Himachal Pradesh Accident: হিমাচলে ভয়াবহ দুর্ঘটনা, রাস্তা ধসে গাড়ি পড়ল নদী-খাদে, ৬ পুলিশকর্মী সহ মৃত ৭

Himachal_Pradesh_Accident

মাধ্যম নিউজ ডেস্ক: হিমাচল প্রদেশে ফের এক মর্মান্তিক দুর্ঘটনায় ৭ জনের প্রাণ গেল। মৃতদের মধ্যে ৬ জন পুলিশকর্মী। আরেকটি দুর্ঘটনায় তিন জন আহত হয়েছেন।

কোথায় ঘটল দুর্ঘটনা ঘটনা?

ব্যাপক বৃষ্টির জেরে হিমাচলে এখন প্রায়ই ধস নামছে। ভেঙে যাচ্ছে রাস্তা। স্তব্ধ হচ্ছে যানবাহন। তাতে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটে চলেছে।  যেমনটা ঘটল শুক্রবার (Himachal Pradesh Accident)। জানা গিয়েছে, চাম্বা জেলায় তিসা থেকে বৈরা যাওয়ার পথে তারওয়াইয়ের নিকটে একটি বোলেরো গাড়ি ১০০ মিটার খাদের নিচে শিউল নদীতে পড়ে যায়। গাড়িতে মোট যাত্রী ছিলেন ১১ জন। খাদে পড়ার সঙ্গে সঙ্গেই মারা গেছেন গাড়ির চালক। সেই সঙ্গে মৃত্যু হয়েছে আরও গাড়িতে থাকা ৬ জন পুলিশ কর্মীর। এই ছয়জন পুলিশ কর্মীরা হলেন— রাকেশ গোরা, প্রবীণ টন্ডন, কমলজিৎ, সচীন, অভিষেক এবং লক্ষ কুমার। প্রত্যেকেই আইআরবিপি চাম্বা বর্ডারে কর্মরত ছিলেন। এই পথ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। তাঁদের উদ্ধার করতে ঘটনা স্থলে পৌঁছে গেছে প্রশাসনের উদ্ধার বাহিনী।

ঘটনা স্থলে পৌঁছায় প্রশাসন

দুর্ঘটনার (Himachal Pradesh Accident) খবর পেয়ে সঙ্গে সঙ্গে পৌঁছে যান প্রশাসনের কর্মকর্তারা। দ্রুত আহতদের উদ্ধার করে স্থানীয় নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। মৃতদেহগুলোকে দ্রুত উদ্ধার করার কাজ শুরু করা হয়। প্রশাসনের তরফ থেকে পুলিশকে এই ভয়াবহ দুর্ঘটনার কারণ জানার জন্য বিশেষ তদন্ত করতে বলা হয়েছে। খাদে পড়ে যাওয়া গড়িটিকে উদ্ধার কারার জন্য তোড়জোড় শুরু করেছে প্রশাসন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছেছেন চুরাহ বিধানসভার বিধায়ক হংসরাজ। দুর্ঘটনা স্থলে পৌঁছে আহত এবং মৃত ব্যক্তিদের খোঁজ খবর নেন। সেই সঙ্গে নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করা হবে বলে জানিয়েছেন। তিনি সেই সঙ্গে বলেন, অধিক বৃষ্টিপাতের কারণে জায়গায় জায়গায় ধস নামছে এবং বিপজ্জনক হয়ে পড়েছে রাস্তা।  

৩০ ফুট নিচে যাত্রীবাহী বাস

অপর দিকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের কারণে শনিবার সকালে সলান জেলায় (Himachal Pradesh Accident) শিমলা-কালাক সড়ক ধসের কারণে যাত্রীবাহী বাস ৩০ ফুট বাস নিচে গিয়ে পড়েছে। ১৪ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। রাজ্যের রাজস্ব মন্ত্রী জগৎ সিংহ নেগি জানিয়েছেন, ধসের জন্য এই রাজ্যে প্রায় ২০০ রাস্তা বন্ধ হয়ে পড়েছে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share