মাধ্যম নিউজ ডেস্ক: ইলন মাস্কের এক্স (সাবেক ট্যুইটার) প্ল্যাটফর্মের মতো এবার জুকেরবার্গের মেটাতেও (Meta) আসছে ‘কমিউনিটি নোট’ (Community Notes)। ফেসবুক ও ইনস্টাগ্রামে আর থাকছে না ফ্যাক্ট চেকার। তবে প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রে চালু হচ্ছে এই ব্যবস্থা। গত মঙ্গলবারই এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন মার্ক জুকেরবার্গ।
ভুয়ো তথ্য জানানো যাবে
প্রসঙ্গত, এই ব্যবস্থার (Meta) মাধ্যমে ফেসবুক বা ইনস্টাগ্রামের কোনও পোস্টে ভুল বা বিভ্রান্তিকর কোনও খবর, তথ্য বা ওই জাতীয় কিছু হলে অন্য ইউজাররা কমিউনিটি নোটের মাধ্যমে তা জানিয়ে দিতে পারবেন। একটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হয়।
BREAKING – Mark Zuckerberg copies @elonmusk‘s idea: “We’re going to get rid of fact-checkers and replace them with community notes, similar to X, starting in the U.S.” pic.twitter.com/R9kxXl0P3j
— Insider Paper (@TheInsiderPaper) January 7, 2025
কমিউনিটির নোটের মাধ্যমে কীভাবে জানানো যাবে আসল ঘটনা
ধরা যাক, কোনও ব্যক্তি ফেসবুক পোস্টে একটি ভিডিও পোস্ট করে লিখলেন, এই স্থানে খুব মারপিট হচ্ছে, ব্যাপক হিংসা ছড়িয়েছে, আর তাঁর পোস্ট করা এই ভিডিওটি (Meta) হল প্রমাণ। কিন্তু আসল সত্যি হল, ওই ভিডিওটি অনেক পুরনো ও অন্য জায়গার হিংসার ভিডিও। সেক্ষেত্রে এবার থেকে কমিউনিটি নোটের মাধ্যমে যে কোনও ব্যবহারকারী লিখতে পারবেন ভিডিও ও পোস্টটি ভুয়ো এবং আসল সত্য ঘটনাও লেখা যাবে সেখানে। অতীতে দেখা গিয়েছে, বিশ্বের নানা প্রান্তে এভাবেই ভুয়ো ভিডিও পোস্ট করে জাতি দাঙ্গা বাধানোর চেষ্টা করেছে মৌলবাদীরা। ফেসবুক বা ইনস্টাগ্রামকে যাতে অসৎ উদ্দেশে ব্যবহার না করা যায়, তাই এই প্রয়াস বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। প্রসঙ্গত, ইলন মাস্কের এক্স প্ল্যাটফর্মে কমিউনিটি পোস্ট (Meta) বেশ সফলতা পেয়েছে বলেই জানাচ্ছেন ব্যবহারকারীরা (Community Notes)। এবার এমন ব্যবস্থা গড়ে উঠছে মেটা নিয়ন্ত্রিত ফেসবুক ও ইনস্টাগ্রামেও।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।
Leave a Reply