মাধ্যম নিউজ ডেস্ক: ক্রমেই সুস্থ হয়ে উঠছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) মা হীরাবেন মোদি (Heeraben Modi)। সংশ্লিষ্ট হাসপাতাল ও গুজরাট সরকার সূত্রে খবর, চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রধানমন্ত্রীর শতায়ু মা। ক্রমশ তাঁর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। নতুন করে কোনও সমস্যা দেখা না দিলে দু এক দিনের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হবে হাসপাতাল (Hospital) থেকে।
হীরাবেন...
মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়ায় আহমেদাবাদের ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি করা হয় প্রধানমন্ত্রীর মা হীরাবেনকে। সেদিন হাসপাতালের তরফে প্রধানমন্ত্রীর মায়ের সম্পর্কে বিশেষ কিছু জানানো হয়নি। বুধবার জানানো হয়েছিল, হীরাবেনের শারীরিক অবস্থা স্থিতিশীল। বৃহস্পতিবার জারি করা এক বিবৃতিতে গুজরাট সরকার জানায়, প্রধানমন্ত্রীর মায়ের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। তাঁকে দু তিন দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে। গুজরাটের মুখ্যমন্ত্রীর দফতর থেকে জারি করা ওই বিবৃতিতে লেখা হয়েছে, হীরাবেনের স্বাস্থ্য এখন ভাল। দ্রুত সুস্থ হয়ে উঠছেন তিনি। দু একদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে তাঁকে। সরকারের তরফে এও জানানো হয়েছে, বুধবার রাতেই স্বাভাবিক খাবার খেতে শুরু করেছেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন (Heeraben Modi)।
আরও পড়ুন: কালই শহরে মোদি! জেনে নিন প্রধানমন্ত্রীর সফরসূচির পরিবর্তিত সময়
প্রসঙ্গত, মায়ের অসুস্থতার খবর পেয়ে বুধবার বিকেলে দিল্লি থেকে গুজরাটে চলে আসেন প্রধানমন্ত্রী। মায়ের কাছে ঘণ্টাখানেক কাটিয়ে ফের উড়ান ধরেন দিল্লির। তার আগে প্রধানমন্ত্রী কথা বলেন, তাঁর মায়ের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছোট ভাই পঙ্কজ মোদির সঙ্গেই থাকেন হীরাবেন। গান্ধীনগরের কাছে রায়সান গ্রামে তাঁদের বাড়ি। সেই বাড়িতেই ছোট ছেলের সঙ্গে থাকেন হীরাবেন (Heeraben Modi)। এদিন আবেগঘন ট্যুইট করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দেন পাশে থাকার আশ্বাস।
एक मां और बेटे के बीच का प्यार अनन्त और अनमोल होता है।
— Rahul Gandhi (@RahulGandhi) December 28, 2022
मोदी जी, इस कठिन समय में मेरा प्यार और समर्थन आपके साथ है। मैं आशा करता हूं आपकी माताजी जल्द से जल्द स्वस्थ हो जाएं।
এদিকে, প্রধানমন্ত্রীর মায়ের দ্রুত সুস্থতা কামনায় দেশজুড়ে চলছে পুজোআচ্চা। কাশীতে চলছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ। বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে হবনও। প্রধানমন্ত্রীর মায়ের দ্রুত আরোগ্য কামনা করছেন বিজেপির নেতা-কর্মী-সমর্থকরাও। চলতি বছরের জুন মাসে ৯৯ পূর্ণ করে ১০০ বছরে পা দিয়েছেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন। তাঁর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ভিড় করেন গুজরাট বিজেপির একাধিক নেতা-নেত্রীও।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours