Yashasvi Jaiswal: বাংলাদেশি আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত! নট আউট যশস্বীকে আউট, ক্ষুব্ধ গাভাসকর  

IND-vs-AUS-25

মাধ্যম নিউজ ডেস্ক: বর্ডার গাভাসকর ট্রফিতে ফের ভুল আম্পারিংয়ের শিকার টিম ইন্ডিয়া। যশস্বী জয়সওয়ালের আউট নিয়ে তৈরি হলো বিতর্ক। আউট না হলেও সেটাকে আউট দেওয়ার অভিযোগ উঠল তৃতীয় আম্পায়ারের বিরুদ্ধে। ঘটনাচক্রে মেলবোর্ন টেস্টে তৃতীয় আম্পায়ার হলেন বাংলাদেশের শরফুদ্দৌলা সৈকত। আধুনিক প্রযুক্তির যুগে তাকে বুড়ো আঙুল দেখিয়ে নট আউট যশস্বীকে আউট দেন শরফুদ্দৌলা। তাঁর এই সিদ্ধান্তে অবাক হয়েছেন সকলে, সুনীল গাভাসকর তো বাংলাদেশের আম্পায়ারের সামনে একাধিক প্রশ্ন তুলে ধরেছেন। অনেকে এর পিছনে বাংলাদেশের ভারত-বিরোধিতার গন্ধও পাচ্ছেন।

কেন আউট যশস্বী?

বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ভারত ১৮৪ রানের বিশাল ব্যবধানে ম্যাচ হারলেও যশস্বীর আউট নিয়ে তৈরি হয়েছে জোর বিতর্ক। ফিল্ড আম্পায়ার নট আউট দিলেও, বাংলাদেশি থার্ড আম্পায়ার রিভিউ দেখে আউট দেন। যদিও স্নিকোতে পরিষ্কার দেখা যায় ব্যাটে বল লাগেনি। এরপরই রেগে আগুন হয়ে যান কমেন্ট্রি বক্সে থাকা সুনীল গাভাসকর। বাংলাদেশি আম্পায়ারকে একহাত নেন তিনি। গাভাসকর বলেন, ”এভাবে কখনওই আউট দেওয়া যায় না। প্রযুক্তি থাকলে, তার সদ্ব্যবহার করা উচিত। প্রযুক্তিকে অগ্রাহ্য করে, তুমি কী দেখছ, তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া একদমই উচিত নয়। দৃষ্টিবিভ্রম হতে পারে। বহুবার এমন হতে দেখেছি আমরা।” স্নিকো প্রযুক্তি কট বিহাইন্ড ধরতে না পারলেও যশস্বী জয়সওয়ালকে আউটের সিদ্ধান্ত দেন শরফুদ্দৌলা। গাভাসকর বলছেন, ”বলের যে ছবিটা দেখানো হচ্ছে, ব্যাটারকে অতিক্রম করার পরে সেটা সুইং করেছে। লেট সুইংও হতে পারে।” কিন্তু বাংলাদেশের তৃতীয় আম্পায়ার প্রযুক্তিকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে জয়সওয়ালকে আউট দিয়ে দেন। 

ম্যাচের টার্নিং পয়েন্ট

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৪০ রান তাড়া করতে নেমে এদিনও ধস নামে ভারতের ব্যাটিংয়ে। একা লড়াই করছিলেন যশস্বী। কিন্তু ব্যক্তিগত ৮৪ রানে বিতর্কিত আউটের কারণে সাজঘরে ফেরত যেতে হয় তাঁকে। ভারতের দ্বিতীয় ইনিংসের ৭১ তম ওভারে প্যাট কামিন্সের বাউন্সারে পুল মারতে গিয়ে মিস করেন যশস্বী। ব্যাটের খুব কাছ থেকে বল যায়। বলটি চলে যায় অ্যালেক্স কেরির হাতে। অস্ট্রেলিয়ানরা আউটের আপিল করতে থাকেন। মাঠের আম্পায়ার নট আউট জানায়। অস্ট্রেলিয়ার সন্দেহ থাকায় রিভিউ নেয়। রিভিউতে সেই সময় পরিষ্কার দেখা যায় ব্যাট আর বলের কোনও সংযোগ হয়নি।  কিন্তু থার্ড আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত এটিকে আউট বলে নিশ্চিত করেন।

ভুল সিদ্ধান্তের শিকার

একটা ভুল সিদ্ধান্ত ভারতকে হারের দিকে ঠেলে দিল, বলে মনে করছে ক্রিকেট বিশ্ব। অস্ট্রেলিয়ার কাছে হারের পরে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেল। জয়সওয়াল টিকে থাকলে অজিদের কাজটা কঠিনই হত, বলে মনে করে ক্রিকেট মহল। এই ম্যাচে যশস্বী দুই ইনিংসেই নজরকাড়া পারফরম্যান্স করেছেন। প্রথম ইনিংসে ১১৮ বলে ৮২ রান করলেও, বিরাট কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে তাঁকে রান আউট হতে হয়েছে। চাপের সময় যশস্বী একদিক ধরে খেলছিলেন। তিনি ক্রিজে থাকলে ভারত ম্যাচটা বাঁচিয়েও দিতে পারত।

ভারতীয় সমর্থকদের ক্ষোভ

এই ঘটনায় ভারতীয় ক্রিকেট সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েছেন। অনেকে তো আবার এও অভিযোগ করেন যে ভারতীয় ক্রিকেট দলকে হারানোর জন্যই শরফুদ্দৌলা এমন সিদ্ধান্ত নিয়েছেন। কারণ বাংলাদেশের সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার কোনও সম্ভাবনাই নেই। তাই ভারতকেও সরানোর জন্য এই সিদ্ধান্ত। উল্লেখ্য, শরফুদ্দৌলা বাংলাদেশের প্রথম আম্পায়ার যিনি আইসিসি-র এলিট প্যানেলে নাম তুলেছেন। বাংলাদেশের এই প্রাক্তন লেফট আর্ম স্পিনার ১৯৯৪ আইসিসি ট্রফি খেলেছেন। ২০০৭ সাল থেকে আম্পায়ারিংয়ে কেরিয়ার শুরু করে তিনি। ২০১০ সালে প্রথমবার ওয়ানডে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন তিনি। 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share