Blog

  • Russia-Ukraine war: ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রে হামলা! শান্তি রক্ষায় এগিয়ে আসুক দুপক্ষ, আর্জি ভারতের

    Russia-Ukraine war: ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রে হামলা! শান্তি রক্ষায় এগিয়ে আসুক দুপক্ষ, আর্জি ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের ইউক্রেনের পরমাণু কেন্দ্রে মিসাইল হামলা। ইউক্রেনের জাপরজাই (Zaporizhzhia Nuclear Power Plant) পরমাণু কেন্দ্রে বৃহস্পতিবার ১০ বার হামলার ঘটনা ঘটেছে। ইউরোপের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্রের কার্যালয় ও ফায়ার স্টেশনে এর আগে গত শনিবারও হামলা চলে। ইউক্রেন ও রাশিয়া এই হামলার জন্য একে অপরকে দোষারোপ করছে।

    ফেব্রুয়ারির ২৪ তারিখ ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। বিগত পাঁচ মাস ধরে লড়াই চালিয়ে ইউক্রেনের বিভিন্ন স্থান নিজেদের দখলে নিয়েছে রাশিয়ার সেনা। ইউক্রেন তথা ইউরোপের বৃহত্তম জাপরজাই পরমাণু কেন্দ্রটির নিয়ন্ত্রণ এখন পুতিন বাহিনীর হাতে। এই এলাকা ঘিরে তীব্র লড়াই চলছে দুই পক্ষের। গত শনিবার পারমাণবিক কেন্দ্রটিতে আছড়ে পড়ে একাধিক ক্ষেপণাস্ত্র। এরফলে ক্ষতিগ্রস্ত হয়েছে কেন্দ্রটির তিনটি রেডিয়েশন সেন্সর। আহত হয়েছে এক কর্মীও। বৃহস্পতিবারও একই ধরনের হামলা চলে।

    আরও পড়ুন: চিনা ঋণের ফাঁদ থেকে সাবধান! সতর্কবার্তা বাংলাদেশি মন্ত্রীর

    ওই অঞ্চলের রাশিয়া (Russia) নিয়ন্ত্রিত প্রশাসনের দাবি, পারমাণবিক কেন্দ্রে রকেট লঞ্চার দিয়ে হামলা চালায় ইউক্রেনের বাহিনী। এতে কেন্দ্রটির একটি বিল্ডিং ও ব্যবহৃত আণবিক জ্বালানির রাখার একটি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, এই হামলার নেপথ্যে রাশিয়া রয়েছে বলে পালটা অভিযোগ করেছেন ইউক্রেনের (Ukraine) প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তাঁর অভিযোগ, ‘আণবিক সন্ত্রাসবাদ’ ছড়াতে চাইছে রুশ ফৌজ। একইসঙ্গে, মস্কোর পরমাণু প্রকল্পের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আবেদন জানান তিনি।

    আরও পড়ুন: আগ্রহী খোদ আমেরিকা, ন্যাটোর অন্তর্ভুক্ত হচ্ছে মোদির দেশ?

    বিশ্লেষকদের মতে, জাপরজাই পরমাণু কেন্দ্রে যেভাবে পরপর মিসাইল হামলা হয়েছে তাতে যে কোনও মুহূর্তে ভয়াবহ বিপর্যয় ঘটে যেতে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, যে কোনও মুহূর্তে হতে পারে চেরনোবিল দুর্ঘটনার পুনরাবৃত্তি। রাষ্ট্রসংঘের প্রধান অ্যান্তনিও গুতেরেস বলেন, “আণবিক কেন্দ্রের হামলা চালানো আত্মহত্যার শামিল।” ভারতও পরমাণু কেন্দ্রে হামলা চালানোর ঘটনার নিন্দা করেছে। দুপক্ষকে শান্তি রক্ষার্থে আহ্বান জানিয়েছে দিল্লি। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথাও বলা হয়েছে।

  • Al Qaeda terrorist in Assam: অসমে ফের আলকায়দা জঙ্গির খোঁজ! যোগ মধ্যপ্রদেশ, বাংলার সঙ্গেও

    Al Qaeda terrorist in Assam: অসমে ফের আলকায়দা জঙ্গির খোঁজ! যোগ মধ্যপ্রদেশ, বাংলার সঙ্গেও

    মাধ্যম নিউজ ডেস্ক: আল-কায়দার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অসমে আবার একজনকে গ্রেফতার করা হল। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে অসম পুলিশ। গোয়ালপাড়ার পুলিশ সুপার ভি ভি রাকেশ রেড্ডি (VV Rakesh Reddy) জানান, ধৃতের নাম আব্দুস চোবাহান (Abdus Chowahan)। তাঁকে বঙ্গাইগাঁও জেলার জোগিঘোপা (Jogighopa) থানার এলাকা থেকে গ্রেফতার করা হয়। ওই ব্যক্তি আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (Al-Qaeda Indian Subcontinent) এবং আনসারুল্লা বাংলা টিম (Ansarullah Bangla Team) এর সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ। কয়েকদিন আগেই ওই এলাকা থেকে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় দুই ইমামকে। আব্দুসের সঙ্গে ওই দুই ইমামের ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলেও জানিয়েছেন গোয়ালপাড়ার পুলিশ সুপার। 

    আরও পড়ুন: সামান্য রং-মিস্ত্রি থেকে দুবাইয়ে হোটেল-মালিক! পার্থ-ঘনিষ্ঠর উল্কাবেগে উত্থানে তাজ্জব সিবিআই

    বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে জঙ্গিদের বিভিন্ন ডেরায় অভিযান চালায় অসম পুলিশ। এর ফলে তারা জানতে পারে রাজ্যের বিভিন্ন জায়গায়  নাশকতার ছক কষছিল এই জঙ্গীরা। এই উদ্দেশে অসমে প্রশিক্ষণ ক্যাম্পও স্থাপন করেছিল তারা। এদিন অভিযানের সময় জঙ্গিদের কার্যকলাপ ও পরিকল্পনা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আসে অসম পুলিশের হাতে। পুলিশ সূত্রে খবর, কয়েক বছর আগে ৬জন বাংলাদেশী সন্ত্রাসবাদী অসমে প্রবেশ  করে। এদের মূল লক্ষ ছিল অসমের চর এলাকা এবং মুসলিম অধ্যুষিত গ্রামগুলি। 

    আরও পড়ুন: বেঙ্গালুরুর সেই ইদগাহ ময়দানে এবার গণেশ চতুর্থী পালনের অনুমতি হাইকোর্টের

    ডিজিপি অসম ভাস্কর জ্যোতি মহন্ত জানিয়েছেন, “ইতিমধ্যেই আল-কায়েদার সঙ্গে যুক্ত ৩৪ জনেরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। অসম পুলিশ এই ধরনের ষড়যন্ত্র সফল হতে দেবে না। বাংলাদেশীরা কিছু সেনা প্রশিক্ষণ ক্যাম্প স্থাপন করেছে বলেও জানা যাচ্ছে।” ধৃত জঙ্গিদের সঙ্গে বাংলা ও মধ্যপ্রদেশের যোগ রয়েছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Narendra Modi: এক বছরে ২৬ লক্ষ টাকার সম্পত্তি বেড়েছে প্রধানমন্ত্রীর! জানেন তাঁর মোট অর্থের পরিমাণ

    Narendra Modi: এক বছরে ২৬ লক্ষ টাকার সম্পত্তি বেড়েছে প্রধানমন্ত্রীর! জানেন তাঁর মোট অর্থের পরিমাণ

    মাধ্যম নিউজ ডেস্ক: গতবছরের থেকে এবছর ২৬ লক্ষ টাকার সম্পত্তি বেড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। প্রধানমন্ত্রীর দফতরের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুসারে , ২০২২ সালের ৩১ মার্চ তারিখে তাঁর সম্পত্তির মোট পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ২৩ লাখ টাকা। মার্চ ২০২১ সালের নথি অনুযায়ী সেসময় তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ১ কোটি ৯৭ লাখ ৬৮ হাজার ৮৮৫ টাকা।

    সম্প্রতি নরেন্দ্র মোদি-সহ (Narendra Modi) কেন্দ্রীয় মন্ত্রীদের সম্পত্তির খতিয়ান প্রকাশ করেছে পিএমও (PMO)। এই খতিয়ানেই ফিক্সড ডিপোজিট, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটস, জীবন বিমা, গহনা, ব্যাঙ্কে জমা টাকা এবং হাতে থাকা নগদ মিলিয়ে মোদির অস্থাবর সম্পত্তির এই হিসেব দেখানো হয়েছে। গত বছর মোদির হাতে নগদ ছিল ৩৬ হাজার ৯০০ টাকা, তা কমে ৩৫ হাজার ২৫০ টাকা হয়েছে। ব্যাঙ্কে জমা টাকার পরিমাণও ১ লক্ষ ৫২ হাজার ৪৮০ টাকা থেকে কমে ৪৬ হাজার ৫৫৫ টাকা হয়েছে। মোদির নামে (PM Narendra Modi Assets) ২০ হাজার টাকার এল অ্যান্ড টি বন্ড রয়েছে বলে জানানো হয়। ২০১২ সালে গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময় সেটি কিনেছিলেন তিনি। এ বছর সেটির কোনও উল্লেখ মেলেনি।

    আরও পড়ুন: পিএম উজ্জ্বলা যোজনার ৩৭% উপভোক্তাই সংখ্যালঘু, বলছে পরিসংখ্যান

    একইসঙ্গে প্রধানমন্ত্রী দফতরের প্রকাশিত তথ্য অনুযায়ী এই মুহূর্তে নরেন্দ্র মোদির (PM Narendra Modi) নামে কোনও স্থাবর সম্পত্তি নেই। এর আগে তাঁর দেওয়া হলফনামা অনুযায়ী তাঁর নামে ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের কিছু জমি ছিল। যদিও ওটি একটি অংশীদারী সম্পত্তি ছিল। যাতে নরেন্দ্র মোদি ছাড়াও আরও দুজন অংশীদার ছিলেন। জানা গিয়েছে, নিজের অংশের জমিটি তিনি দান করে দিয়েছেন। তাই আজকের তারিখে দাঁড়িয়ে তাঁর নামে কোনও জমি নেই।

    প্রধানমন্ত্রীর পেশ করা তথ্য থেকেই জানা যায়, তাঁর নিজস্ব কোনও গাড়ি নেই। কোনও শেয়ার, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন না নরেন্দ্র মোদী। তবে পোস্ট অফিসে একটি ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (National Savings Certificate) আছে মোদির নিজের নামে। যার মূল্য ৮ লক্ষ ৯৩ হাজার ২৫১ টাকা থেকে বেড়ে ৯ লক্ষ ৫ হাজার ১০৫ টাকা হয়েছে। এছাড়াও তাঁর নিজের নামে একটি ১ লাখ ৮৯ হাজার ৩০৫ টাকার পলিসিও (life insurance policies) রয়েছে। 

    এছাড়াও ৪৫ গ্রাম ওজনের মোদির চারটি সোনার আংটি রয়েছে বলে জানানো হয়েছে, যার মূল্য ১ লক্ষ ৭৩ হাজার ৬৩ টাকা। এক বছর আগে সেগুলির মূল্য ১ লক্ষ ৪৮ হাজার ৩৩১ টাকা ছিল। প্রধানমন্ত্রীর দফতরের দেওয়া তথ্যে মোদির স্ত্রী যশোদাবেনের উল্লেখ থাকলেও, তাঁর সম্পত্তির পরিমাণ জানা নেই বলে দেখানো হয়েছে।

  • Commonwealth Games: ট্রিপল জাম্পে সোনা-রুপো, বক্সিংয়ে জোড়া সোনা, কমনওয়েলথে ইতিহাস ভারতের

    Commonwealth Games: ট্রিপল জাম্পে সোনা-রুপো, বক্সিংয়ে জোড়া সোনা, কমনওয়েলথে ইতিহাস ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: পুরুষদের ট্রিপল জাম্পে ভারতের ইতিহাস। এই প্রথম এই বিভাগে সোনা এল ঘরে। ১৭.০৩ মিটার লাফ দিয়ে সোনা জিতলেন এলধোস পল। এই বিভাগেই রুপো জিতলেন আবদুল্লা আবুবকার। তিনি লাফিয়েছেন ১৭,০২ মিটার। এলধোস আবদুল্লার মতো এদিন মাঠ কাঁপিয়েছেন সন্দীপ কুমারও। ১০ কিমি রেস ওয়াকে ব্রোঞ্জ জিতেছেন তিনি। বক্সিংয়ে সোনা জিতেছেন অমিত পাঙ্গল ও নীতু গঙ্গা। জ্যাভলিন থ্রো-তে ব্রোঞ্জ জিতেছেন অন্নু রানি।  ব্রোঞ্জ জিতেছে ভারতীয় মহিলা হকি দল। সবমিলিয়ে কমনওয়েলথের দশম দিনে জয়জয়কার ভারতের।

    টেবিল টেনিসে পুরুষদের সিঙ্গলসে ফাইনালে পৌঁছে গেলেন ভারতের অচন্ত শরথ কমল (Achanta Sharath Kamal)। ব‌্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু। এর পাশাপাশি ফাইনালে উঠেছে ভারতের পুরুষ হকি দল, মহিলা ক্রিকেট টিম। ব্যাডমিন্টনে পুরুষদের ফাইনালে পৌঁছে গেছেন লক্ষ্য সেন। দশম দিনে এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে ৪৭টি পদক। ১৬টি সোনা, ১২টি রুপো আর ১৯টি ব্রোঞ্জ।

    শনিবার বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) নবমতম দিন ছিল। আর এই নবম দিন পর্যন্ত ভারতের ঝুলিতে এসেছিল মোট ৪০ টি পদক। গতকাল মোট ১৪টি পদক জিতেছে ভারতীয় খেলোয়াড়রা। এদিন স্বর্ণপদক পেয়েছেন রবি কুমার দাহিয়া (Ravi Kumar Dahiya), ভিনেশ ফোগাট, নবীন। এই তিনজনই কুস্তিতে সোনার পদক পেয়েছেন। এছাড়াও ভাবিনা হাসমুখভাই প্যাটেল প্যারা টেবিল টেনিসে সোনা পেয়েছেন। অন্যদিকে এদিন ভারতীয় অ্যাথলিটরা স্বর্ণপদকের পাশাপাশি তিনটি রুপো ও সাতটি ব্রোঞ্জ ভারতকে এনে দেয়।  

    রবি কুমার দাহিয়ার হাত ধরেই কমনওয়েলথ গেমসের দশম সোনা জেতে ভারত। কুস্তির ৫৭ কেজি বিভাগের ফাইনালে রবি হারালেন নাইজেরিয়ার প্রতিপক্ষ ওয়েলসনকে। একাদশতম সোনা এনে দেয় ভিনেশ ফোগাট। ভিনেশের পর ভারতের হয়ে দ্বাদশ সোনাটি জেতেন নবীন। আবার প্রিয়াঙ্কা গোস্বামী (Priyanka Goswami), অবিনাশ সাবলে (Avinash Sable) পেয়েছে রুপো। পুরুষদের লন বল ফোরসেও রুপো পেল ভারতের পুরুষ দল। বক্সিং-এ ব্রোঞ্জ জিতেছেন ভারতের জ্যাসমিন লাম্বোরিয়া (Jasmine Lamboria), মোহাম্মদ  (Mohammad Hussamuddin), রোহিত টোকাস (Rohit Tokas)। এছাড়াও ব্রোঞ্জ পেয়েছে পূজা গেহলট, দীপক, সোনালবেন প্রমুখ অ্যাথলিটরা।

     

     

     

  • Suvendu Adhikari: কেন্দ্রের টাকা নয়ছয়, প্রধানমন্ত্রীকে চিঠি শুভেন্দুর 

    Suvendu Adhikari: কেন্দ্রের টাকা নয়ছয়, প্রধানমন্ত্রীকে চিঠি শুভেন্দুর 

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের বকেয়া অর্থ আদায় করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঠিক তার পরের দিনই প্রধানমন্ত্রীকে পাঁচ পাতার একটি চিঠি পাঠালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুভেন্দু জানান, পশ্চিমবঙ্গে এই বিশাল আর্থিক দুর্নীতির বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নজরে আনার জন্যই চিঠি লেখা হয়েছে তাঁকে।

    প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে শুভেন্দু লিখেছেন, দিনের পর দিন এই দুর্নীতি চলছে। একশো দিনের কাজ দিয়ে গরিব মানুষকে টাকা দেওয়ার কথা ছিল। অথচ কোনও কাজ না দিয়েই টাকা খরচ করা হয়েছে। আর তা প্রমাণ করতে ভুল শংসাপত্রও দেওয়া হয়েছে। একশো দিনের কাজে বৃক্ষরোপণ করতে গিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগও তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। পাঁচ পাতার ওই চিঠিতে তিনি লিখেছেন, নথিতে রাজ্য সরকার দেখিয়েছে হাজার হাজার হেক্টর জমিতে ম্যানগ্রোভ ও অন্য চারা গাছ রোপণ করা হয়েছে। আধিকারিকরা যখন পরিদর্শন করতে যান, তখন রাজ্যের তরফে বলা হয় ইয়াস, আমপান এবং অন্য প্রাকৃতিক বিপর্যয়ে চারাগাছ নষ্ট হয়ে গিয়েছে। প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা গাছগুলিকে দেখিয়ে দাবি করা হয় একশো দিনের প্রকল্পের অধীনেই সে সব গাছ রোপণ করা হয়েছে। কুলতলি বিধানসভা কেন্দ্র, জয়নগর-২ ব্লক সহ দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু এলাকায় এই ঘটনা ঘটেছে।

    আরও পড়ুন : এটা তো সবে ট্রেলার, পুরো সিনেমা এখনও বাকি! ট্যুইটে কাকে বিঁধলেন শুভেন্দু অধিকারী?

    এই দুর্নীতির জন্য রাজ্যের তৃণমূল সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি লিখেছেন, তৃণমূলের স্থানীয় নেতারা এই একশো দিনের কাজের প্রকল্পকে টাঁকশালে পরিণত করেছেন।গরিব চাকরি প্রার্থীদের হয় টাকা দেওয়া হয়নি, নয় তো জব কার্ড ছিনিয়ে নিয়েছেন দুর্নীতিগ্রস্ত স্থানীয় নেতারা। ওই চিঠিতেই রাজ্যের বিরোধী দলনেতা লিখেছেন, অন্য কেন্দ্রীয় সরকারি প্রকল্পের ক্ষেত্রেও একই দুর্নীতি হয়েছে। ইচ্ছাকৃতভাবে বদলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় প্রকল্পের নাম। বদলে নিজেদের ইচ্ছামতো নাম দিয়েছে। কেন্দ্রীয় পর্যবেক্ষকরা তদারকি করতে গেলে রাতারাতি সেসব নামের ফলক, সাইনবোর্ড বদলে দেওয়া হয়েছে। এভাবেই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার নাম বদলে করা হয়েছে বাংলা গ্রামীণ সড়ক যোজনা।

    আরও পড়ুন : “তৃণমূলের ১০০ জনের নাম তুলে দিয়েছি…”, অমিত শাহের সঙ্গে বৈঠকের পর শুভেন্দু

    প্রসঙ্গত, এর আগেও একাধিকবার বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের নাম রাজ্য সরকার বদলে দিচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন বিজেপি নেতারা। এবার কেন্দ্রীয় প্রকল্পে নানা দুর্নীতির অভিযোগও তুললেন শুভেন্দু।

     

  • Modi tweets Mahatma Gandhi’s photo: ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিতে গান্ধীকে ট্যুইটারে শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রীর 

    Modi tweets Mahatma Gandhi’s photo: ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিতে গান্ধীকে ট্যুইটারে শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রীর 

    মাধ্যম নিউজ ডেস্ক: ট্যুইটারে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানালেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) পাশাপাশি শ্রদ্ধা জানালেন ভারত ছাড়ো (Quit India Movement) আন্দোলনে সব অংশগ্রহণকারীদের। ট্যুইটারে মহাত্মা গান্ধীর ছবিও পোস্ট করেন প্রধানমন্ত্রী।

    আরও পড়ুন: এক বছরে ২৬ লক্ষ টাকার সম্পত্তি বেড়েছে প্রধানমন্ত্রীর! জানেন তাঁর মোট অর্থের পরিমাণ

    প্রধানমন্ত্রী লেখেন, “ভারত ছাড়ো আন্দোলনের সূচনার সময় বম্বেতে মহাত্মা গান্ধীর ছবি।” 

     

     

    ১৯৮২ সালের ৮ অগাস্ট মহাত্মা গান্ধী, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (AICC) বম্বে অধিবেশনে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা করেছিলেন। এই আন্দোলনই ছিল ব্রিটিশ শাসনের কফিনে শেষ পেরেক। আন্দোলনের শুরুতে গান্ধীজি ‘ডু অর ডাই’ স্লোগান দিয়েছিলেন। তিনি ব্রিটিশদের সতর্ক করে বলেন, অবিলম্বে ভারত ত্যাগ না করলে, ভয়ানক পরিণতির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এই আন্দোলনে দেশ জুড়ে বিশাল আকারের ধারণ করেছিল। এই আন্দোলনের মধ্যে দিয়েই মূলত দেশে সহিংস আন্দোলনের সূত্রপাত হয়। বহু বিপ্লবীকে গ্রেফতার করে ব্রিটিশ সরকার।

    আরও পড়ুন: ‘হর ঘর তেরঙ্গা’ অভিযানে শামিল হবেন কীভাবে? সার্টিফিকেট কী করে ডাউনলোড করবেন? জেনে নিন

    মোদি ট্যুইটে আরও লেখেন, “বাপুর দ্বারা অনুপ্রাণিত হয়ে গোটা দেশ এই ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করে।”

     

     

      

  • PM Ujjwala Yojana: পিএম উজ্জ্বলা যোজনার ৩৭% উপভোক্তাই সংখ্যালঘু, বলছে পরিসংখ্যান 

    PM Ujjwala Yojana: পিএম উজ্জ্বলা যোজনার ৩৭% উপভোক্তাই সংখ্যালঘু, বলছে পরিসংখ্যান 

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০১৪ সালে নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী (Modi) পদের দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প উপহার দিয়েছেন দেশবাসীকে। তার মধ্যে রয়েছে, পিএম আবাস যোজনা, পিএম মুদ্রা যোজনা, পিএম কিষান, পিএম উজ্জ্বলা যোজনার মত একাধিক জনপ্রিয় প্রকল্প। কিন্তু এত কিছুর পরেও বিজেপিকে হিন্দুর সরকার এবং নরেন্দ্র মোদিকে হিন্দুর প্রধানমন্ত্রী বলতে ছাড়েনি বিরোধী দলগুলি। প্রধানমন্ত্রী যতবার বোঝানোর চেষ্টা করেছেন যে দেশটি ধর্ম নিরপেক্ষ এবং তিনি গোটা দেশের প্রধানমন্ত্রী, ততই যেন হিন্দুত্ববাদীর তকমা মোদির গায়ে সাঁটতে আরও রে রে করে ছুটে এসেছেন বিরোধীরা। 

    আরও পড়ুন: ফের চিনের বিরুদ্ধে বড় পদক্ষেপ কেন্দ্রের, ১২ হাজারের কম দামের চিনা স্মার্টফোন নিষিদ্ধ হচ্ছে ভারতে

    কিন্তু লোকসভায় সরকারের পেশ করা এক পরিসংখ্যানে উঠে এল এক সম্পূর্ণ বিপরীত চিত্র। সেই পরিসংখ্যানে দেখা গেল পিএম উজ্জ্বলা যোজনার (PM Ujjwala Yojana) উপভোক্তাদের ৩৭% – ই সংখ্যালঘু(Minority)। সংখ্যালঘু কল্যাণ মন্ত্রকে প্রাক্তন মন্ত্রী মুক্তার আকবর নকভি পরিসংখ্যান দিয়ে জানান, “প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ২.৩১ কোটি বাড়ি দেওয়া হয়েছে। এর মধ্যে ৩১% বাড়ি ২৫টি সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় দেওয়া হয়েছে। কিষান সম্মান নিধি প্রকল্পের উপভোক্তাদের মধ্যেও ৩৩% -ই সংখ্যালঘু সম্প্রদায়ের। এছাড়াও, পিএম উজ্জ্বলা যোজনার উপভোক্তাদেরও ৩৭% সংখ্যালিওঘু।”

    আরও পড়ুন: দিল্লি গিয়ে সেটিং কি হল, দিদিকে কী বললেন মোদি?

    সংখ্যালগু কমিশন অ্যাক্ট, ১৯৯২ – এর অধীনে ভারতের মোট পাঁচ সম্প্রদায়কে সংখ্যালঘু সম্প্রদায়ের তকমা দিয়েছে ভারত সরকার। মুসলিন, খ্রিষ্টান, শিখ, বুদ্ধিস্ট এবং পার্সি। এই সম্প্রদায়গুলির জন্যে একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পও রয়েছে সরকারের। ভারতের অন্যান্য  নাগরিকদের থেকে কিছু বাড়তি সুবিধাও পেয়ে থাকেন এই সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকরা। 

    এই দেশে সংখ্যালঘুরা কত শান্তিতে এবং সুরক্ষিত রয়েছেন লোকসভায় সে প্রসঙ্গও তোলেন নকভি। তিনি এও বলেন, “সংখ্যালঘুদের সুরক্ষা এবং কল্যাণ বরাবরই ভারত সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ‘শিখ অউর কামাও’ এবং ‘উস্তাদ’ – এর মতো প্রকল্প শুধুমাত্র সংখ্যালঘুদের জন্যেই এলেছে ভারত সরকার। 

    এছাড়া দেশে ২০১৪ সালের পর থেকে কীভাবে শিক্ষা, রোজগারের ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের অগ্রগতি হয়েছে সেকথাও উল্লেখ করেন তিনি। ভারতে যে সংখ্যালঘু সম্প্রদায়ের জীবনযাত্রার মান আগের থেকে অনেক উন্নত হয়েছে সে দাবিও করেন মন্ত্রী। 

  • Commonwealth Games: পদক তালিকায় পঞ্চম স্থানে উঠে এল ভারত! কমনওয়েলথে আজ নজর ক্রিকেট, হকিতে

    Commonwealth Games: পদক তালিকায় পঞ্চম স্থানে উঠে এল ভারত! কমনওয়েলথে আজ নজর ক্রিকেট, হকিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: জমজমাট শনিবাসরীয় সন্ধ্যা। আজ চলতি কমনওয়েলথ গেমসের (cwg 2022) নবম দিন। সপ্তম দিনের পর পদক তালিকায় ভারতের স্থান ছিল সপ্তম। অষ্টমদিনে কুস্তিতে একের পর এক পদক এসেছে ভারতে (India)। এদিন এক লাফে ভারত পদক তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে। এখনও পর্যন্ত ভারত এ বারের কমনওয়েলথ গেমস থেকে পেয়েছে মোট ২৬টি পদক। যার মধ্যে ১০টি পদক এসেছে ভারোত্তোলন থেকে। কুস্তি থেকে এসেছে ৬টি পদক। জুডো থেকে তিনটি পদক এসেছে। লন বল, স্কোয়াশ, লং জাম্প, হাই জাম্প, প্যারা পাওয়ারলিফ্টিং, টেবল টেনিস ও ব্যাডমিন্টন থেকে ১টি করে পদক এসেছে ভারতে। আজ বিশেষ নজরে থাকবেন অমিত-নিখাত-লক্ষ্য-কিদাম্বিরা। একইসঙ্গে নবম দিনে নজর রাখতে হবে ব্যাডমিন্টন, কুস্তি, লন বলের মতো একাধিক ইভেন্টেও। আজ ব্যাডমিন্টনে মহিলা সিঙ্গলস কোয়ার্টার ফাইনালে নামবেন পি ভি সিন্ধু। ক্রিকেটে সেমিফাইনালে ভারতের মুখোমুখি আয়োজক ইংল্যান্ড। হকি সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার সামনে ভারত। এক নজরে ভারতীয় ক্রীড়াবিদদের নবম দিনের সূচি —

    প্যারা অ্যাথলেটিক্স

    ভারতীয় সময় দুপুর ২.৫৭-তে মহিলাদের শটপুটের ফাইনাল (পুনম শর্মা, শর্মিলা, সন্তোষ)

    অ্যাথলেটিক্স

    মহিলাদের ১০ হাজার মিটার রেস ওয়াক ফাইনাল। শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩টে।

    বক্সিং

    ৪৫-৪৮ কেজি বিভাগে সেমিফাইনালে মহিলাদের বক্সিংয়ে নামবেন নীতু। খেলা শুরু দুপুর ৩টে।

    ৫৭ কেজি কোয়ার্টার ফাইনালে পুরুষদের বিভাগে নামবেন রবি কুমার। 

    মহিলাদের ফ্রিস্টাইল ৫৩ কেজি বিভাগে নামবেন ভিনেশ ফোগাট।

    দুপুর ৩.৩০- এ ৪৮-৫১ পুরুষদের কেজি বিভাগে সেমিফাইনালে জাম্বিয়ার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলতে নামবেন অমিত পাঙ্ঘাল।

    ৪৮-৫০ কেজি বিভাগে সেমিফাইনালে নামবেন নিখাত জারিন।

    ক্রিকেট 

    দুপুর ৩.৩০-এ ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনাল

    আরও পড়ুন: কুস্তিতে কিস্তিমাত! তিনটি সোনা একটি রুপো কমনওয়েলথের আসরে দীপক, সাক্ষী, বজরংদের জয়জয়কার

    ব্যাডমিন্টন

    মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে খেলতে নামবেন পিভি সিন্ধু। খেলা শুরু বিকেল ৪.৩০।

    লন বলে ভারত বনাম নর্দান আয়ারল্যান্ডের মধ্যে গোল্ড মেডেল ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৪.৩০।

    স্কোয়াশ

    মিক্সড ডাবলসের সেমিফাইনালে দীপিকা পাল্লিকাল ও সৌরভ ঘোষাল জুটি নামবেন সন্ধে ৬.৪৫-এ।

    প্যারা টেবিল টেনিস ইভেন্টে গোল্ড মেডেল ম্যাচে নামবেন ভারতের ভাবিনা পটেল। প্রতিপক্ষ নাইজেরিয়ার। খেলা শুরু রাত ১ টা।

    হকি 

    পুরুষদের সেমিফাইনাল – ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (রাত ১০.৩০ মিনিট)

  • ED summons 8 IPS Officers: এবার কয়লা কাণ্ডেও সক্রিয় ইডি, তলব ৮ আইপিএস অফিসারকে 

    ED summons 8 IPS Officers: এবার কয়লা কাণ্ডেও সক্রিয় ইডি, তলব ৮ আইপিএস অফিসারকে 

    মাধ্যম নিউজ ডেস্ক: গরুপাচার কাণ্ডে আজই তৃণমূলের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) গ্রেফতার করেছে সিবিআই (CBI)। এবার কয়লাপাচার কাণ্ডে (Coal Smuggling Scam) ৮ জন আইপিএসকে (8 IPS) তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সূত্রের খবর রাজ্য পুলিশের এই ৮ আধিকারিককে ১৫ অগাস্টের পর তলব করেছে ইডি।

    আরও পড়ুন: বালি-পাথরের ‘নবগ্রহ’ ইডি-সিবিআইয়ের নজরে, কেষ্টর পর কে কে? 

    তালিকায় রয়েছেন, রাজীব মিশ্র ,সুকেশ জৈন, জ্ঞানবন্ত সিং,শ্যাম সিং, কোটেশ্বর রাও ,এস সেলভামুরগান, তথাগত বসু, ভাস্কর মুখোপাধ্যায়। জ্ঞানবন্ত সিংকে ডাকা হয়েছে ২২ অগাস্ট, কোটেশ্বর রাওকে ডাকা হয়েছে ২৩ অগাস্ট, শ্যাম সিংকে ডাকা হয়েছে ২৪ অগাস্ট। এছাড়াও এস সেলভামুরগান, রাজীব মিশ্র, সুকেশ জৈন, তথাগত বসু এবং ভাস্কর মুখোপাধ্যায়কে যথাক্রমে ২৫, ২৬, ২৯, ৩০, ৩১ অগাস্ট তলব করেছে ইডি। 

    দিল্লির ইডি দফতরে তলব করা হয়েছে তাঁদের ৷ কয়লাপাচার কাণ্ডে ইতিমধ্যেই আইপিএস জ্ঞানবন্ত সিংকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছেন ইডি আধিকারিকরা ৷ দিল্লিতে দুবার ও কলকাতায় একবার জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে ৷ রেকর্ড করা হয়েছে তাঁর বয়ানও৷ এস সিলভা মুরগানকেও এর আগে একবার তলব করেছে কেন্দ্রীয় এই গোয়েন্দা সংস্থা।

    আরও পড়ুন: জুলাই মাসে রাশিয়া ভারতের তৃতীয় বৃহত্তম কয়লা সরবরাহকারী, বলছে রিপোর্ট 

    ইডি আধিকারিকদের দাবি, কয়লাপাচার কাণ্ডে অন্যান্যদের জেরা করে এই ৮ আইপিএস অফিসারদের নাম উঠে এসেছে ৷ আসানসোল-রানিগঞ্জ, পুরুলিয়া, বাঁকুড়াসহ একাধিক জায়গায় কর্মরত থাকা কালীন এই পুলিশ আধিকারিকদের কাছে কয়লাপাচার সংক্রান্ত কোনও তথ্য ছিল কিনা তা জিজ্ঞাসাবাদ করে জানতে চাইবেন ইডি আধিকারিকরা। যদি জানা থাকে তাহলে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছিল ? কোনও প্রভাবশালীর নাম তাঁরা জানতেন কি না? ইডির আরও প্রশ্ন থাকবে, জানা থাকলে এবিষয়ে তাঁরা কোনও ব্যবস্থা নিয়েছিলেন কি না? এবিষয়ে কোনও ব্যক্তিকে আজ অবধি জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি না সে বিষয়েও এই আট আধিকারিকের কাছে জানতে চাইবে ইডি। 

    আগেও এই পুলিশ কর্তাদের তলব করা হয়েছিল। তাঁদের বিরুদ্ধে যে শুধু নিষ্ক্রিয় থাকার অভিযোগ রয়েছে তাই নয়, সরাসরি পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগও উঠেছে। অভিযোগ, পুলিশের চোখের সামনে দিয়ে লরি করে কয়লা পাচার করা হত। তারপরও পুলিশের মুখ বন্ধ ছিল। মূলত আসানসোল, পুরুলিয়া এলাকাতেই চলত পাচার। 

    এঁদের মধ্যে কেউ তখন ছিলেন জেলার পুলিশ সুপার, কেউ ছিলেন আইসি। তদন্তকারী আধিকারিকদের দাবি, এই পুলিশ কর্তারা ইচ্ছে করেই আটকাননি পাচার। ইডি সূত্রের খবর, ওই পুলিশ আধিকারিকদের কাছে থাকত বিশেষ টোকেন নম্বর, যা দেখে কয়লার গাড়ি ছেড়ে দেওয়া হত। কার্যত পাচারে সুবিধা করে দেওয়া হত। এমনকি আর্থিক দিক থেকে লাভবানও হতেন এই পুলিশকর্তারা বলে অভিযোগ করেছে ইডি। আগেও একাধিক অফিসারকে এই মামলায় জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় সংস্থা।

    উল্লেখ্য, কয়লাপাচার কাণ্ডে এর আগে দিল্লিতে তলব করা হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। 

    এসএসসি দুর্নীতিতে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। পার্থ ঘনিষ্ঠের বাড়ি থেকে ৫০ কোটিরও বেশি টাকা উদ্ধার হয়েছে। ওই টাকা এল কোথা থেকে তার তদন্তে নেমেছে ইডি। দশ বার নোটিস এড়ানোর পর আজ গরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে তার বোলপুরের বাড়ি থেকে গ্রেফতার করেছে সিবিআই। এবার ইডির নজরে রাজ্যের ৮ আইপিএস অফিসার। ফলে রাজ্য সরকার যে যথেষ্ট বিপাকে রয়েছে তা বলাই বাহুল্য। 
        
     

  • Raju Srivastava Health Update: শারীরিক অবস্থার চরম অবনতি, ভেন্টিলেশনে রাখা হয়েছে কমেডিয়ান রাজু শ্রীবাস্তবকে

    Raju Srivastava Health Update: শারীরিক অবস্থার চরম অবনতি, ভেন্টিলেশনে রাখা হয়েছে কমেডিয়ান রাজু শ্রীবাস্তবকে

    মাধ্যম নিউজ ডেস্ক: মন খারাপ করে দেওয়ার মত খবর। টিভির পর্দায় যিনি সবার মুখে হাসি ফোটাতেন, সবার মন ভালো করে দিতেন, আজ তিনিই ভালো নেই। হ্যাঁ আমরা কথা বলছি জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান ও অভিনেতা রাজু শ্রীবাস্তবের (Raju Srivastava)। সূত্রের খবরে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। রাখা হয়েছে ভেন্টিলেশনে। গতকাল সকালে জিম করতে গিয়েই হার্ট অ্যাটাক হয় অভিনেতার। শরীরচর্চা করতে গিয়ে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। তারপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর আজ সকাল থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তাঁর।

    আরও পড়ুন: “আমার ছবি বয়কট করবেন না”, নেটিজেনদের অনুরোধ আমির খানের

    সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, হোটেলের জিমে এক্সারসাইজ করার সময়ই হৃদরোগে আক্রান্ত হন তিনি। তখনই অজ্ঞান হয়ে পড়ে যান। এরপরই দ্রুত ভর্তি করা হয়েছে দিল্লির AIIMS-এ। গতকাল ভর্তি করানোর পরেই তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছিল। কিন্তু, আজ বেলা বাড়তেই এই মন খারাপ করা খবর শোনালেন তাঁর চিকিৎসক। এই খবরে তাঁর অনুরাগীরা ভেঙে পড়েছে। কমেডি দুনিয়া থেকে তাঁর পরিচিতি গড়ে উঠলেও পরে তিনি বলিউডেও জায়গা করে নিয়েছেন। অসংখ্য ভক্ত তাঁর। ‘বিগবস’ থেকে শুরু করে ‘কপিল শর্মা’র শো– এ সবেই নিজের অবদান রেখেছেন রাজু। বেশ কিছু বলিউড ছবিতেও অভিনয় করেছেন তিনি। সম্প্রতি ‘ইন্ডিয়া’জ লাফটার চ্যাম্পিয়ন’-এ বিশেষ অতিথি হিসেবে দেখা গিয়েছে তাঁকে।

    আরও পড়ুন: সাবধান! ভুলেও অবহেলা করবেন না, হার্ট অ্যাটাকের এই ৮টি লক্ষণ

    সবার মুখে যিনি হাসি নিয়ে আসেন, আজ তাঁরই মুখে হাসি দেখার জন্যে অপেক্ষায় বসে আছেন পুরো দেশবাসী। ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) অভিনেতার স্ত্রীর কাছ থেকে তাঁর স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নিয়েছেন। সুত্রের খবর অনুযায়ী, আজই অভিনেতার স্ত্রী শিখা শ্রীবাস্তবের সঙ্গে কথা বলেন মন্ত্রী। অন্যদিকে তাঁর খবর শোনার পরেই অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। অনেক অনুরাগীরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

LinkedIn
Share