মাধ্যম নিউজ ডেস্ক: ক্যালেন্ডার বলছে হেমন্তকাল। সকাল সন্ধ্যায় হালকা শীতের আমেজ। বৃহস্পতিবার সকালে অবশ্য উধাও হয়ে গিয়েছিল এই আমেজ। আকাশের মুখভার। শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায়ই হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত (Rain Forecast)।
বিপরীত ঘূর্ণাবর্ত
আবহাওয়া দফতর সূত্রে খবর, সমুদ্রে উপকূল লাগোয়া এলাকায় একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তাই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তাই বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হয়েছে। বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায়। জানা গিয়েছে, এই হৈমন্তিক আমেজ বেশি দিন স্থায়ী হবে না। ৭ তারিখের পর নেমে যাবে রাতের তাপমাত্রা। মৌসম ভবন জানিয়েছে, এই ক’দিন অবশ্য দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকবে ঠান্ডার আমেজ।
বৃষ্টিপাতের পূর্বাভাস
কেবল দক্ষিণ নয়, বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়ও। ৭২ ঘণ্টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পংয়ে। উত্তরের বাকি জেলাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও, বৃষ্টি হবে না। দক্ষিণবঙ্গের একদিন আগেই রাতের তাপমাত্রা অনেকটাই নামতে পারে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গেও বইবে পূবালি হাওয়া। তার জেরে পড়বে ঠান্ডা। হাওয়া অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরের পর থেকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। শুষ্ক থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার আবহাওয়া।
আরও পড়ুুন: এথিক্স কমিটির প্রশ্নবাণের চাপ! মাঝপথেই বেরিয়ে গেলেন মহুয়া, কী প্রতিক্রিয়া নিশিকান্তের?
শনিবার দক্ষিণবঙ্গে কিছুটা কমবে বৃষ্টির দাপট। সেদিন হালকা বৃষ্টির (Rain Forecast) পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর এবং দুই বর্ধমানে। সেদিন অবশ্য শুষ্ক আবহাওয়া থাকবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়ায়। জানা গিয়েছে, আগামী কয়েকদিন বাড়বে পূবালি হাওয়ার দাপট। তার সঙ্গে সঙ্গেই রাজ্যে ঢুকবে জলীয় বাষ্প। সেই কারণে আগামী কয়েক দিন কোথাও আংশিক, কোথাও আবার মেঘলা আকাশ থাকবে রাজ্যের উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে (Rain Forecast)।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours