Panchayat Election 2023: ঝরল রক্ত, পড়ল লাশ, সি-ভোটারের সমীক্ষায় তৃণমূলের সর্বনাশের ইঙ্গিত!

WhatsApp_Image_2023-07-07_at_654.10_PM

মাধ্যম নিউজ ডেস্ক: গণতন্ত্রের উৎসবে কান্নার রোল। আক্ষরিক অর্থেই শোকের আবহে শনিবার শেষ হল ১০ম পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023)। অকালে খালি হয়ে গেল রাজ্যের ১৫টি মায়ের কোল। গুলি-বোমা-বারুদের গন্ধে দিনভর ভারী হয়ে রইল রাজ্যের আষাঢ়ের আকাশ। ভোটারের লাল টকটকে রক্তের দাগ লেগে রইল রাজ্যেরই একটি বুথে। নির্বাচন কমিশন রইল ঠুঁটো। যার জেরে কোথাও হাতজোড় করে প্রাণ বাঁচানোর আর্তি জানাতে দেখা গিয়েছে পুলিশ কর্মীকে।

কাঁদছেন খোদ প্রিসাইডিং অফিসার!

সংবাদ মাধ্যমের সামনে কাঁদতে দেখা গিয়েছে খোদ প্রিসাইডিং অফিসারকে। প্রশাসনকে ঠুঁটো করে কোথাও দেদার ছাপ্পা ভোট দিয়েছে তৃণমূল। কোথাও আবার আগ্নেয়াস্ত্র হাতে ছোটাছুটি করতে দেখা গিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের। ব্যালট লুঠ হওয়ার গুচ্ছ অভিযোগও (Panchayat Election 2023) এসেছে বিরোধীদের কাছ থেকে।

শাসককে টক্কর বিরোধীদের!

এহেন আবহেও রাজ্যের শাসক দলকে ভোটের ফলে টক্কর দিতে চলেছেন বিরোধীরা। অন্তত এবিপি আনন্দ সি-ভোটারের সমীক্ষা তা-ই বলছে। ওই সমীক্ষা থেকেই জানা গিয়েছে, রাজ্যের ২০টি জেলা পরিষদের বেশ কয়েকটি ক্ষেত্রে তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি। কোথাও আবার শাসককে টক্কর নিচ্ছে বাম-কংগ্রেস জোট। এক নজরে দেখে নেওয়া যাক, জেলা পরিষদের সম্ভাব্য চিত্র।

 

  জেলা জেলা পরিষদ মোট আসন টি এম সি বি জে পি  অন্যান্য
কোচবিহার ৩৪ ১১-১৭   ১৮-২২ ০-১
জলপাইগুড়ি ২৪ ১৬-২০ ৪-৮ ০-১
আলিপুরদুয়ার ১৮ ৪-৮ ১০-১৪ ০-১
উত্তর দিনাজপুর ২৬ ১৯-২৫ ০-৪ ০-৩
দক্ষিণ দিনাজপুর ২১ ১১-১৫ ৬-১০ ০-১
মালদহ ৪৩ ১৮-২৬ ৩-৭ ১৫-১৭
মুর্শিদাবাদ ৭৮ ৩৯-৪৯ ০-৪ ২৬-৩৬
নদীয়া ৫২ ৩০-৪০ ১২-১৮ ০-৪
বীরভূম ৫২ ৩৪-৪৪ ৬-১২ ০-৫
১০ পশ্চিম বর্ধমান ১৮ ১১-১৫ ২-৬ ০-১
১১ পূর্ব বর্ধমান ৬৬ ৪৩-৫৩ ১১-১৭ ০-৫
১২ হুগলী ৫৩ ৩৬-৪৬ ৭-১৩ ০-৪
১৩ উত্তর ২৪ পরগণা ৬৬ ৪৪-৫৪ ৫-১১ ৬-১০
১৪ দক্ষিণ ২৪ পরগনা ৮৫ ৫৯-৬৯ ১৪-২০ ১-৫
১৫ বাঁকুড়া ৫৬ ৩৭-৪৭ ৯-১৫ ০-৩
১৬ পুরুলিয়া ৪৫ ২২-৩২ ১০-১৬ ০-৪
১৭ পশ্চিম মেদিনীপুর ৬০ ৩১-৪১ ১৯-২৫ ০-৪
১৮ পূর্ব মেদিনীপুর ৭০ ৩৫-৪৫ ২৬-৩২ ০-২
১৯ ঝাড়গ্রাম ১৯ ১৩-১৭ ২-৬ ০-১
২০ হাওড়া ৪২ ২৭-৩৫ ৭-১১ ১-৩

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির গুচ্ছ অভিযোগ। উন্নয়নের বুলি যে নিছকই ফাঁকা আওয়াজ মাত্র, তাও স্পষ্ট। এসবের জেরে এবার ভোটের হাওয়া ছিল বিরোধীদের (Panchayat Election 2023) পালেই। বিরোধীদের অভিযোগ, সেই কারণেই জনগণের মতের ওপর ভরসা করতে পারেনি শাসক। চালিয়েছে লুঠতরাজ, গুলি, বোমা। তা সত্ত্বেও জেলা পরিষদে যে ফল হতে চলেছে, তা তৃণমূলের পক্ষে অশনি সংকেত বলেই ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞদের।  

আরও পড়ুুন: পঞ্চায়েত নির্বাচনে অবাধ ছাপ্পা, হিংসা, প্রতিবাদে ‘ঠুঁটো’ নির্বাচন কমিশনের দফতরে তালা শুভেন্দুর

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share