মাধ্যম নিউজ ডেস্ক: সময় হয়ে গিয়েছে বর্ষা বিদায়ের। তবে ঠিক কবে রাজ্য থেকে বর্ষা বিদায় নেবে, তা এখনও জানানো (Weather Report) হয়নি সরকারিভাবে। তবে পুজোয় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। পঞ্চমী থেকে অষ্টমী পর্যন্ত আবহাওয়া থাকবে মনোরম। নবমী এবং দশমীতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে কিছু অঞ্চলে আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন। হাওয়া অফিস সূত্রে খবর, ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত উত্তুরে হাওয়ার প্রভাব অনুভূত হবে। পশ্চিমের জেলাগুলিতে ভোরের দিকে ও সন্ধে নামার পর হালকা শীতের অনুভূতি হতে পারে।
মেঘমুক্ত আকাশ দক্ষিণে
রাত পোহালেই মহালয়া। এদিন আকাশ থাকবে মেঘমুক্ত। দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া থাকবে মনোরম। দু এক জায়গায় দেখা যেতে পারে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। আজ, শুক্রবার থেকেই কমতে থাকবে জলীয় বাষ্পের পরিমাণ। ক্রমশ প্রভাব বিস্তার করতে থাকবে উত্তুরে হাওয়া। শনিবার (Weather Report) দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশ থাকলেও, হালকা বৃষ্টি হতে পারে উত্তরে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে। তবে সোমবার থেকে উত্তরবঙ্গেও আবহাওয়া থাকবে শুষ্ক।
বৃষ্টির সম্ভাবনা নেই
পুজো-পর্বে অবশ্য গোটা বাংলায়ই বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। ষষ্ঠী থেকে মহাষ্টমী পর্যন্ত দিনগুলি থাকবে রোদ ঝলমলে। তাই চুটিয়ে উপভোগ করা যাবে ঠাকুর দেখার আনন্দ। রাতে এবং ভোরের দিকে কয়েকটি জেলায় হালকা শীত অনুভূত হবে। তাই যাঁরা রাতের বেলায় ঠাকুর দেখতে বেরোন, তাঁদের ক্লান্তি হবে কম। নবমী, দশমীতেও একই রকম আবহাওয়া থাকার কথা।
এদিকে, বর্ষা বিদায় রেখা গিয়েছে রক্সৌল, ডালটনগঞ্জ এবং বিজাপুরের ওপর দিয়ে। তাই বর্ষা বিদায়ের পরিস্থিত অনুকূল। যে কোনও মুহুর্তে বর্ষা বিদায় নিতে শুরু করবে বাংলা ও ওড়িশা থেকে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বর্ষা বিদায় নেবে তেলঙ্গনা, মহারাষ্ট্র এবং কর্নাটক থেকে। উত্তর-পশ্চিম ভারতের (Weather Report) পার্বত্য এলাকায় শুক্রবার ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা। শনিবার সেটি প্রভাব বিস্তার করবে সমতলের রাজ্যগুলিতে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, “আগামী তিন-চারদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। শুধুমাত্র সমুদ্র উপকূলবর্তী জেলাগুলোর আকাশ মেঘলা থাকতে পারে। তবে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে।”
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours