মাধ্যম নিউজ ডেস্ক: নাইজেরিয়ার (Nigeria) সর্বোচ্চ নাগরিক সম্মান ‘গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অব দ্য নাইজার’ পেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। প্রসঙ্গত, ১৭ বছর পরে প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী নাইজেরিয়া সফর করছেন। রবিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পা দেন সে দেশে। প্রতিটি ভারতবাসীর কাছে এই খবর অত্যন্ত গর্বের ও গুরুত্বপূর্ণ এই কারণেই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) হলেন দ্বিতীয় কোনও বিদেশি রাষ্ট্রপ্রধান, যিনি এই সম্মান পেতে চলেছেন। এর আগে এই সম্মান পেয়েছিলেন ১৯৬৯ সালে, রানি এলিজাবেথ। প্রসঙ্গত, বিদেশের মাটিতে পাওয়া এটা নরেন্দ্র মোদির ১৭তম আন্তর্জাতিক সম্মান।
প্রবাসী ভারতীয়দের উদ্দেশে দেবেন ভাষণ
জানা গিয়েছে, আজ অর্থাৎ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi), নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবুর সঙ্গে দেখা করবেন এবং দ্বিপাক্ষিক আলোচনা করবেন। সূত্রের খবর, প্রধানমন্ত্রী মোদি এবং প্রেসিডেন্ট টিনুবু দুই দেশের সম্পর্ক আরও জোরদার করতে অনেক চুক্তিতে স্বাক্ষর করবেন। এরপর প্রধানমন্ত্রী (PM Modi) নাইজেরিয়ার প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দেবেন। ভারতের বিদেশ মন্ত্রকের একটি রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, ৫১ হাজার ৮০০ ভারতীয় নাগরিক নাইজেরিয়াতে (Nigeria বাস করেন।
রবিবার সকালেই মোদি (PM Modi) পা রাখেন নাইজেরিয়াতে
রবিবারই নাইজেরিয়াতে পা রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানকার প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতা করতেও দেখা যায় তাঁকে। প্রসঙ্গত, শনিবারই পাঁচ দিনের নাইজেরিয়া-ব্রাজিল-গয়ানা সফরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। নাইজেরিয়ার পরে মোদির গন্তব্য ব্রাজিল। সেখানে জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। তারপর সেখান থেকে মোদি রওনা হবেন গয়ানার উদ্দেশে।
Thank you, President Tinubu.
Landed a short while ago in Nigeria. Grateful for the warm welcome. May this visit deepen the bilateral friendship between our nations. @officialABAT https://t.co/hlRiwj1XnV pic.twitter.com/iVW1Pr60Zi
— Narendra Modi (@narendramodi) November 16, 2024
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।
Leave a Reply