Vladimir Putin: ফের হত্যার চেষ্টা পুতিনকে! কীভাবে বাঁচলেন রাশিয়ার প্রেসিডেন্ট?

putin

মাধ্যম নিউজ ডেস্ক: গুপ্তঘাতকের হামলা এড়ালেন রাশিয়ার (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। যদিও এ ব্যাপারে রাশিয়ার কোনও সংবাদপত্রে কিছু বলা হয়নি। তবে ইউরো উইকলি (Euro Weekly) সংবাদপত্রের প্রকাশিত তথ্য অনুযায়ী, সম্প্রতি হত্যার চেষ্টা করা হয় রাশিয়ার প্রেসিডেন্টকে। যদিও অল্পের জন্য বেঁচে যান তিনি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে এই ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বই কি!

পুতিনের স্বাস্থ্য নিয়ে জল্পনা ছড়িয়েছে বারবার। তবে সেসব ছাপিয়ে এই মুহূর্তে ছড়িয়েছে তাঁর গুপ্তহত্যা এড়ানোর খবর। ২০১৭ সালে পুতিন নিজেই জনসমক্ষে জানিয়েছিলেন, অন্তত পাঁচবার তাঁকে খুনের চেষ্টা করা হয়েছে। প্রতিবারই তিনি বেঁচে গিয়েছেন। একটি টেলিগ্রাম চ্যানেলের খবর অনুযায়ী, পুতিনের লিমুজিনের সামনের বাঁ দিকের চাকায় বিরাট আওয়াজ হয়। গাড়ি থেকে বেরতে থাকে ধোঁয়া। তবে গাড়িটি নিরাপদে চালিয়ে নিয়ে চলে যান চালক। ঘটনায় অক্ষত থেকে গিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। ওই ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বেশ কিছুদিন ধরেই পুতিনের প্রাণনাশের আশঙ্কা ছিল। সেই মতো করা হয়েছিল কঠোর নিরাপত্তার ব্যবস্থাও। তার পরেও এড়ানো যায়নি গুপ্তঘাতকের হামলা। ওই ঘটনায় বহিষ্কার করা হয় পুতিনের প্রধান দেহরক্ষীকে। বহিষ্কার করা হয়েছে পুতিনের নিরাপত্তার দায়িত্বে থাকা একাধিক কর্মীকেও। ঘটনার পর থেকে তাঁর যাবতীয় কর্মসূচি গোপন করে রাখা হচ্ছে। অতি বিশ্বস্ত অল্প কয়েকজন ছাড়া তাঁর কর্মসূচি সম্পর্কে জানতে পারছেন কেউই।

আরও পড়ুন: ভারত-রাশিয়া বাণিজ্যে লেনদেন হবে টাকায়! প্রক্রিয়া চালু শীঘ্রই

রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে। তার পর থেকে পুতিন সম্পর্কে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে তিনি অল্পের জন্য গুপ্তহত্যা এড়িয়েছেন, সে ব্যাপারে কোনও খবরই প্রকাশিত হয়নি রাশিয়ার কোনও সংবাদপত্রে। একটি সংবাদ মাধ্যমের খবরে অবশ্য প্রকাশ, পুতিনকে হত্যার চেষ্টা করা হয়েছিল। অল্পের জন্য মৃত্যুর থাবা এড়িয়েছেন তিনি।

জানা গিয়েছে, পুতিনের দেশে ক্রমেই ক্ষোভ জমছে প্রেসিডেন্টের বিরুদ্ধে। ঘটনার জেরে কিছু দিন আগেই সেন্ট পিটার্সবার্গের এক দল রাজনীতিবিদ স্টেট দুমায় পুতিনের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ নিয়ে এসেছিলেন। ওই অভিযোগপত্রে স্বাক্ষর করেছিলেন সেন্ট পিটার্সবার্গের ৬৫ জন মিউনিসিপ্যাল প্রতিনিধি, মস্কো ও বিভিন্ন এলাকার রাজনীতিবিদেরা। পুতিনের পদত্যাগও দাবি করেন তাঁরা।

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share