মাধ্যম নিউজ ডেস্ক: যুবভারতী দীপাবলির আগেই বাজির বাজনা। আরও একটি ফাইনাল জিতল মোহনবাগান। আরও একটি ফাইনালে ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারাল তারা। চলতি মরসুমের প্রথম দু’টি ডার্বি হেরেছিল মোহনবাগান। কিন্তু তৃতীয় ম্যাচ জিতে নিল তারা। যুবভারতীতে আইএফএ শিল্ডের ফাইনালে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি মোহনবাগান। ইস্টবেঙ্গল এই ম্যাচে দুর্দান্ত লড়াই করেছে। বেশির ভাগ সময় দাপট দেখিয়েছে তারাই। কিন্তু কাজের কাজ করতে পারেননি লাল-হলুদ ফুটবলারেরা। গোল না করতে পারলে যে ম্যাচ জেতা যায় না তা আরও এক বার দেখা গেল। টাইব্রেকারে জিতে চলতি মরসুমে প্রথম বড় ট্রফি জিতল মোহনবাগান।
আবেগের রঙ সবুজ-মেরুন
মেহতাব সিংয়ের গোলের পরেই মুহূর্তে বিস্ফোরণ! জমে থাকা টেনশন যেন এক ঝটকায় উড়ে গেল সবুজ-মেরুন শিবির থেকে। দিমিত্রি পেত্রাতোস, মেহতাব, থাপা— উচ্ছ্বাসে ভাসলেন সবাই। পেনাল্টি মিসের যন্ত্রণা ভুলে উৎসবে যোগ দিলেন জেসন কামিংসও। ২২ বছর পর আবার আইএফএ শিল্ড জিতল বাগান। শিল্ড জেতার সঙ্গে সঙ্গে বদলে গেল গ্যালারির ছবিও। বাজির শব্দে কেঁপে উঠল স্টেডিয়াম। ঝোলা থেকে বেরিয়ে এল মোহনবাগানের পতাকা, ফেস্টুন, ব্যানার। সবুজ-মেরুনে ছড়িয়ে পড়ল আবেগের রং।
ভাল খেলেও হার ইস্টবেঙ্গলের
টাইব্রেকারে ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন মিগুয়েল, কেভিন, নওরেম মহেশ, হিরোশি। কিন্তু জয় গুপ্তর শট আটকে দিয়ে এ দিনের ম্যাচের নায়ক হয়ে যান বিশাল কাইথ। সবুজ-মেরুনের হয়ে সফল রবসন, মনবীর, লিস্টন, দিমিত্রি পেত্রাতোস এবং মেহতাব সিং। তবে ম্যাচের পর বাগান গ্যালারিতে উচ্ছ্বাস থাকলেও, আবেগের বিস্ফোরণটা কোথাও যেন অনুপস্থিত ছিল। যে কারণে কিছুটা হলেও অচেনা হয়ে উঠেছিল যুবভারতী। নব্বই মিনিট শেষে স্কোরলাইন ১-১। হামিদ আহদাদের গোলে লাল-হলুদ এগিয়ে যায়, বিরতির ঠিক আগে সমতা ফেরান আপুইয়া। বাকি সময়টা যেন এক টানটান অপেক্ষা— দু’দলের কিছু বিক্ষিপ্ত আক্রমণ, কিন্তু খেলার মান আহামরি নয়। বল মাঝমাঠেই ঘুরপাক খেল, যা দেখার পর ফুটবলারদের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠতে পারে। ম্যাকলারেন, কামিন্স ছিলেন যেন বোতলবন্দী। রবসনও পাননি তেমন সুযোগ। বরং, মিগুয়েলের ফুটবলে ছিল ছন্দ, ছিল মুক্তি। কিন্তু সাপোর্টিং প্লে-র অভাব স্পষ্ট। ১২০ মিনিটের লড়াইয়ে খেলার ফল ছিল ১-১। টাইব্রেকারে বাগানের জয়ের নায়ক সেই বিশাল কাইথ। ইস্টবেঙ্গলের নতুন ডিফেন্ডার জয় গুপ্তের শট বাঁচিয়ে দিলেন তিনি। মেহতাব সিং-এর শট জালে জড়াতেই চ্যাম্পিয়ন হয়ে গেল সবুজ-মেরুন। যুবভারতীতে উল্লাস শুরু করে দিলেন সবুজ-মেরুন সমর্থকেরা।
Leave a Reply