PM Modi: “৫০০ বছর পর প্রথমবার অযোধ্যায় দীপাবলি উদযাপন করবেন রাম লালা”, আবেগাপ্লুত প্রধানমন্ত্রী মোদি

Ayodhyas grand Ram Navami 50 lakh devotees expected at Ram Mandir

মাধ্যম নিউজ ডেস্ক: রামমন্দির উদ্বোধনের পর অযোধ্যায় (Ayodhya Temple) প্রথম দীপাবলি। ৫০০ বছর দীর্ঘ অপেক্ষার পর প্রথমবার অযোধ্যায় তাঁর মন্দিরে দীপাবলি উদযাপন করবেন রাম লালা। তাই এই দীপাবলি খুব তাৎপর্যপূর্ণ, অভিমত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। মঙ্গলবার রোজগার প্রকল্পের অধীনে ৫১ হাজার যুবককে নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে এই মত প্রকাশ করেন মোদি (PM Modi)। তিনি বলেন, “আমি সকল নাগরিকদের ধনতেরাসের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দুই দিনের মধ্যে আমরা দীপাবলি উদযাপন করতে যাচ্ছি।  এই বছরের দীপাবলি বিশেষ। ৫০০ বছর পর, রাম লালা তাঁর বিশাল মন্দিরে অধিষ্টিত আছেন। এটি হবে তাঁর সঙ্গে আমাদের প্রথম দীপাবলি উদযাপন। আমরা সকলেই এই বিশেষ এবং মহৎ দীপাবলি উদযাপন করতে পেরে ধন্য।”

অযোধ্যায় সাজ সাজ রব

অযোধ্যার রামমন্দিরে রাম লালা প্রতিষ্ঠিত হওয়ার পর পর্যটন মানচিত্রে হুহু বদল এসেছে। দেশের আধ্যাত্মিক পর্যটনের অন্যতম প্রাণকেন্দ্র বারাণসীকেও টেক্কা দিয়েছে অযোধ্যা। এতদিন কাশী বিশ্বনাথের টানে বারাণসীর ঘাটে ঘাটে পুণ্যার্থী সমাগমের ঢল নামত। কিন্তু জানুয়ারিতে অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের পর প্রথম ছ’মাসেই লাখ লাখ দর্শক ভিড় জমিয়েছেন সেখানে। আদায় হয়েছে বিপুল জিএসটি। সবমিলিয়ে, দেশের পর্যটন মানচিত্রকে অনেকটাই বদলে দিয়েছে অযোধ্যা। পরিসংখ্যান বলছে, উত্তরপ্রদেশের মোট পর্যটকের এক তৃতীয়াংশই হয়েছে অযোধ্যায়। প্রথম ছ’মাসে ১১ লক্ষ পর্যটক গিয়েছেন রামলালা দর্শনে। আর সেখানেই এখন দীপাবলির অপেক্ষা। আলোয় সাজছে অযোধ্যা। 

রামায়ণে বলা হয়ে থাকে, লঙ্কা জয় করে সীতাকে নিয়ে রাম যেদিন ফিরেছিলেন সেদিন আলো জ্বালিয়ে তাদের প্রিয় রাজার জন্য অপেক্ষা করেছিলেন অযোধ্যাবাসীরা। সেইদিনই ছিল দীপাবলি। এবারের দীপাবলি অযোধ্যার রাম মন্দির নির্মাণের পর প্রথম দীপাবলি। তাই সরযূ নদীর তীরে ২৮ লাখ প্রদীপ জ্বালানো হবে।  রাম মন্দির কমপ্লেক্স পুরোটাই ফুল দিয়ে সাজানো হবে। সাজানো হবে সরোজ নদীর তীরে ৫৫টি ঘাট। 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share