Madan Mitra: ‘‘সে নো টু পিজি’’! রেগেমেগে এসএসকেএম বয়কটের ডাক মদনের, হঠাৎ কী হল?

madan

মাধ্যম নিউজ ডেস্ক: পিজি হাসপাতাল বয়কটের ডাক দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। এই হাসপাতালেই একদা একচ্ছত্র রাজত্ব চলত তাঁর। মদনের এক ফোনেই মিলত বেড। এবার সেখানেই রোগী ভর্তি করানো যায়নি বলে তিনি হাসপাতাল বয়কটের ডাক দিলেন। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, ‘‘হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা না করে রোগীকে ফিরিয়ে দিয়েছে।’’ খোদ শাসকদলের নেতা রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে সরব হওয়ায়, চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। শুধু তাই নয়, মদনের আরও অভিযোগ, এখানে দালালরাজ চলছে। ট্রমা কেয়ারে রোগী ভর্তি করতে দশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এদিন পিজি সুপার এবং ডিরেক্টরের পদত্যাগও দাবি করেছেন মদন মিত্র (Madan Mitra)।

আরও পড়ুন: নিজাম প্যালেসে অভিষেক! চলছে জিজ্ঞাসাবাদ, কী কী প্রশ্ন করতে পারে সিবিআই?

ঘটনাটি ঠিক কী?

পথ দুর্ঘটনায় জখম এক ব্যক্তিকে তার পরিবারের লোকেরা এসএসকেএম হাসপাতালে ভর্তি করাতে নিয়ে যায়। শুভদীপ পাল নামের ওই যুবককে হাসপাতাল কর্তৃপক্ষ ভর্তি নিতে চাইনি বলে অভিযোগ। ৬ ঘণ্টা ধরে তাঁকে ফেলে রাখা হয়। আহত শুভদীপ নিজে অন্য একটি সরকারি হাসপাতালে ল্যাব টেকনিশিয়ানের কাজ করেন বলে জানা গেছে। শুক্রবার বাইক দুর্ঘটনার কবলে পড়ে এসএসকেএম-এ তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে পরিষেবা না মেলায় হাসপাতালে পৌঁছে যান মদন মিত্র (Madan Mitra)। সেখানেই রেগে লাল হয়ে মদন সরব হন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। 

কী বললেন মদন মিত্র?

মদন মিত্রের (Madan Mitra) দাবি, তিনি স্বাস্থ্য মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকেও ফোন করেছিলেন। কিন্তু মন্ত্রী তাঁকেও কোনও আশ্বাস দিতে পারেননি। এর পর অরূপ বিশ্বাসও চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁকে হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার মেসেজ করে বলেন, ‘‘এই মুহূর্তে তাঁকে ভর্তি করানোর ক্ষমতা নেই।’’ তাতে ক্ষুদ্ধ মদন হাসপাতালে দাঁড়িয়ে বলেন, ‘‘ট্রমা কেয়ার তৈরি হয়েছে জনগণের জন্য। রোগী যদি ভর্তি নাও করা যায়, চিকিৎসা তো হবে। এখানে ২৪ ঘণ্টা পরিষেবা দেওয়ার কথা! তাঁর আরও দাবি, তাঁদের যদি এই অবস্থা হয়, তাহলে গরিব মানুষগুলোর কী হবে।’’ এর পরই, মদনের হুঙ্কার, ‘‘যতক্ষণ না মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করছেন ততক্ষণ সে নো টু পিজি। এসএসকেএম হাসপাতাল বয়কট করুন।’’

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share