মাধ্যম নিউজ ডেস্ক: জয় দিয়ে সুপার কাপে (Super Cup 2024) যাত্রা শুরু করল ইস্টবেঙ্গল। মঙ্গলবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে হায়দ্রাবাদ এফসিকে ৩-২ গোলে হারাল লাল-হলুদ। গোটা ম্যাচে দাপট দেখাল ইস্টবেঙ্গল। লাল-হলুদের হয়ে জোড়া গোল করলেন ইস্টবেঙ্গলের অধিনায়ক ক্লেটন সিলভা। একটি গোল সউল ক্রেসপোর। ম্য়াচের সেরা হন ক্লেটন।
দুরন্ত ইস্টবেঙ্গল
তবে এই ম্যাচে ইস্টবেঙ্গল (East Bengal) যতগুলো সুযোগ নষ্ট করেছে সেগুলো থেকে গোল করতে পারলে সংখ্যাটা আরও বাড়ত। ম্য়াচ জিতে সুপার কাপ শুরু হলেও গোলের সুযোগ নষ্ট করাটা চিন্তায় রাখবে কুয়াদ্রাতকে। ক্লেটন, নন্দকুমাররা শুরু থেকেই আক্রমণাত্মক শুরু করেন। ম্যাচের ৮ মিনিটের মাথায় নন্দকুমারের শট পোস্টে লেগে ফেরে। নইলে প্রথমেই এগিয়ে যেতে পারত ইস্টবেঙ্গল। দু’মিনিট পরে ফাঁকা গোলে বল ঠেলতে পারেননি ক্লেটন। ৩৩ মিনিটের মাথায় সেই ক্লেটনের গোলেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। রাকিপের ক্রসে শরীর ছুড়ে ডান পায়ের টোকায় গোল করেন ক্লেটন। ৪৪ মিনিটের মাথায় গোল শোধ করে হায়দ্রাবাদ। দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে ফ্রি কিক থেকে ফের গোল করে ক্লেটন। ৭৭ মিনিটের মাথায় পেনাল্টি পায় হায়দরাবাদ। সেখান থেকে গোল করে সমতা ফেরান নিম। ৭৯ মিনিটে কর্নার থেকে পাওয়া দুর্দান্ত বলে হেড দিয়ে গোল করে স্কোর ৩-২ করেন সাউল ক্রেস্পো।
FT| A thrilling win at the end of a roller-coaster game! 🥵🤩#KalingaSuperCup #JoyEastBengal #EastBengalFC #EBHFC pic.twitter.com/phZfwtK94z
— East Bengal FC (@eastbengal_fc) January 9, 2024
নামছে মোহনবাগানও
শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে আজ, মঙ্গলবার মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট। ম্যাচ শুরু সন্ধ্যে ৭.৩০। সরাসরি সম্প্রচার ও টিভিতে স্ট্রিমিং হবে স্পোর্টস ১৮-এ। এ ছাড়াও ম্যাচটি লাইভ স্ট্রিমিং হবে জিও সিনেমায়।
It’s MATCHDAY! We begin our #KalingaSuperCup campaign today! Joy Mohun Bagan! 💚♥️
Watch the #KalingaSuperCup live exclusively on @JioCinema! #MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/TiSq2jyDc1
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) January 9, 2024
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
Leave a Reply