Guinness World Records: মাথা দিয়ে ১ মিনিটে ২৭৩টি আখরোট ভাঙলেন! গিনেস বুকে ভারতীয় যুবক

Guonness_World_Records

মাধ্যম নিউজ ডেস্ক: একজন ভারতীয় তাঁর নিজের মাথা দিয়ে ২৭৩টা আখরোট ভেঙে বিশ্বরেকর্ড করলেন। রীতিমতো সেই ভিডিও ভাইরাল হয়ে শোরগোল পড়েছে সামজিক মাধ্যমে। আখরোট ভেঙে বিশ্বরেকর্ড গড়া এই যুবকের নাম নবীন কুমার। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের (Guinness world records) ট্যুইটার থেকে সেই আখরোট ভাঙার ভিডিও পোস্ট করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৭০ হাজারের উপর মানুষ এই ভিডিও দেখেছেন। কেউ কেউ ভিডিও দেখে লিখেছেন, এটা কি সত্যই বাদাম!

কীভাবে বিশ্ব রেকর্ড করলেন (Guinness world records)?

একটি লম্বা টেবিলের উপরে সারিসারি আখরোট রেখে নিজের মাথা দিয়ে ঝড়ের গতিতে ভেঙে চলেছেন। এই দৃশ্য দেখে দর্শকরা রীতিমতো বিস্মিত হয়েছেন। কীভাবে সম্ভব হয়েছে! তাও আবার মানুষের মাথা দিয়ে এই বাদাম ভাঙার কাজ! মাত্র ২৭ বছরের নবীন কুমার গড়ে প্রতি সেকেন্ডে প্রায় ৪.৫টা করে আখরোট ভাঙার নজির গড়েছেন। এর আগে পাকিস্তানের মহম্মদ রশিদের রেকর্ড ছিল ২৫৪টি আখরোট ভাঙার। যদিও মহম্মদ প্রথম বারেই সাফল্য পানিনি, ২০১৪ সালে ভেঙে ছিলেন ১৫০টি এবং এরপর আরও পরিশ্রম করে ২০১৬ সালে ভেঙে ছিলেন ১৮১টি আখরোট। ২০১৮ সালে ইতালিতে যখন প্রতিযোগিতা হয়েছিল, সেই সময় নবীনের বয়স ছিল মাত্র ২২। অপরে সেই সময় মহম্মদের বয়স ছিল ৩৬। মহম্মদ সেই বছর ২৫৪টি আখরোট ভেঙে বিশ্বরেকর্ড করলেও সেই বছর নবীনের আখরোট ভাঙার সংখ্যা ছিল ২৩৯টি। নবীন ২০১৭ সাল থেকে প্রশিক্ষণ শুরু করেন। তিনি এই বিষয়ে বিশেষ অনুসরণ করতেন প্রভাকর রেড্ডিকে। প্রভাকরের কাছ থেকে মার্শাল আর্টের প্রশিক্ষণ নেন নবীন। পাঁচ বছর পর আবার এই বছর নিজে পরিশ্রম করে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন এবং বিশ্বরেকর্ডের (Guinness world records) সাফল্য অর্জন করেন। নবীন তাঁর সাফল্যকে বলেন, “আমি এটা প্রমাণ করতে চাইছিলাম যে রেকর্ড ভাঙা যায়।”

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কী বলেছেন?

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড (Guinness world records) থেকে বলা হয়, প্রভাকর খুব ভালো ভাবে প্রশিক্ষণ দিয়ে তৈরি করেছেন নবীনকে। নবীন এখন বিশ্বজয়ী। আগামী দিনে মহম্মদের করা অনেক রেকর্ডকে ভাঙতে সক্ষম হবেন তিনি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড নিজের ট্যুইটে অভিনন্দন করে বলেছে, “নতুন বিশ্বরেকর্ড! নবীন কুমার মাত্র এক মিনিটে নিজের মাথা দিয়ে ২৭৩টি আখরোট ভেঙে বিশ্বসেরা নির্বাচিত হয়েছেন।”  

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share