Sagardighi: ২৭ ফেব্রুয়ারি সাগরদিঘি বিধানসভার উপনির্বাচন, পঞ্চায়েত ভোটের মহড়া?

voter-list

মাধ্যম নিউজ ডেস্ক: হাতে মাত্র আর কয়েকটা দিন। তারপরেই ২৭ ফেব্রুয়ারি হবে সাগরদিঘি (Sagardighi) বিধানসভার উপনির্বাচন। কেন্দ্রটির রাশ হাতে নিতে একদিকে যেমন শাসক দল তৃণমূল (TMC) কংগ্রেস মাটি কামড়ে পড়ে রয়েছে ময়দানে, তেমনি বাম, ডান ও বিজেপির (BJP) প্রচারেও কোনও খামতি নেই। মাস দুই পরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে সকলেই সাগরদিঘির এই উপনির্বাচনকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের মহড়া হিসেবে ধরে নিয়েই ময়দানে নেমে পড়েছেন। তৃণমূল কংগ্রেস  সাগরদিঘির মতো একটি বিধানসভার উপনির্বাচনে  প্রচারের জন্য তারকা প্রচারক হিসেবে চল্লিশ জনের নাম পাঠিয়েছে নির্বাচন কমিশনের কাছে। অনুমতিও মিলেছে। অঙ্কটা দিনের আলোর মতোই পরিষ্কার।

প্রচারে টক্কর…

সাগরদিঘি (Sagardighi) কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে স্থানীয় নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে৷ এই কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রচার করবেন। আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মহুয়া মৈত্ররাও৷ অন্যদিকে, এই কেন্দ্রে বিজেপির প্রার্থী দিলীপ সাহা৷ প্রচারে অংশ নেবেন শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়-সহ পদ্ম শিবিরের হেভিওয়েট নেতারা। একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূলের সুব্রত সাহা৷ হয়েছিলেন মন্ত্রীও৷ ২০২২ সালের ২৯ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি৷ সেই কারণেই হচ্ছে অকাল নির্বাচন।

আরও পড়ুুন: কয়লাকাণ্ডে উঠে আসছে হরিশ মুখার্জি রোডের একটি রেস্তোরাঁর নাম! মালিক কে? তদন্তে ইডি

সাগরদিঘি বিধানসভা কেন্দ্রটি সম্পূর্ণ পঞ্চায়েত এলাকা। পশ্চিমবঙ্গ বিধানসভার ৬০ নম্বর ক্ষেত্রটি হল এই সাগরদিঘি। একসময় বামেদের শক্ত ঘাঁটি ছিল এই বিধানসভা কেন্দ্র। রাজ্যে পালাবদলের পর সাগরদিঘির রশি চলে যায় তৃণমূলের হাতে। আসন্ন উপনির্বাচনে রশি হাতবদল হয় কিনা, তাই দেখার। এদিকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কমিশন জানিয়েছে, ২৪৫টি ও একটি অক্সিলিয়ারি বুথ মিলিয়ে মোট ২৪৬টি বুথ হচ্ছে। ১০০ শতাংশ বুথেই থাকবে সিসিটিভি। থাকছে ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজ্য পুলিশের সশস্ত্র এবং লাঠিধারী পুলিশও থাকছে।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, সাগরদিঘি (Sagardighi) বিধানসভায় মোট ভোটদাতার সংখ্যা ২,৪৫,৮২৫। পুরুষ ভোটার ১,২৪,৫৩৩ জন, মহিলা ১,২১,২৮৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন। ১৮-১৯ বছরের ভোটার রয়েছেন ৬২৫১জন। সেক্টর অফিস থাকছে ২২টি। থাকছে ক্যুইক রেসপন্স টিমও।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share