মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই বিভিন্ন জায়গায় পোস্টার (Panchayet Poster) ঘিরে চাঞ্চল্য ছড়াচ্ছে। এবার পোস্টার বিতর্কে শোরগোল পড়ল কাটোয়া এক নম্বর ব্লকের খাজুরডিহি গ্রাম পঞ্চায়েতের আঁকাইহাট অঞ্চল এলাকায়। কাটোয়া-দাঁইহাট সড়কের কালভার্টের উপর পড়েছে বেশ কিছু পোস্টার, যাতে ক্ষোভ উগরে দেওয়া হয়েছে প্রধানের বিরুদ্ধে। যদিও কে বা কারা পোস্টার মেরেছে, তা নিয়ে মাথাব্যথা নেই প্রধানের। তাঁর দাবি, উন্নয়ন হয়েছে খাজুরডিহি গ্রাম পঞ্চায়েতের। আর তা দেখেই ভোট হবে।
কী লেখা রয়েছে ওইসব পোস্টারে?
কাটোয়া শহর লাগোয়া কাটোয়া ১ নম্বর ব্লকের খাজুরডিহি গ্রাম পঞ্চায়েত। এর অধীনে আঁকাইহাট গ্রামের দাঁইহাট-কাটোয়া সড়কের কালভার্টের ওপর আজ সকালবেলায় লক্ষ্য করা গেল, কে বা কারা বেশ কিছু পোস্টার (Panchayet Poster) সেঁটেছে। পোস্টারে লেখা রয়েছে, বেহাল রাস্তা, পানীয় জল নেই, সৌর আলো জ্বলে না এবং এলাকায় উন্নয়ন হয়নি ইত্যাদি বেশ কিছু অভিযোগের কথা। পোস্টার দেখতে পথচলতির মানুষের ভিড় জমে যায়। সাধারণ মানুষের বক্তব্য, কে বা কারা ওইসব পোস্টার মেরেছে, তা তাঁরা জানেন না। তবে তাঁরা দেখতে পাচ্ছেন, পোস্টার পড়েছে।
কী জবাব দিলেন পঞ্চায়েত প্রধান?
খাজুরডিহি গ্রাম পঞ্চায়েতের যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই প্রধান আন্না দত্তমন্ডলের বক্তব্য, এলাকায় উন্নয়ন হয়েছে। মানুষ দেখলেই তা বুঝবে। আমরা যতটা পেরেছি, করেছি। কে বা কারা এই কাজ করেছে, তা তাঁর জানা নেই। তবে ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। নিজেদের কার্যসিদ্ধির জন্যই এসব করা হয়েছে। সামনেই পঞ্চায়েত ভোট। ভাবছে, এভাবে যদি কিছু করা যায়। তাঁর প্রশ্ন, পোস্টারে (Panchayet Poster) কি কেউ নাম দিয়েছে? দীর্ঘদিনের পঞ্চায়েতের সদস্য ও পঞ্চায়েতের আহ্বায়ক বিকাশ বিশ্বাসেরও দাবি, পঞ্চায়েত ভোটের আগে বিরোধীরা চক্রান্ত করে এই পোস্টার মেরেছে। তাতে কোনও কিছু যায় আসে না। মানুষ জানে, এলাকায় কতটা উন্নয়ন হয়েছে।
এসব আরও বাড়বে, দাবি বিজেপি নেতার
অপরদিকে বিজেপির নেতা কৃষ্ণ ঘোষের দাবি, উন্নয়ন কোনো জায়গাতেই হয়নি। এরা উন্নয়ন করবে কী? প্রত্যেকটি এলাকার মতো এই এলাকাতেও কাটমানি খাওয়ার গল্প রয়েছে। তৃণমূলের কর্মীরা এই কাটমানির জন্য গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত হয়ে উঠছে। নিজেদের গোষ্ঠীকোন্দলেরই ফল এই পোস্টার (Panchayet Poster)। পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসবে, এদের মধ্যে এসবও ততই বাড়বে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
Leave a Reply