Delhi Fire: নববর্ষের ভোরে বৃদ্ধাশ্রমে আগুন, জীবন্ত দগ্ধ ২ প্রবীণা

Delhi_Fire

মাধ্যম নিউজ ডেস্ক: নববর্ষের ভোরে বৃদ্ধাশ্রমে আগুন (Delhi Fire)। জীবন্ত দগ্ধ দুই মহিলা। একজনের বয়স ৮২ বছর, অন্যজনের ৯২। রবিবার ভোরে ঘটনাটি ঘটে দিল্লির গ্রেটার কৈলাশ এলাকায়। দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাশ এলাকায় রয়েছে অন্তরা বৃদ্ধাশ্রম।

আগুন…

সূত্রের খবর, এদিন ভোর সোয়া ৫টা নাগাদ ওই বৃদ্ধাশ্রম থেকে গলগল করে কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়দের কয়েকজন। শুরু হয় চিৎকার চেঁচামেচি। বৃদ্ধাশ্রমের আবাসিকরাও আর্ত চিৎকার করতে থাকেন। এদিকে দাবানলের মতো দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন। চলে আগুনের সঙ্গে মানুষের লড়াই। দমকল উদ্ধার করে ১৩ জন আবাসিককে। বৃদ্ধাশ্রমে আগুন লাগার খবর পেয়ে দ্রুত চলে আসে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সও। পুলিশ জানিয়েছে, ওই বৃদ্ধাশ্রমে (Old Age Home) চিকিৎসা পরিষেবাও দেওয়া হয়। তবে মূলত প্রবীণ নাগরিকদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয় ‘অন্তরা’।

আরও পড়ুন: নববর্ষের সকালে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠল কাবুল, বহু হতাহতের আশঙ্কা

শনিবার ছিল বর্ষ শেষের রাত। উন্মাদনায় মেতেছিল গোটা দিল্লি। রাতভর চলেছে হইহুল্লোড়। বিস্তর ফেটেছে বাজি। তবে কীভাবে ওই বৃদ্ধাশ্রমে আগুন লাগল, তা জানা যায়নি। আগুন লাগার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। দমকলের পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় বেশ কিছুক্ষণ পরে নিয়ন্ত্রণে আসে আগুন। পুলিশ জানিয়েছে, ওই বৃদ্ধাশ্রমের চতুর্থতলায় আগুন (Delhi Fire) লেগেছিল। পুলিশের এক প্রবীণ আধিকারিক বলেন,  আগুন নেভানোর পরে দুটি পোড়া দেহ উদ্ধার হয়েছে। ডেপুটি পুলিশ কমিশনার (সাউথ) জানান, ক্রাইম এবং ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি টিমকে অকুস্থলে আসতে বলা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এদিন আগুনের গ্রাস থেকে যে ১৩ জনকে উদ্ধার করা হয়েছে, তাঁদের মধ্যে একজনকে নিয়ে যাওয়া হয়েছে ম্যাক্স হাসপাতাল সাকেতে। আর বাকি ১২ জনকে নিয়ে যাওয়া হয়েছে অন্তরার ওখলা শাখায়। আগুন (Delhi Fire) লাগার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।

 

  দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share