PM Modi: কোভিডকালে বন্ধু হয়ে পাশে ছিলেন, ‘ডমিনিকা’-র সর্বোচ্চ জাতীয় সম্মান পাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি

Narendra_Modi_(1)

মাধ্যম নিউজ ডেস্ক: বিপদের দিনে যে পাশে থাকে সেই তো প্রকৃত বন্ধু। সেই বন্ধুত্বের পুরস্কারই পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। প্রধানমন্ত্রী মোদিকে সে দেশের সর্বোচ্চ সম্মান প্রদান করার কথা ঘোষণা করল কমনওয়েলথ অব ডমিনিকা। প্রধানমন্ত্রী মোদি কোভিড-১৯ অতিমারি চলাকালীন ডমিনিকাকে সাহায্য করেছিলেন। তাই তাঁকে ডমিনিকা অ্যাওয়ার্ড অফ অনার, প্রদান করা হবে। আগামী বছর ফেব্রুয়ারিতে মোদিকে এই সম্মান তুলে দেবে ডমিনিকা (Dominica)।

দুই দেশের দৃঢ় সম্পর্ক

ডমিনিকার প্রধানমন্ত্রীর (PM Modi) পক্ষ থেকে সম্মান প্রদান প্রসঙ্গে বলা হয়েছে, ‘করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডমিনিকাকে সাহায্য করেছেন। ২০২১-এর ফেব্রুয়ারি মাসে ডমিনিকাকে ৭০,০০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকা (AstraZeneca vaccine) ভ্যাকসিন দিয়েছিল ভারত। শুধু তাই নয় স্বাস্থ্য, শিক্ষা, আইটি সহ একাধিক ক্ষেত্রে ভারত বরাবর পাশে থেকেছে। যার ফলে দু’দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।’ ২০২৫ সালে ১৯ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ইন্ডিয়া ক্যারিকম (CARICOM Caribbean Community) সম্মেলন। এবার গায়ানার জর্জটাউনে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই সম্মেলনেই প্রধানমন্ত্রীর হাতে দেশের সর্বোচ্চ সম্মান তুলে দেবেন ডমিনিকার প্রেসিডেন্ট সিলভানি বার্টন।

ডমিনিকা প্রধানমন্ত্রী রুজভেল্ট স্কেরিট বলেছেন, “প্রধানমন্ত্রী মোদি ডমিনিকার প্রতি প্রকৃত সহযোগিতার হাত বাড়িয়েছিলেন, বিশেষ করে অতিমারির সময়। এটি আমাদের জন্য সম্মানের বিষয় যে, আমরা তাঁকে ডমিনিকার সর্বোচ্চ জাতীয় পুরস্কারে ভূষিত করছি৷ আমরা ওনার প্রতি কৃতজ্ঞ এবং এই বিষয়টা দুই দেশের মধ্যে দৃঢ় সম্পর্কের প্রতিফলন।”

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share