Wimbledon 2023: জাবেউরকে হারিয়ে উইম্বলডন খেতাব জয় মার্কেতার

Untitled_design(135)

মাধ্যম নিউজ ডেস্ক: ২০১৯ সালে ফরাসি ওপেনের ফাইনালে উঠেছিলেন মার্কেতা ভনদ্রুসোভাই। এর পর মাঝখানে কেটে গিয়েছে ৪টি বছর। কোনও গ্র্যান্ড স্লামেরই ফাইনালে ওঠা হয়নি। উইম্বলডনে (Wimbledon 2023) সেই মার্কেতা ভনদ্রুসোভাই চ্যাম্পিয়ন হলেন।

খেতাব জিতলেন মার্কেতা

মহিলাদের সিঙ্গলসে খেতাব জিতলেন তিউনিশিয়ার ওনস জাবেউরকে স্ট্রেট সেটে হারিয়ে। চার বছর আগে ফরাসি ওপেনের ফাইনালে উঠেছিলেন, তখন তাঁকে নিয়ে মাতামাতিও হয়। চেক প্রজাতন্ত্রের এই তরুণী জিততে পারেননি। ফাইনালের পরে কার্যত হারিয়ে যান তিনি। কিন্তু এভাবে কামব্যাক! একেবারে আশ্চর্য করে দিয়েছেন সবাইকে। কেরিয়ারের সবচেয়ে বড় ব্রেক থ্রু!তিউনিশিয়ার ওনস জাবেউরের বিরুদ্ধে দূর্দান্ত খেললেন মার্কেতা। ৬-৪, ৬-৪ ব্যবধানে স্ট্রেট সেটে জিতলেন। চেক প্রজাতন্ত্রের তৃতীয় খেলোয়াড় হিসেবে উইম্বলডন (Wimbledon 2023) জয় মার্কেতার। ডব্লিটিএ ব়্যাঙ্কিংয়ে তাঁর স্থান ৪২! এত নীচের ক্রমতালিকায় থেকে এ এক অনন্য রেকর্ড।

ফাইনালে ফেভারিট ছিলেন জাবেউর

অন্যদিকে গত কয়েক বছর মহিলাদের টেনিসে নজর কেড়েছেন ওনস জাবেউর। এবারও উইম্বলডনের (Wimbledon 2023) ফাইনালে উঠতে তাঁকে অনেক ধাপই পেরতে হয়েছে। পেত্রা কিতোভা, এলিনা রিবাকিনা, আরিয়ানা সাবালেঙ্কার মতো তারকাদের পরাস্ত করতে হয়েছে তাঁকে। ফাইনালেও ফেভারিটই ছিলেন জাবেউর, কিন্তু সবাইকে চমকে জিতে যান মার্কেতা। প্রসঙ্গত, গত পাঁচটি গ্র্যান্ড স্লামে এটা ছিল জাবেউরের তৃতীয় ফাইনাল। প্রথম রাউন্ড থেকে জাবেউরের আগ্রাসী খেলা দর্শকদের নজর কাড়ে। ফাইনালের দিকে যত এগোচ্ছিলেন ততই যেন অপ্রতিরোধ্য হয়ে উঠছিলেন জাবেউর। কিন্তু ফাইনালে ভুল করার কারণেই মিলল না খেতাব। হাই ভোল্টেজ ফাইনালে জাবেরের ‘আনফোর্সড এরর’-এর (অনিচ্ছাকৃত ভুল) সংখ্যা ৩১। যেখানে মার্কেতা মাত্র ১৩টি মেরেছেন। ফলে ফাইনালে ফেভারিট থাকলেও নিজের ভুলের কারণে ম্যাচটা হাতছাড়া হল তাঁর। প্রথম সেটে এক সময় জেতার মুখেও ছিলেন তিনি। কিন্তু টানা চারটি গেম জিতে খেতাব জয় করেন মার্কেতা।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share