PM Modi: ‘‘এটা ১৪০ কোটি ভারতীয়র প্রাপ্য’’, গায়ানা, ডমিনিকার সর্বোচ্চ সম্মান পেয়ে আপ্লুত মোদি

parliament_(8)

মাধ্যম নিউজ ডেস্ক: করোনা মহামারীর সময়ে বিশ্ববাসীর কাছে ত্রাতা হয়ে উঠেছিল ভারত। এগিয়ে দিয়েছিল সাহায্যের হাত। ভারতের কাছ থেকে সে সময় যে সহযোগিতা পেয়েছিল তার কৃতজ্ঞতা স্বরূপ নরেন্দ্র মোদির (PM Modi) হাতে সর্বোচ্চ সম্মান তুলে দিলেন ‘কমনওয়েলথ অব ডমিনিকা’র প্রেসিডেন্ট সিলভানি বার্টন। ডমিনিকার (Dominica) পর মোদির হাতে দেশের সর্বোচ্চ সম্মান তুলে দিল গায়ানাও (Guyana)।

ডমিনিকার কৃতজ্ঞতা

‘ডমিনিকা’-র সর্বোচ্চ জাতীয় সম্মানে সম্মানিত হলেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi)। এক বিবৃতিতে ডমিনিকা জানিয়েছে, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যে সম্মান প্রদান করা হল তা কেবল ভারত এবং ডোমিনিকা-র মধ্যে বন্ধুত্ব এবং সহযোগিতার প্রতীক নয়, বিশ্ব অতিমারির কঠিন সময়ে ভারতের সাহায্যের স্বীকৃতিও।’’

১৪০ কোটি ভারতীয়র সম্মান

বুধবার প্রধানমন্ত্রী মোদিকে ‘দ্য অর্ডার অব এক্সিলেন্স’ (The Order Of Excellence) সম্মানে ভূষিত করে গায়ানা। এদিন এই সম্মানটি মোদির হাতে তুলে দেন গায়ানার প্রেসিডেন্ট ডঃ ইরফান আলি। গায়ানার সর্বোচ্চ সম্মান পেয়ে আপ্লুত মোদি এদিন মঞ্চে দাঁড়িয়ে বলেন, ‘‘গায়ানার সর্বোচ্চ সম্মান আমার হাতে তুলে দেওয়ার জন্য বন্ধু ইরফান আলিকে অসংখ্য ধন্যবাদ। এই সম্মান শুধু আমার একার নয়। এটা ১৪০ কোটি ভারতীয়র প্রাপ্য। ভারত এবং গায়ানার অভ্যন্তরীণ বন্ধন এভাবেই দৃঢ় হোক। দুই দেশের ইতিহাস প্রমাণ করে যে কীভাবে তারা ঐতিহ্য এবং বিশ্বাসের বন্ধনে বারেবারে মিশে গিয়েছে।’’

নেতাদের মধ্যে চ্যাম্পিয়ন

ব্রাজিলের রিও ডি জেনিরোতে জি২০ শীর্ষ সম্মেলনে যোগদানের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গায়ানায় পোঁছান, এখানে তিনি জর্জটাউনে ভারত-ক্যারিকম শীর্ষ সম্মেলনে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী মোদি বলেন যে গায়ানার জনগণের দক্ষতা বিকাশ এবং সক্ষমতা বৃদ্ধিতে ভারত অনেক বড় অবদান রেখেছে। অন্যদিকে, গায়ানার রাষ্ট্রপতি মহম্মদ ইরফান আলি প্রধানমন্ত্রী মোদির প্রশংসা করে তাঁকে তাঁর প্রভাবশালী নেতৃত্ব এবং উন্নয়নশীল দেশগুলিতে অবদানের জন্য ‘নেতাদের মধ্যে চ্যাম্পিয়ন’ হিসেবে উল্লেখ করেন। গায়ানার রাষ্ট্রপতি ইরফান আলি মোদির শাসনব্যবস্থার প্রশংসা করে বলেছেন যে গায়ানা এবং অন্যান্য দেশও তাঁর কার্যপদ্ধতি গ্রহণের দিকে মনোযোগ দিয়েছে।

 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share