Vande Bharat: হাওড়া পুরী রুটে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস, কবে থেকে জানেন?

Vande_Bharat_Express

মাধ্যম নিউজ ডেস্ক: আরও একটা বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেস পেতে চলেছে বাংলা। আগেরটি চলছে হাওড়া (Howrah) নিউ জলপাইগুড়ি রুটে। এবার চলবে হাওড়া পুরী (Puri) রুটে। শুক্রবার শুরু হবে মহড়া যাত্রা। বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব রেল সূত্রেই এমন খবর মিলেছে। আগামী রবিবার হাওড়া থেকে ওড়িশার ভদ্রক পর্যন্ত আরও একটি ট্রায়াল রান হবে ওই বন্দে ভারতের। জানা গিয়েছে, মহড়া যাত্রায় সময় লাগবে সাড়ে ছ ঘণ্টা।

বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেসের ট্রায়াল রান…

খড়্গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম রাজেশ কুমার জানান, ট্রায়াল রান সফল হলে খুব শীঘ্রই পুরোদমে ট্রেন পরিষেবা শুরু হবে। তবে যাত্রী পরিষেবা কবে থেকে শুরু হবে, সে ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলেই জানান তিনি। এদিকে, বুধবার রাতেই বন্দে ভারতের (Vande Bharat) একটি রেক এসেছে হাওড়ায়। ওড়িশার বালেশ্বর হয়ে সাঁতরাগাছি কারশেডে এসে পৌঁছায় ১৬ কামরার ওই রেকটি। রেল সূত্রে খবর, মহড়া যাত্রায় শুক্রবার সকাল ৬টি ১০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে বন্দে ভারতের ওই রেকটি। দুপুর ১২টি ৩৫ মিনিটে সেটি পৌঁছাবে পুরী। মাঝে ২ মিনিটের জন্য ট্রেনটি দাঁড়াবে খড়্গপুরে। ফিরতি পথে ট্রেনটি পুরী ছাড়বে ১টা ৫০ মিনিটে। হাওড়ায় পৌঁছবে রাত্রি সাড়ে ৮টায়। খড়্গপুর ছাড়াও আরও ৬টি স্টেশনে দাঁড়ানোর কথা বন্দে ভারতের।

আরও পড়ুুন: রামনবমী কাণ্ডে তদন্তভার এনআইএ-র হাতে যেতেই মমতাকে আক্রমণ শুভেন্দু-সুকান্তর

জানা গিয়েছে, বন্দে ভারত এক্সপ্রেসের রেক চেন্নাইয়ের ইন্টিগ্রাল ফ্যাক্টরি থেকে নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে সাঁতরাগাছি স্টেশনে ওই বন্দে ভারত এক্সপ্রেসের যাবতীয় রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। মে মাসের প্রথম দিকেই উদ্বোধন করা হতে পারে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসের। তবে ঠিক কবে উদ্বোধন হবে, তা জানা যায়নি। রাজেশ কুমার বলেন, বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেসের একটি রেক বুধবার রাতে এসেছে। খড়্গপুর হয়ে সেটা সাঁতরাগাছি কারশেডে পৌঁছেছে। কোন রুটে, কবে থেকে ট্রেন চলবে সেটা এখনও জানানো হয়নি। বুধবার রাতে ট্রেনটি বালেশ্বর হয়ে এসেছিল খড়্গপুর। ৫ মিনিট পর সেটি সাঁতরাগাছি চলে গিয়েছে। ট্রায়াল রান শুরু হবে কয়েক দিনের মধ্যে। তবে কবে থেকে চালু হবে, তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

 
 
Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share