RJD: ‘বিদেশে প্রতিষ্ঠিত হও…’, ছেলেমেয়েদের উপদেশ দিয়ে বিতর্কে আরজেডি নেতা

rjd_leader

মাধ্যম নিউজ ডেস্ক: এখানের পরিবেশ ভাল নয়, বিদেশে প্রতিষ্ঠিত হও। নিজের ছেলেমেয়েদের এই উপদেশই দিয়েছেন লালু প্রসাদ যাদবের দল আরজেডির (RJD) এক নেতা। আবদুর বারি সিদ্দিকি (Abdul Bari Siddiqui) নামের এই নেতা লালুর দলের জাতীয় সাধারণ সম্পাদক। তাঁর এই মন্তব্যে শোরগোল পড়েছে বিহারজুড়ে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিহার বিজেপি (BJP)।

আবদুর বারি সিদ্দিকি বলেন…

বিজেপির সঙ্গ ছেড়ে নীতীশ কুমার ফের হয়েছেন মুখ্যমন্ত্রী। কংগ্রেসের (Congress) পাশাপাশি এবার তিনি জোট বেঁধেছেন লালু প্রসাদ যাদবের দলের সঙ্গেও। যার জেরে উপমুখ্যমন্ত্রী পদে বসানো হয়েছে লালু প্রসাদের ছেলে তেজস্বী যাদবকে। তেজস্বীর দলের প্রাক্তন মন্ত্রী সিদ্দিকি বলেন, দেশের পরিবেশ ভাল নয়। আমার একটি ছেলে রয়েছে। সে হাভার্ডে পড়াশোনা করছে। আমার মেয়ে লন্ডন স্কুল অফ ইকনমিক্স থেকে পড়াশোনা করেছে। তিনি বলেন, আমি ছেলেমেয়েদের বলেছি, বাইরেই চাকরি খুঁজে নিও। যদি সম্ভব হয়, সেখানকার নাগরিকত্বও নিয়ে নাও। রাষ্ট্রীয় জনতা  দলের প্রবীণ এই নেতা বলেন, প্রথমে আমার ছেলেমেয়ের একথা বিশ্বাস করতে চায়নি। তারা বলেছিল, আমি তো ভারতেই রয়েছি। তখন আমি তাদের বলি, তোমরা এখানে মানিয়ে নিতে পারবে না।

আরও পড়ুন: যোগীরাজ্যে দৃষ্টান্ত! দেশের প্রথম মুসলিম মহিলা ফাইটার পাইলট সানিয়া মির্জা

আরজেডির (RJD) এই প্রবীণ নেতা তাঁর উদ্ধৃতি-পর্বের কোথাও বিজেপি সরকারের নামোল্লেখ করেননি। মুসলমানদের প্রতি তাঁর প্রত্যক্ষ কোনও বার্তাও নেই। তা সত্ত্বেও ‘ইঙ্গিত’ বুঝে তাঁকে তীব্র আক্রমণ শানিয়েছেন বিহারের বিজেপি নেতৃত্ব। সিদ্দিকিকে তাঁদের পরামর্শ, পাকিস্তানে চলে যান। রাজ্য বিজেপির মুখপাত্র নিখিল আনন্দ বলেন, সিদ্দিকির মন্তব্য ভারত বিরোধী। তিনি বলেন, তিনি যদি এখানে এতটাই অসহায় বোধ করেন, তাহলে তাঁর সমস্ত সুযোগ সুবিধা ছেড়ে দেওয়া উচিত, রাজনৈতিক নেতা হিসেবে যা তিনি এ দেশে পান। তাঁর পাকিস্তানে চলে যাওয়া উচিত। বিজেপির মুখপাত্র বলেন, তাঁকে (সিদ্দিকিকে) কেউ আটকাবে না। নিখিল আনন্দ বলেন, সিদ্দিকি আরজেডি নেতা লালু প্রসাদ যাদবের ঘনিষ্ঠ। তাঁর এই মন্তব্যেই স্পষ্ট মুসলমান তুষ্টি নিয়ে তাঁর দলের সংস্কৃতি কী।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share