Vande Bharat Express: কল্পতরু রেলমন্ত্রক! বাংলায় আসছে আরও ৬টি বন্দে এক্সপ্রেস?

1672186468_vande-bharat

মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে বর্তমানে দুটি বন্দে ভারত ছুটছে। বন্দে ভারতের পরে এবার দুটি বন্দে মেট্রোর (Vande Bharat Express) চাকা খুব শীঘ্রই গড়াতে চলেছে বলে জানা গিয়েছে। রেল সূত্রে খবর, পূর্ব ভারতে আপাতত পাঁচটি বন্দে মেট্রো চালানোর বিষয়ে ভাবনাচিন্তা করা হয়েছে। সংশ্লিষ্ট মহলের তরফে এমনই দাবি করা হয়েছে। জানা গিয়েছে, পূর্ব রেলের অধীনে পাঁচটি বন্দে মেট্রোর মধ্যে দুটি ট্রেন সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গের মধ্যেই ছুটবে। বাকি ট্রেনগুলি পড়শি রাজ্যের সঙ্গে বাংলার সংযোগ করবে। অন্যদিকে পুজোর আগে আরও একটি বন্দে ভারত পেতে চলেছে বাংলা। জানা গিয়েছে, হাওড়া-রাঁচি রুটে ছুটবে বন্দে ভারত (Vande Bharat Express)।

কোন কোন রুটে ছুটবে বন্দে মেট্রো?

রেলসূত্রে খবর মিলেছে, প্রাথমিকভাবে এই রুটে ছুটবে বন্দে মেট্রো 

১) আজিমগঞ্জ-কাটোয়া-হাওড়া বন্দে মেট্রো ট্রেন

২) ভাগলপুর-হাওড়া (ভায়া আজিমগঞ্জ) বন্দে মেট্রো ট্রেন

৩) শিয়ালদা-লালগোলা বন্দে মেট্রো ট্রেন 

৪) মালদা টাউন-জামালপুর বন্দে মেট্রো ট্রেন

৫) ভাগলপুর-দেওঘর বন্দে মেট্রো ট্রেন

প্রতিটি ট্রেনই সপ্তাহে ছ’দিন চলবে।

জানা গিয়েছে, ওই রুটগুলিতে বন্দে মেট্রো (Vande Bharat Express) চালানোর জন্য ইতিমধ্যে লিলুয়া ইয়ার্ড, কলকাতা, শিয়ালদা, মালদা, ভাগলপুর এবং আসানসোল ডিপোর কাছে কিছু নির্দেশ পাঠানো হয়েছে। ওই নির্দেশে যাবতীয় প্রস্তুতি সেরে রাখতে বলা হয়েছে। তবে এখনও সরকারিভাবে ভারতীয় রেল এবিষয়ে কিছু জানায়নি। রেল সূত্রে খবর, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বন্দে মেট্রো তৈরির কাজ সম্পূর্ণ হয়ে যাবে। বন্দে ভারত এক্সপ্রেস সাধারণত দিনে দু’বার চলে. কিন্তু বন্দে মেট্রোর ছয় থেকে আটবার ছুটবে দিনে। জুলাই মাসের শুরুতেই চেন্নাইয়ে কোচ ফ্যাক্টরি (আইসিএফ) পরিদর্শনে গিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখানে তিনি উপস্থিত সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘‘জোরকদমে চলছে বন্দে মেট্রোর কোচ তৈরির কাজ।’’

হাওড়া-রাঁচি বন্দে ভারত (Vande Bharat Express)

হাওড়া-রাঁচি রুটে খুব তাড়াতাড়ি চালু হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। জানা গিয়েছে, এই বিষয়ে আরও পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে। সব ঠিক থাকলে পুজোর আগেই চালু হবে এই ট্রেন। এখনও পর্যন্ত জানা গিয়েছে, বন্দে ভার‍ত রাঁচি থেকে সকাল ৫ টা ২০ মিনিটে রওনা দেবে। বেলা ১১ টা ৫৫ মিনিটে হাওড়া পৌঁছে যাবে। আবার হাওড়া থেকে ট্রেনটি দুপুর ৩ টে বেজে ৩০ মিনিটে ছাড়বে আর রাত ১০ টা বেজে ১০ মিনিটে রাঁচি পৌঁছবে বলে জানা যাচ্ছে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share