World Archery Championships: বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ইতিহাস গড়লেন ভারতের মেয়েরা

shebaz(2)

মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের মেয়েরা ইতিহাস গড়ল বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে। বিশ্ব তিরন্দাজি  চ্যাম্পিয়নশিপে (World Archery Championships) দলগতভাবে দেশকে সোনা এনে দিল দেশের তিনকন্যা। মেক্সিকোকে হারিয়ে এই ইতিহাস তৈরি করলেন জ্যোতি সুরেখা ভেন্নাম, অদিতি স্বামী ও প্রণীত কৌর। বার্লিনে তিরন্দাজির ফাইনালে মেক্সিকোকে ২৩৫-২২৯ ব্যবধানে হারায় ভারতের মেয়েরা। বিশ্ব তিরন্দাজি  চ্যাম্পিয়নশিপে (World Archery Championships) এই প্রথম দেশকে সোনার পদক এনে দিলেন তাঁরা। 

ফাইনালে ওঠার পথ

এই চ্যাম্পিয়নশিপের (World Archery Championships) ফাইনালে ওঠার পথ একেবারেই মসৃণ ছিল না। সামনে ছিল একাধিক কঠিন প্রতিপক্ষ। কিন্তু সমস্ত বাধা টপকে ফাইনালে ওঠে ভারতের মেয়েরা। সেমি ফাইনালেও ছিল কঠিন লড়াই কলম্বিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচেও ভারত ২২০-২১৬ ব্যবধানে জিতেছিল। ভারতের মেয়েদের দল কোয়ার্টার ফাইনালে পরাস্ত করে চাইনিজ তাইপেকে। ব্যবধান ছিল ২২৮-২২৬।

ট্যুইট ওয়ার্ল্ড আর্চারির তরফ থেকে 

ভারতের এই সোনা জয়ের ইতিহাসকে শেয়ার করেছে ওয়ার্ল্ড আর্চারির অফিসিয়াল টুইট হ্যান্ডেল। এবং সেখানে লেখা হয়েছে, ‘‘ভারতের ঐতিহাসিক জয়। বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপের (World Archery Championships) নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পাওয়া গেল।’’

ট্যুইট প্রধানমন্ত্রীর

ভারতের এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিও। তিনি তাঁর ট্যুইটারে লেখেন, ‘‘আমাদের ভারতীয়দের জন্য গর্বের বিষয়। প্রথমবার বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপ (World Archery Championships) থেকে সোনা জিতেছেন আমাদের মেয়েরা। সবাইকে শুভেচ্ছা জানাই। তাঁদের কঠোর পরিশ্রম, অধ্যাবসায়ের ফল পেয়েছেন তাঁরা।

কী বলছেন সোনার মেয়েরা?

ইতিহাস তৈরির পরে স্বভাবতই উচ্ছ্বসিত তিন সোনার মেয়ে। তাঁদের মধ্যে অদিতি স্বামী বলছেন, ‘‘দেশের হয়ে প্রথমবার সোনা জিতলাম। এটা দারুন অনুভূতি। ভাল ফল করার ব্যাপারে আমরা প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলাম। প্রতিপক্ষ কারা তা নিয়ে কখনও ভাবিনি। শুধু মন দিয়েছিলাম সঠিক লক্ষ্যে তির ছোড়ার।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share