Today IPL Match: ক্রিকেটের নন্দনকাননে মুখ থুবড়ে পড়ল কেকেআর, জয়ী গুজরাট টাইটান্স

ipl_f

মাধ্যম নিউজ ডেস্ক: ইডেনে ফের হারল কলকাতা নাইট রাইডার্স (KKR)। চলতি আইপিএলের (Today IPL Match) ফিরতি ম্যাচে মুখোমুখি হয়েছিল কেকেআর এবং গুজরাট টাইটান্স (Gujarat Titans)। এই গুজরাট টাইটান্সের কাছেই কার্যত ধরাশায়ী হল কেকেআর। আমেদাবাদে হারের মুখে দাঁড়িয়েও দলকে জয় উপহার দিয়েছিলেন রিঙ্কু সিং। তবে শনিবাসরীয় বিকেলে ক্রিকেটের নন্দনকানন ইডেনে তেমন কোনও পারফর্মেন্স দেখা গেল না কেকেআরের কারও কাছেই। নাইটদের সাদামাটা পারফর্মেন্সের জেরে হার্দিক পাণ্ডিয়াদের জয় হয়েছে আক্ষরিক অর্থেই কেক ওয়াক। কেকেআরকে গুণে গুণে ৭ উইকেটে হারিয়েছে গুজরাট টাইটান্স।

আইপিএলে (Today IPL Match) ধরাশায়ী…

ঘরের মাঠে বড় রান করতে (Today IPL Match) পারেননি ঋদ্ধিমান সাহা। এদিন তাঁকে বেশ অগোছালই দেখাল। ১০ বলে ১০ রান করে আউট হলেন আন্দ্রে রাসেলের বলে। শুভমন গিলের সঙ্গে জুটি বেঁধে দলের ইনিংস টানলেন হার্দিক। তবে অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে উইকেট ছুড়ে দিলেন শুভমন। হাতছাড়া হল অর্ধশত রান। বড় রান পাননি হার্দিকও। ২০ বলে ২৬ রান করেছেন গুজরাট টাইটান্স অধিনায়ক। পর পর ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় গুজরাটের ইনিংস। তবে ডেভিড মিলার এবং বিজয় শঙ্করের জুটির হাতযশেই জয়ী হল গুজরাট। ১৯ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় গুজরাট। ১৮ বলে ৩২ রান করে অপরাজিত থাকলেন মিলার। ২৪ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেললেন বিজয়। ২৫ রান দিয়ে ১ উইকেট হর্ষিত রানার। ২৪ বলে ১ উইকেট নিলেন নারাইন। রাসেল নিয়েছেন ১ উইকেট। বল করার সুযোগ পাননি শার্দূল ঠাকুর।

আরও পড়ুুন: রেড রোডে দলের সংখ্যালঘু সেলের সভা থেকে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন শুভেন্দু! কী বললেন?

মেঘলা আবহাওয়া দেখে প্রথমে বল (Today IPL Match) করার সিদ্ধান্ত নেয় গুজরাট টাইটান্স। নতুন বলে নাইটদের ভয় ধরিয়ে দেন মহম্মদ শামি। বাংলার এই বোলার কেকেআরের এক ওপেনার নারায়ণ জগদীশন এবং তিন নম্বরে নামা শার্দূলকে দ্রুত ড্রেসিংরুমে ফিরিয়ে দেন তিনি। গুজরাটের সফলতম বোলার শামিই। ৩৩ রানে ৩ উইকেট নিলেন তিনি। ২টি করে উইকেট নিয়েছেন লিটল ও নুর। ৪ ওভার বল করে ৫৪ রান দিলেন আফগান অধিনায়ক রশিদ। এদিন কোনও উইকেটও পাননি তিনি।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share