Weather Update: পাহাড়কেও হার মানাচ্ছে পুরুলিয়া! নতুন বছরে শীতের এই আমেজ চলবে কতদিন?

winter

মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছরে শীত ফিরল বঙ্গে। ১৭ ডিগ্রি থেকে এক ধাক্কায় ১৪-র ঘরে কলকাতার পারদ। ১,২,৩ জানুয়ারি জমিয়ে শীত উপভোগ (Weather Update) করতে পারবে শহরবাসী, এমনই পূর্বাভাস হাওয়া অফিসের। আবহাওয়া দফতর সূত্রে খবর, ৪ তারিখ শনিবার থেকে ফের পশ্চিমী ঝঞ্ঝা বাধা হয়ে দাঁড়াবে শীতের (Winter in Bengal) পথে। ঊর্ধ্বমুখী হবে পারদ। আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে ফের সামান্য নামবে পারদ। পৌষ সংক্রান্তি পর্যন্ত মিলবে হালকা শীতের পরশ। 

উত্তুরে হাওয়ার দাপট

বছরের প্রথম দিনের সকাল থেকে শীতের (Weather Update) আমেজ কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। অন্তত ৭২ ঘণ্টা জমিয়ে শীত কলকাতা সহ গোটা রাজ্যে। রাতের তাপমাত্রায় ৩ ডিগ্রি পতন। দিনের তাপমাত্রায় ৪ ডিগ্রি পতন। রাতের তাপমাত্রা ১৭.৩ থেকে নেমে ১৪.২ ডিগ্রি। দিনের তাপমাত্রা ২৬.২ থেকে এক ধাক্কায় ২২.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৩ থেকে ৯৬ শতাংশ। দিনে রাতে অবাধে বইছে কনকনে উত্তুরে হাওয়া। কলকাতার পাশাপাশি উত্তরের বা পশ্চিমের জেলাগুলিতেও অনেকটাই নেমেছে পারদ (Winter in Bengal)। অনেকদিন পর কালিম্পংকে টেক্কা দিল পশ্চিমাঞ্চল। পুরুলিয়ার তাপমাত্রা নেমে হল ৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা উত্তরের জেলার থেকেও কম। কালিম্পঙের তাপমাত্রা ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। ফলে কালিম্পঙের থেকেও বেশি ঠান্ডা পুরুলিয়ায়। ৯.৫ ডিগ্রিতে নেমেছে ঝাড়গ্রামের পারদ। বাঁকুড়ার তাপমাত্রা ১০.৯ ডিগ্রি ও শ্রীনিকেতনের তাপমাত্রা ১১ ডিগ্রি।

আরও পড়ুন: ফুটবলে ফের ভারতসেরা বাংলা, ছ’বছর পর রবি হাঁসদার গোলে সন্তোষ ট্রফি জয়

কুয়াশার চাদর পাহাড়ে

পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে কুয়াশার (Weather Update) দাপট বেশি থাকবে। ঘন কুয়াশার সতর্কতা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে থাকবে বেশিরভাগ এলাকায়। কোথাও কোথাও তা ৫০ মিটারেও নেমে আসতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আগামী দু-তিন দিন হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে সকালের দিকে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় কুয়াশা সম্ভাবনা বেশি। তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এই দফাতেও শীতের (Winter in Bengal) আয়ু সাময়িক। সপ্তাহের শেষে ফের বাড়বে তাপমাত্রা। ফলে, মাঝে এই কয়েকটা দিন চুটিয়ে শীত উপভোগ করতে চাইছেন সাধারণ মানুষ।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share