Panchayat Poll: বাসন্তী, কাটোয়া, চাপড়া ও লালগোলায় ফের চারজন খুন

Panchayat_Poll_(10)

মাধ্যম নিউজ ডেস্ক: আবারও ভোটের দিন (Panchayat Poll) হিংসার বলি হলেন চারজন রাজনৈতিক কর্মী। চাপড়া,বাসন্তী, কাটোয়া এবং লালগোলায় শনিবার ভোটকে কেন্দ্র করে খুনের ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে  তৃণমূল কর্মী আনিসুর ওস্তাগর নামে এক তৃণমূল কর্মী খুন হয়েছেন। তিনি স্থানীয় তৃণমূল প্রার্থীর আত্মীয় বলে জানা গিয়েছে। এদিকে মুর্শিদাবাদের লালগোলায় বুথে সংঘর্ষ হয় বাম-তৃণমূলের। সেই সংঘর্ষে মৃত্যু হয় বাম সমর্থকের। অপরদিকে, পূর্ব বর্ধমানের কাটোয়ায় খুন হয়েছেন তৃণমূল কর্মী গৌতম রায়। অভিযোগ, সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। আর নদিয়ার চাপড়ার কল্যাণদহে পিটিয়ে খুন করা হল এক তৃণমূল কর্মীকে।

ঠিক কী ঘটনা ঘটেছে?

ভোটের (Panchayat Poll) লাইনে দাঁড়িতে থাকার সময় বোমার আঘাতে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়। এদিন ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। আইএসএফ প্রার্থীর দলবলের বিরুদ্ধে বোমা ছোঁড়ার অভিযোগ উঠেছে। পুলিশ  জানিয়েছে, মৃতের নাম আনিসুর ওস্তাগর (৫০)। যদিও আইএসএফের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। অন্যদিকে, নদিয়ার চাপড়া থানার কল্যাণদহ এলাকায় এবার পিটিয়ে খুন করা হল এক তৃণমূল কর্মীকে। আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫ জন। পুলিশ জানিয়েছে, মৃত তৃণমূল কর্মীর নাম হামজাদ আলি হালসানা (৩০)। চাপড়া থানার কল্যাণদহ এলাকায় ভোটগ্রহণ নিয়ে উত্তেজনা বাড়ে। সেখানেই অভিযোগ ওঠে সিপিএম এবং কংগ্রেসের কিছু দুষ্কৃতী জোটবদ্ধ হয়ে তৃণমূল কর্মীদের বেধড়ক মারধর করে। লাঠি দিয়ে হামলা চালানোর জেরে এক তৃণমূল কর্মী ঘটনাস্থলে মৃত্যু হয়। বাকিদের জখম অবস্থায় চাপড়া হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। এ বিষয়ে চাপড়া বিধানসভার তৃণমূল বিধায়ক রুখবানুর রহমান বলেন, অনেকদিন আগে থেকেই সিপিএম এবং কংগ্রেসের কিছু দুষ্কৃতী ঝামেলা বাঁধানোর চেষ্টা করছিল। আমরা এর আগেও পুলিশকে পুরো বিষয়টি জানিয়েছিলাম। এদিন তারাই হঠাৎ করে এসে এই ঘটনা ঘটিয়েছে। সকাল থেকেই উত্তেজনা ছেড়েছিল কাটোয়া মহকুমার বিভিন্ন বুথে। আধা সামরিক বাহিনীর পর্যাপ্ত না থাকায় উত্তেজনা ছিল বিভিন্ন এলাকায়। কাটোয়া দু’নম্বর ব্লক এর নন্দীগ্রামে সিপিএমের দাপুটে নেতা হরিনারায়ণ সামন্তের সঙ্গে বচসা বাঁধে তৃণমূলের পোলিং এজেন্ট গৌকম রায়ের। এরপরেই শুরু হয় হাতাহাতি। তারপর হরিনারায়ণ সামন্ত গৌতম রায়কে ধাক্কা মারেন এবং লাঠি নিয়ে চড়াও হন তাঁর ওপর। সিপিএম আশ্রিত দুষ্কতীদের হামলায় তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, মুর্শিদাবাদের লালগোলার ছাইটুনি এলাকায় রওশন আলি (৪০) নামে এক সিপিএম কর্মীর মৃত্যু হয়। অভিযোগের তির শাসক দলের বিরুদ্ধে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share