পঞ্জিকা মতে, সংক্রান্তি শব্দের অর্থ হল মাসের শেষ তারিখ। সেই রীতি অনুযায়ী, পৌষ মাসের শেষ দিনে পালিত হওয়ার জন্য এদিনটিকে পৌষ সংক্রান্তিও বলা হয়।

পৌরাণিক আখ্যান (Makar Sankranti 2025)

প্রতি হিন্দু ঘরেই পালন করা হয় মকর সংক্রান্তি উৎসব। এদিন নানা নিয়মকানুন পালন করা হয়। কিন্তু আমাদের জানতে হবে পৌষ সংক্রান্তির উদ্ভব কিভাবে? কেনই বা পালন করা হয় এই বিশেষ দিন? পৌরাণিক কাহিনী অনুসারে, মকর সংক্রান্তির দিনে পিতা সূর্য, তাঁর পুত্র শনিদেবকে নিয়ে নিজের বাড়িতে গমন করেন। এছাড়াও কথিত রয়েছে, এই দিনই মহাভারতের ভীষ্ম পিতামহ ভীষ্ম ইচ্ছামৃত্যু গ্রহণ করেছিলেন। দেবতাদের সঙ্গে অসুরদের দ্বন্দ্বের পরিসমাপ্তিও হয়েছিল মকর সংক্রান্তির দিনে। এই দিনেই অসুরদেরকে বধ করে শুভ শক্তির বিস্তার ঘটেছিল। তাই যেকোনও শুভ কাজ এই দিনে শুরু করা উচিত বলে মনে করেন অনেকে।

সংক্রান্তি শব্দের অর্থ হল মাসের শেষ তারিখ

হিন্দু পঞ্জিকা মতে, সংক্রান্তি (Makar Sankranti 2025) শব্দের অর্থ হল মাসের শেষ তারিখ। সেইমতো শেষ দিনে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি পালন করা হয়। প্রতি বাঙালি প্রতি হিন্দু বাড়িতেই এদিন পিঠেপুলি তৈরি করা হয়। আবার জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সংক্রান্তি শব্দের অর্থ হচ্ছে গমন করা। প্রতিবেদনের প্রথমে যেমনটা বলা হয়েছে যে এই দিন সূর্যদেব ধনু রাশি থেকে গমন করেন মকর রাশিতে। বহু হিন্দু বাড়িতে এই দিন নানারকমের মিষ্টি ও গুড়ের পদ তৈরি করা হয়। এর পাশাপাশি মকর সংক্রান্তির আগের দিন থেকে ঘরদুয়ার পরিষ্কার করা হয়। গ্রামবাংলায় এখনও বাড়িগুলিতে আলপনা দেওয়ার রীতিও দেখা যায়। আবার এই দিন বহু জায়গায় ঘুড়ি ওড়ানোর রীতিও দেখা যায়। প্রচলিত নিয়ম বলছে, মকর সংক্রান্তির রাতে অন্যত্র বাস করা উচিত নয়।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share