মাধ্যম নিউজ ডেস্ক: কজনই বা নিজের জন্মদিনকে এভাবে নিজেই সাজাতে পারেন! এ দিনটি নিঃসন্দেহে স্পেশাল কোহলির কাছে। ক্রিকেট-ঈশ্বরের রেকর্ড স্পর্শ করলেন ক্রিকেটের রাজা। নিজের জন্মদিনে ৪৯ তম ওডিআই সেঞ্চুরি পেলেন কিং কোহলি (Virat Kohli)। ক্রিকেটের নন্দনকাননে ছুঁলেন নিজের আদর্শ সচিন তেন্ডুলকরকে। শুভেচ্ছায় ভাসালেন সচিন (Sachin Tendulkar)। মাথা নত করেই সেই সম্মান গ্রহণ করলেন বিরাট। সচিন পরবর্তী যুগে তিনি যে ভারতীয় ক্রিকেটের আইকন।
সচিনের শুভেচ্ছা
ওয়াংখেড়েতে একটুর জন্য সেঞ্চুরি হয়নি। সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) সামনে তাঁর সেঞ্চুরির সংখ্যা স্পর্শ করার সুযোগ থাকলেও ৮৮ রানে থেমে যান ইনিংস। ওয়াংখেড়েতে না পারলেও ইডেনে পারলেন। বিরাট কোহলির ইনিংসটা এদিন সামনে থেকে না দেখলেও পুরো ফলো করেছেন মাস্টার ব্লাস্টার। ফলে সেঞ্চুরির পর বেশি দেরি করলেন না শুভেচ্ছা জানাতে। তিনি সোশাল মিডিয়ায় লেখেন, ‘দারুণ খেলেছ বিরাট কোহলি। ৪৯ থেকে ৫০ তম সেঞ্চুরিতে যেতে আমার ৩৬৫ দিন সময় লেগেছিল। আমি আশা করছিল তুমি ৪৯ থেকে ৫০তম সেঞ্চুরিতে গিয়ে আমার রেকর্ড আগামী কয়েকদিনেই ভাঙতে পারবে। অভিনন্দন।’
Well played Virat.
It took me 365 days to go from 49 to 50 earlier this year. I hope you go from 49 to 50 and break my record in the next few days.
Congratulations!!#INDvSA pic.twitter.com/PVe4iXfGFk— Sachin Tendulkar (@sachin_rt) November 5, 2023
সম্মান কোহলির
ম্যাচের পর সেরার পুরস্কার তুলে দেওয়ার সময় সঞ্চালক হর্ষ ভোগলে সচিনের শুভেচ্ছার ব্যাপারে জানান কোহলিকে (Virat Kohli)। ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, “আসলে এখনই এত কিছু আমার মাথার মধ্যে ঢুকছে না। আমার আদর্শের রেকর্ড স্পর্শ করা, সত্যি বলতে এটা আমার কাছে বিশেষ অনুভূতি। ব্যাটিংয়ের ব্যাপারে সচিন নিখুঁত একটা উদাহরণ। আমার কাছে এটা খুবই আবেগের একটা মুহূর্ত। আমি জানি কোথা থেকে উঠে এসেছি। ছোটবেলায় ওঁকে টিভিতে দেখার কথা এখনও মনে আছে। ওঁর থেকে এ ধরনের প্রশংসা পাওয়া আমার কাছে বিরাট সম্মানের। আমি কোনও দিন সচিন হতে পারব না।” নিজের বক্তব্যে তাঁর ‘আদর্শ’ সচিনের প্রতি নিজের মুগ্ধতার কথা বার বার উল্লেখ করলেন বিরাট।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
Leave a Reply