Odisha Train Derailment: ‘‘গোড়ায় গিয়ে দুর্ঘটনার কারণ অনুসন্ধান, সর্বোত্তম স্বাস্থ্য সেবা’’, বালাসোরে রেলমন্ত্রী

Railways_Minister_Ashwini_Vaishnaw

মাধ্যম নিউজ ডেস্ক: বালাসোরে ট্রেন দুর্ঘটনাস্থলে (Odisha Train Derailment) পৌঁছে গোটা পরিস্থিতি খতিয়ে দেখলেন অশ্বিনী বৈষ্ণব। শনিবার সকালেই দুর্ঘটনাস্থলে পৌঁছে যান রেলমন্ত্রী। তারও আগে পৌঁছে গিয়েছিলেন রেল বোর্ডের চেয়ারম্যান অনিলকুমার লাহোটি। তাঁর থেকে পরিস্থিতির খোঁজখবর নেন। দুর্ঘটনার এলাকা ঘুরে দেখেন। পাশাপাশি, তিনি নিজে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন।

সর্বোত্তম স্বাস্থ্যসেবা প্রদানের আশ্বাস

সাংবাদিকদের অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘‘এটা একটা ভয়ঙ্কর মর্মান্তিক দুর্ঘটনা। রেল, এনডিআরএফ, এসডিআরএফ এবং রাজ্য সরকার একযোগে উদ্ধার অভিযান চালাচ্ছে। সর্বোত্তম স্বাস্থ্যসেবা প্রদান করা হবে।’’ তিনি যোগ করেন, ‘‘আপাতত উদ্ধারকাজেই জোর দেওয়া হচ্ছে। আমাদের প্রাথমিক এবং একমাত্র লক্ষ্য আহতদের যত দ্রুত সম্ভব উদ্ধার করা এবং উপযুক্ত চিকিৎসার বন্দোবস্ত করা।’’

ক্ষতিপূরণ ঘোষণা রেলের

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় (Odisha Train Derailment) মৃতের সংখ্যা বেড়ে ২৩৩ হয়েছে। গতকাল রাতেই, দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেল। শুক্রবার রাতে টুইটে এ কথা জানান রেলমন্ত্রী বৈষ্ণব। তিনি লেখেন, ‘‘ওড়িশায় মর্মান্তিক এই রেল দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। গুরুতর আহতদের ২ লক্ষ এবং কম আঘাত পেয়েছেন যাঁরা, তাঁদের ৫০ হাজার টাকা করে সাহায্য দেওয়া হবে।’’

গোড়ায় গিয়ে কারণ অনুসন্ধান (Odisha Train Derailment)

দুর্ঘটনার কারণ নিয়ে এদিন কিছু বলেননি রেলমন্ত্রী। তবে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে গতকাল রাতেই উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয় রেলের তরফে। পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এদিন তিনি বলেন, ‘‘একেবারে গোড়ায় গিয়ে এই দুর্ঘটনার কারণ (Odisha Train Derailment) অনুসন্ধান করবে রেল। রেলওয়ে সেফটি কমিশনার (দক্ষিণ-পূর্ব সার্কল) স্বতন্ত্র ভাবে তদন্ত করবেন। কিন্তু প্রাথমিক ভাবে আমাদের অগ্রাধিকার অন্য।’’ এদিকে জানা গিয়েছে, আজ দুর্ঘটনাস্থলে যাবেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। বালাসোরের ফকির মোহন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আহতদের দেখতে যান রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

রেলের হেল্পলাইন নম্বর

হাওড়া: ০৩৩-২৬৩৮২২১৭
খড়্গপুর: ৮৯৭২০৭৩৯২৫, ৯৩৩২৩৯২৩৩৯
বালাসোর: ৮২৪৯৫৯১৫৫৯, ৭৯৭৮৪১৮৩২২
শালিমার: ৯৯০৩৩৭০৭৪৬

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share