Paracetamol: আত্মনির্ভর ভারত, এবার দেশেই প্যারাসিটামল উৎপাদন প্রযুক্তির উদ্ভাবন

Medicine

মাধ্যম নিউজ ডেস্ক: শরীরে জ্বর, কিংবা হাতে-পায়ে ব্যাথা। ডাক্তারবাবুর কাছে না গিয়ে আগে একটা প্যারাসিটামল খেয়ে নেওয়াই আম-আদমির রীতি। ভারতে ঘরে ঘরে এই নিয়ম চলে আসছে। এবার দেশীয় উপাদান ও প্রযুক্তি দিয়ে সেই প্যারাসিটামল ভারতেই পুরোপুরিভাবে তৈরি করার প্রক্রিয়া শুরু করল মোদি সরকার। আত্মনির্ভর ভারতের এ এক গুরুত্বপূর্ণ অধ্যায়। বর্তমানে ভারত প্যারাসিটামলের জন্য মূল কাঁচামালগুলি বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয়। তবে, সম্প্রতি ভারতের বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (CSIR) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর তালিকাভুক্ত এই গুরুত্বপূর্ণ ওষুধটি স্বদেশে তৈরি করতে সক্ষম হয়েছে।

নয়া প্রযুক্তির ব্যবহার

সম্প্রতি কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, কর্নাটকভিত্তিক সংস্থা দীপথা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এক নয়া প্রযুক্তির মাধ্যমে দেশীয়ভাবে সস্তা প্যারাসিটামল উৎপাদন করবে। প্যারাসিটামল বা অ্যাসিটামাইনোফেন, একটি নন-ওপিওয়েড বিশ্লেষক এবং জ্বরনাশক, যা ১৫০ বছরেরও বেশি সময় আগে প্রথম সিনথেসাইজ করা হয় এবং সাধারণত জ্বর ও মাঝারি থেকে হালকা ব্যথা চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি বিভিন্ন ব্র্যান্ডের হয়। গায়ে হাত-পায়ে হাল্কা যন্ত্রণা, ঘরেই রাখা রয়েছে প্যারাসিটামল। ঝটপট একটি ট্যাবলেট খেয়ে নিলেন। কিংবা জ্বর রয়েছে শরীরে, ম্যাজম্যাজে ভাব ভরসা সেই প্যারাসিটামল। প্রায় প্রতিটি ভারতীয় ঘরেই থাকে এই সস্তার ব্যাথানাশক ওষুধ। 

আরও পড়ুন: ভারতেও মিলল এইচএমপি ভাইরাস! বেঙ্গালুরুতে আক্রান্ত আট মাসের শিশু

ফার্মাসিউটিক্যালস শিল্পে এখন বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে ভারত। ভারতই বিশ্বের সর্ববৃহৎ ওষুধ নির্মাতা। সারা বিশ্বের প্রায় ২০ শতাংশ ওষুধ ভারতে তৈরি হয়। এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানান, গত এক বছরে বিশ্ব জুড়ে ৮০০ কোটি ভ্যাকসিন ডোজ তৈরি এবং বিতরণ করা হয়েছে। এর অর্ধেকই জোগান দিয়েছে ভারত। জেনেরিক ওষুধ উৎপাদন এবং সরবরাহর ক্ষেত্রেও বর্তমানে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ। তিনি জানান, এই ক্ষেত্রে ভারতের সাফল্য, গোটা বিশ্বে স্বাস্থ্য পরিষেবার খরচ কমিয়েছে। এমনকি, মার্কিন যুক্তরাষ্ট্রর স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাতেও উল্লেখযোগ্য অবদান রয়েছে ভারতের। এই আবহে এবার দেশেই প্যারাসিটামল তৈরির প্রযুক্তি আবিষ্কৃত হল। এর ফলে সহজেই এই ওষুধ মিলবে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share