Coromandel Express Accident: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ফারাক্কার নিখোঁজ ১ এবং শান্তিনিকতনের ২, উদ্বিগ্ন পরিবার

Coromandel_Express_Accident_(1)

মাধ্যম নিউজ ডেস্ক: ওড়িশার বালেশ্বেরে ভয়াবহ দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express Accident)। এই দুর্ঘটনায় এখনও অবধি অনেক মানুষের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ২৩৮ জনের বেশি মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে এই দুর্ঘটনায় নিখোঁজ হয়েছেন অনেকেই। এর মধ্যে এই রাজ্যের ফারাক্কার একজন এবং  শান্তিনিকেতনের আরও দুজন নিখোঁজ বলে জানা গেছে। দুর্ঘটনায় নিখোঁজ ব্যাক্তিদের পরিবারগুলি  তীব্র উৎকণ্ঠা এবং আশঙ্কার মধ্যে রয়েছেন বলে জানা গেছে।

দুর্ঘটনায় (Coromandel Express Accident) ফারক্কার কে নিখোঁজ    

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার পর নিখোঁজ মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বেওয়া ১ পঞ্চায়েতের অন্তর্গত বাঁকা এলাকার বাসিন্দা প্রেমিক ঘোষ নামক এক ব্যাক্তি। তিনি বেঙ্গালুরু থেকে যশবন্তপুর এক্সপ্রেসে করে কলকাতায় ফিরছিলেন। কিন্তু ওড়িশায় ট্রেন দুর্ঘটনার (Coromandel Express Accident) পর থেকে এখনও পর্যন্ত তাঁর কোনও খোঁজ মেলেনি বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। বাড়ির লোক প্রেমিকের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাঁর ফোন বন্ধ মেলে। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন পরিবার। ইতিমধ্যে তাঁর পরিবারের লোক, বালেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গেছে। স্থানীয় প্রশাসনের তরফে তাঁদের বালেশ্বরে যাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন। বাড়ির সন্তানকে ফিরিয়ে আনতে অত্যন্ত তৎপর পরিবার।

শান্তিনিকেতনের কে নিখোঁজ হয়েছেন?

বালেশ্বরে রেল দুর্ঘটনায় (Coromandel Express Accident) কোপাইয়ের নিখোঁজ দুই ব্যাক্তি এবং আহত একজনের সম্পর্কে খবর পাওয়া গেছে। করমণ্ডল এক্সপ্রেসে করেই হাওড়া থেকে চেন্নাই যাচ্ছিলেন শান্তিনিকেতনের কোপাইয়ের নোয়াডাঙা গ্রামের তিনজন যুবক। ইতি মধ্যে গুরুতরভাবে আহত ধনঞ্জয় কোঁড়া নামক এক ব্যাক্তির সন্ধান পাওয়া গেছে। কিন্তু এই এলাকার আরও দুই ব্যাক্তি তুফান কোঁড়া এবং মৃত্যুঞ্জয় কোঁড়ার কোন খোঁজ দুর্ঘটনার পর থেকে মেলেনি। যেভাবে দুটি ট্রেন লাইনচ্যুত হয়ে সংঘর্ষ হয়েছে, তাতে পরিবারের সদস্যরা বেশ চিন্তার মধ্যে রয়েছেন। পরিবার চাইছেন সুস্থ অবস্থায় ঘরের ছেলে ঘরে ফিরে আসুক। ট্রেন দুর্ঘটনার কারণে নিখোঁজ ছেলেদের নিয়ে উদ্বিগ্ন এলাকার মানুষ।  

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share