Covid 19: ফের বাড়তে পারে করোনা! পজিটিভ নমুনার জিনোম সিকোয়েন্সিং করার নির্দেশ কেন্দ্রের

corona_indoor

মাধ্যম নিউজ ডেস্ক: ফের চোখ রাঙাচ্ছে মারণ ভাইরাস করোনা (Covid 19)। নিত্যদিন সংক্রমণ বাড়ছে চিন (China), জাপান (Japan), মার্কিন যুক্তরাষ্ট্র, কোরিয়া এবং ব্রাজিলে। সেই কারণে মঙ্গলবার কেন্দ্রীয় সরকার প্রতিটি রাজ্যকে করোনা পজিটিভ নমুনার জিনোম সিকোয়েন্সিং করার নির্দেশ দিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রকের বক্তব্য…

এদিন স্বাস্থ্যমন্ত্রক জানায়, হঠাৎ করেই জাপান আমেরিকা, কোরিয়া, ব্রাজিল, চিনে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়া যথেষ্ঠ উদ্বেগের। চিনের পরিস্থিতির ওপর নজর রাখছে ভারত (India)। পজিটিভ নমুনার জিনোম সিকোয়েন্সিং করতে হবে। এতে করোনার প্রজাতি ট্র্যাক করা সম্ভব। এতে বোঝা যাবে ভারতে করোনার নতুন কোনও প্রজাতি এসেছে কী না। যদি জিনোম সিকোয়েন্সিংয়ে নয়া কোনও প্রজাতি ধরা পড়ে, তবে শীঘ্রই পদক্ষেপ করা সম্ভব হবে।

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি এবং প্রিন্সিপাল সেক্রেটারি প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য সচিবদের চিঠি লিখে জানিয়েছেন, বর্তমানে দেশে করোনার (Covid 19) যে প্রজাতি রয়েছে, তার স্বভাববিধির ওপর নজর রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজেশ ভূষণ চিঠিতে উল্লেখ করেছেন, ভারত ফাইফ ফোল্ড স্ট্র্যাটেজি মেনে করোনার মোকাবিলা করে এসেছে। এই ফাইভ ফোল্ড স্ট্র্যাটেজি হল, টেস্ট, ট্র্যাক, ট্রিট, ভ্যাক্সিনেশন এবং কোভিডবিধি মেনে চলা।  

প্রসঙ্গত, ২০২০ সালের ২৬ মার্চ প্রথম করোনা (Covid 19) সংক্রমিতের খোঁজ মেলে এ রাজ্যে। এর পর তিন বছর ধরে দাপিয়ে বেড়িয়েছে করোনা। শেষমেশ রবিবার দৈনিক সংক্রমণ পৌঁছে যায় শূন্যে। তার পর আটচল্লিশ ঘণ্টা কাটতে না কাটতেই চলে এল কেন্দ্রের সতর্কবার্তা।

আরও পড়ুন: ‘ডাকাতকে বাঁচাতে সরকার যা করছে, তাতে বিপদ বাড়ছে’ অনুব্রত প্রসঙ্গে শুভেন্দু

এদিকে, চিনের করোনা পরিস্থিতি উদ্বেগজনক হলেও, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই ভারতে। মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের একটি প্যানেলই এ কথা জানিয়েছে। তারা এও জানিয়েছে, চিনের কোভিড পরিস্থিতির ওপর সর্বদা নজর রাখা হচ্ছে। কোভিড ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান এনকে অরোরা সংবাদ সংস্থাকে জানান, দেশে বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে করোনা পরিস্থিতি। এদিকে, আজ, বুধবার পরবর্তী পদক্ষেপ ঠিক করতে পদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠকে বসছেন স্বাস্থ্যমন্ত্রী মনশুখ মাণ্ডব্য।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share