Panchayat Election 2023: পঞ্চায়েতে প্রার্থী সংখ্যা ৭০ হাজার, মনোনয়ন পেশে বরাদ্দ মাত্র ২৪ ঘণ্টা!

election_commission

মাধ্যম নিউজ ডেস্ক: ত্রিস্তর পঞ্চায়েতে (Panchayat Election 2023) ৭০ হাজারেরও বেশি প্রার্থীর মনোনয়নপত্র পেশের জন্য বরাদ্দ করা হয়েছে মাত্র ২৪ ঘণ্টা! অন্তত এমনই অভিযোগ বিরোধীদের। অভিযোগ যে অমূলক নয়, তাও হিসেব কষে দেখিয়ে দিয়েছেন তাঁরা।

২৪ ঘণ্টার হিসেব

৯ জুন থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র পেশ পর্ব। চলবে ১৫ জুন পর্যন্ত। এর মধ্যে একদিন রবিবার, সেদিন মনোনয়নপত্র পেশ করা যাবে না। হাতে রইল ৬ দিন। মনোনয়নপত্র পেশের সময় সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত। দিনে ৪ ঘণ্টা। তাহলে ৬ দিনে দাঁড়াল ২৪ ঘণ্টা। এত কম সময়ের মধ্যে মনোনয়নপত্র পেশ করা সম্ভব কীভাবে, সেই প্রশ্নই তুলেছেন বিরোধীরা। তাঁদের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে শাসক দলকে সুবিধা পাইয়ে দিতেই এই নির্ঘণ্ট।

বিজেপির তোপ

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর ট্যুইট-বার্তা, এখন থেকেই রিংগিং শুরু হয়ে গেল। বিরোধী প্রার্থীদের আটকাতেই মনোনয়নপত্র পেশের জন্য অল্প সময় দেওয়া হয়েছে। গণতন্ত্রের হত্যা বলে তোপ দেগেছেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারীও।

বুধবার রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়েছেন রাজীব সিনহা। বৃহস্পতিবারই তিনি বাজিয়ে দেন পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) দামামা। তিনি জানান, নির্বাচন হবে ৮ জুলাই। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৯ জুন থেকে। শেষ দিন ১৫ জুন। ১৭ তারিখ শেষ দিন স্ক্রুটিনির। মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য প্রার্থীরা সময় পাবেন ২০ জুন পর্যন্ত।

ভোট গণনার সম্ভাব্য দিন ১১ জুলাই। রাজ্যে গ্রাম পঞ্চায়েত রয়েছে ৩ হাজার ৩১৭টি। নির্বাচন কেন্দ্র রয়েছে ৫৮ হাজার ৫৯৪টি। পঞ্চায়েতের মোট আসন ৬৩ হাজার ২৮৩টি। প্রার্থী হতে পারেন ৭০ হাজারেরও বেশি। এত প্রার্থী (Panchayat Election 2023) কীভাবে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে মনোনয়নপত্র পেশ করবেন, তা নিয়েই প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

আরও পড়ুুন: ‘সর্বদল বৈঠক না ডেকেই ভোট ঘোষণা’! রাজ্য নির্বাচন কমিশনকে তোপ সুকান্ত-শুভেন্দুর

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share