Pushpa 2: বক্স অফিসে দাপিয়ে রাজত্ব করছে ‘পুষ্পা ২ – দ্য রুল’, ভারতে আয় পৌঁছল ১০০০ কোটিতে

Pushpa_2

মাধ্যম নিউজ ডেস্ক: যতদিন যাচ্ছে বক্স অফিসে নতুন নতুন রেকর্ড তৈরি করছে ‘পুষ্পা ২ – দ্য় রুল’ (Pushpa-2) সিনেমা। প্রেক্ষাগৃহে ধুন্ধুমার আয় করেই চলেছে অল্লু অর্জুনের ছবি। এই ছবি দেখার জন্য সিনেমা হলে প্রতিদিন দর্শকরা ভিড় করছেন। আর মাত্র দুসপ্তাহের মধ্যেই ভারতে এই ছবি ছুঁয়ে ফেলেছে ১০০০ কোটি টাকার অঙ্ক। বলা যেতে পারে, ভারতীয় সিনেমার ইতিহাসে ‘পুষ্পা ২’ সিনেমা রেকর্ড গড়ার পথে। ‘বাহুবলী-২’, ‘কেজিএফ-২’, ‘স্ত্রী-২’, ‘জওয়ান’, ‘পাঠান’-এর মতোই হল থেকে মুক্তির প্রথম ১৫ দিনে রেকর্ড আয় করেছে এই সিনেমা। বক্স অফিসে পুষ্পা-২ দুসপ্তাহ ধরে দাপিয়ে রাজত্ব করে চলেছে। অন্যান্য হিন্দি সিনেমার একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে।

হিন্দিতে কিছু শীর্ষ-আয়কারী সিনেমার তালিকা (Pushpa-2)

জানা গিয়েছে, প্রথম সপ্তাহেই ছবির (Pushpa-2) হিন্দি সংস্করণের নেট আয় পৌঁছয় ৪৩৩.৫০ কোটি টাকায়। দ্বিতীয় সপ্তাহের আয় দাঁড়ায় ১৯৯ কোটি টাকা। সব মিলিয়ে মোট আয় হয় ৬৩২.৫০ কোটি টাকা। এটা শুধু হিন্দি ভাষায়। সব ভাষার আয় ধরলে, ১৬ দিনে ভারতে ‘পুষ্পা ২ – দ্য় রুল’-এর ঝুলিতে এসে গিয়েছে ১০০৪ কোটি টাকা৷ হিন্দিতে শীর্ষ-আয়কারী সিনেমাগুলির মধ্যে ‘স্ত্রী-২’ – (৫৯৭.৯৯ কোটি টাকা), ‘জওয়ান’- (৫৮২.৩১ কোটি টাকা), ‘পাঠান’ (৫২৪.২৪ কোটি টাকা), ‘বাহুবলী-২ দ্য কনক্লুশন’ – (৫১০ কোটি টাকা), ‘কেজিএফ-২’ – (৪৩৫.৩৩ কোটি টাকা) এবং ‘অ্যানিমেল’ (৫০২.৯৮ কোটি টাকা) অন্যতম।

আরও পড়ুন: ‘‘ভাষা নিয়ে আরও সংযত হোন’’, মানচিত্র বিতর্কে বাংলাদেশকে সতর্ক করল দিল্লি

সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের তালিকায় দ্বিতীয় স্থানে

জানা গিয়েছে, ‘পুষ্পা ২ – দ্য় রুল’ সিনেমা (Pushpa-2) বিশ্বব্যাপী ভারতের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করার লক্ষ্যে রয়েছে। আমির খানের দঙ্গল এখনও প্রথম স্থানে রয়েছে। দঙ্গল সিনেমা বিশ্বব্যাপী ২০০০ কোটি টাকা আয় করেছে। আর পুষ্পা-২ এই কয়েকদিনে ছবিটি ইতিমধ্যেই বিশ্বব্যাপী ১৫০০ কোটি টাকা আয় করেছে। ২০২১ সালের হিট ‘পুষ্পা: দ্য রাইজ’-এর একটি সিক্যুয়াল সিনেমা হচ্ছে ‘পুষ্পা ২ – দ্য় রুল’। পুষ্পা সিনেমার জন্য অল্লু অর্জুন সেরা অভিনেতা হওয়ার জাতীয় পুরস্কার জিতেছেন। এই কৃতিত্ব অর্জনকারী প্রথম তেলুগু অভিনেতা তিনি। ছবিটি দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া ফেলেছে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share