Neeraj Chopra: নীরজের ছোড়া বর্শায় বিঁধল সোনা, বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতলেন ভারতীয় ক্রীড়াবিদ

Untitled_design(224)

মাধ্যম নিউজ ডেস্ক: ট্র্যাক অ্যান্ড ফিল্ড-এর ব্যক্তিগত ইভেন্টে আগেই সোনা পেয়েছিলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। অলিম্পিকের সোনার ছেলে নীরজ (Neeraj Chopra) এবার বিশ্ব চ্যাম্পিয়ন হলেন। তাঁর ছোড়া বর্শা সফট ল্যান্ডিং করতেই তুলে নিল সোনা। অলিম্পিকে সোনা জেতার পরে এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাঁর আক্ষেপ দূর হলো। গতবার তাঁকে রুপো জিতে ফিরতে হয়েছিল। এতে আক্ষেপ ছিল বটে, তাঁর পাশাপাশি প্রত্যাশাও বেড়েছিল। দেশের মানুষের প্রত্যাশা পূরণে একেবারে একশো শতাংশ সফল হলেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া (Neeraj Chopra)। পরপর তাঁর ঝুলিতে খেতাব যেন চলেই আসছে। অলিম্পিকে সোনার পরে বিশ্ব চ্যাম্পিয়নশিপের রুপো, ডায়মন্ড লিগের পরে ফের বিশ্ব চ্যাম্পিয়নশিপের সোনার পদক জিতলেন নীরজ (Neeraj Chopra)। গড়লেন নজিরও। এই প্রথম বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন কোনও ভারতীয়।

নীরজের (Neeraj Chopra) ছোড়া বর্শা ৮৮.১৭ মিটার পৌঁছে যায়, নিশ্চিত হয় সোনা জয়

বিশ্ব চ্যাম্পিয়নশিপের জ্যাভলিন ফাইনালে খেলার যোগ্যতামান পূরণ করেন দেশের তিন জন। নীরজ চোপড়া ছাড়া সেখানে ছিলেন কিশোর জেনা এবং ডিপি মনু। নীরজের (Neeraj Chopra) ছোড়া বর্শা ৮৮.১৭ মিটার পৌঁছে যায়। এতেই নিশ্চিত হয় সোনা জয়। অন্যদিকে কিশোর জেনার বর্শা পৌঁছায় ৮৪.৭৭ মিটার এবং ডিপি মনুর বর্শা ৮৪.৪ মিটারে থামে। ভারতের এই দুই জ্যাভলিন থ্রোয়ার ৫ এবং ৬ নম্বরে শেষ করেন।

ভারতের দ্বিতীয় ক্রীড়াবিদ হিসেবেই অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের নজির গড়েন নীরজ চোপড়া

প্রসঙ্গত, ভারতের দ্বিতীয় ক্রীড়াবিদ হিসেবেই অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের নজির গড়লেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্টে দেশকে প্রথম সোনা এনে দিয়েছিলেন শ্যুটার অভিনব বিন্দ্রা। অভিনব বিন্দ্রা বিশ্ব চ্যাম্পিয়নও হয়েছিলেন এবং এবার সেই খেতাব জিতলেন নীরজ চোপড়া। এই জয়ের সঙ্গে নীরজ গড়লেন এক অনন্য নজির। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতলেন নীরজ। এর আগে, প্রাক্তন লং জাম্পার অঞ্জু ববি জর্জ ২০০৩ সালে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশকে ব্রোঞ্জ এনে দিয়েছিলেন। সেটাই ছিল এখনও পর্যন্ত অ্যাথলেটিক্স বিশ্বচ্যাম্পিয়নশিপে কোনও ভারতীয়র সেরা পারফরম্যান্স।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share