Uttarakhand Bus Accident: বিয়েবাড়ির যাত্রী বোঝাই বাস পড়ল উত্তরাখন্ডের খাদে

original

মাধ্যম নিউজ ডেস্ক: ফের ভয়াবহ দূর্ঘটনা উওরাখন্ডে তবে এবার দূর্ঘটনাটি ধসের(Avalanche) কারণে ঘটেনি। যাত্রী বোঝাই করে বিয়ে বাড়ি থেকে ফিরছিল বাসটি। মঙ্গলবার গভীর রাতে যাত্রীদের নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি।

ডিজিপি (DGP) অশোককুমার জানান, বাসটিতে কমপক্ষে ৫০ জন যাত্রী ছিল যার মধ্যে একাধিক শিশুও ছিল। দূর্ঘটনায় কমপক্ষে ৩২ জনের মৃত্যু হয়েছে এবং ২০ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছেন বিয়ের জন্য বুক করা হয়েছিল বাসটি। যাত্রীরা সকলেই ছিলেন বিয়েতে আমন্ত্রিত। মঙ্গলবার রাতে উত্তরাখণ্ডের পৌড়ী (Pauri) জেলার ধুমকোট থানার এলাকার রিখিনিখাল বিরনখাল মোটোর রোড-এর উপর সিমদি গ্রামের কাছে একটি ৫০০ মিটার গভীর খাদে পড়ে যায় বাসটি।

আরও পড়ুন: সাইবার ক্রাইমের বিরুদ্ধে জোরালো অভিযান চালালো সিবিআই 

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ধুমকোট (Dhumakot) থানার পুলিশ। জানানো হয় রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরকেও।তাদের সঙ্গে উদ্ধারকার্যে হাত লাগাতন স্থানীয়রাও। এর পর জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও এসে পৌঁছয়।অন্ধকারের কারণে এবং আলোর কোনও বন্দোবস্ত না থাকায় উদ্ধারকাজে সমস্যা হয়।দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই রাতেই রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরে পৌঁছন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami), আধিকারিকদের কাছ থেকে ঘটনার বিষয়ে খোঁজখবর নেন তিনি।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু টুইট করেছেন যে দুর্ঘটনায় মৃত্যুতে তিনি দুঃখপ্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। 

[tw]


[/tw]

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয় দুর্ঘটনাটিকে “হৃদয়বিদারক” বলে অভিহিত করেছে এবং সব ধরনের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে।

[tw]


[/tw]

উওরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং তিনি জানিয়েছেন রাজ্য সরকার দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সবরকম ভাবে থাকার আশ্বাস দিয়েছেন।

[tw]


[/tw]

দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী (Defence Minister) রাজনাথ সিংও।

[tw]


[/tw]

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share