Panchayat Vote: কমিশনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করতে চলেছে কর্মচারী সংগঠনগুলি

সন্ত্রাসের প্রতিবাদে সোমবার কলকাতায় মিছিল করবে কর্মচারী সংগঠনগুলি করবে মামলাও
WhatsApp_Image_2023-07-08_at_410.59_PM
WhatsApp_Image_2023-07-08_at_410.59_PM

মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোটকে (Panchayat Vote) কেন্দ্র করে শাসক দলের বেলাগাম সন্ত্রাসের সাক্ষী থেকেছে গোটা বাংলা। শনিবারের ভোটে ঝরল ১৭টি তরতাজা প্রাণ। দুপুরের পর কিছুক্ষণের জন্য পরিস্থিতি এমন হয় যে প্রতি মিনিটে একটি করে খুনের খবর মিলতে থাকে। সাধারণ ভোটার থেকে সন্ত্রাসের শিকার নির্বাচনের ডিউটিতে থাকা সরকারি কর্মচারীরাও। পুলিশ কর্মী থেকে ভোটকর্মীদের কান্নার করুণ চিত্রও দেখা গেল এদিন। কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, তবুও বুথে বুথে মিলল না কেন্দ্রীয় বাহিনী। এই ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননা সহ অনিচ্ছাকৃত খুনের অভিযোগ এনে মামলা দায়ের করার সিদ্ধান্ত নিল সংগ্রামী যৌথ মঞ্চ। প্রসঙ্গত, দীর্ঘদিন দিন ধরে বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন, ধর্না করছে এই সংগঠন। দিল্লিতেও কয়েক মাস আগে ধর্না দেয় এই সংগঠন। ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথাও তুলেছিল তারা। রবিবারই মামলা দায়েরের কথা জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে সন্ত্রাস ইস্যুতে এই সংগঠন রাস্তায় নামতে চলেছে। প্রসঙ্গত, শনিবার প্রাণের ঝুঁকি নিয়ে প্রায় ৪ লাখ সরকারি কর্মচারীকে নির্বাচনের ডিউটি করতে হয়। অজস্র বুথে আগ্নেয়াস্ত্রর সামনে মাথা নত করতে হয় তাঁদের।

অসহায় ভোট কর্মীরা 

ভোটকর্মীদের অসহায় অবস্থা সংবাদ মাধ্যমের সৌজন্যে সকলেই দেখতে পান। বুথ জ্যাম করে ছাপ্পা, স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় বাহিনীর অনুপস্থিতিতে শাসক দলের তাণ্ডব, এসব চলতেই থাকল। বীরভূমের ময়ূরেশ্বর পঞ্চায়েতের রাজচন্দ্রপুর গ্রামের ১৪৭ নং বুথে দেখা যায় করুণ চিত্র। আতঙ্কে, সন্ত্রাসে সেখানে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকেন প্রিসাইডিং অফিসার রঙ্গনা সেন। তাঁকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনিয়ে নিয়ে যাওয়া হয় ব্যালট বক্স। অন্যদিকে, মুর্শিদাবাদের রানিগঞ্জে ভোটের (Panchayat Vote) ডিউটি করতে যাওয়া সরিফুল ইসলামেরও একই অবস্থা। ভোট লুট করতে আসা দুষ্কৃতীদের তাণ্ডবে আতঙ্কে লুকিয়ে ছিলেন বেঞ্চের নীচে।

সোমবার কলকাতায় মিছিল করবে কর্মচারী সংগঠন

রাজ্যজুড়ে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে এবার রাজপথে নামতে চলেছে কর্মচারী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। জানা গিয়েছে, লাগাম ছাড়া সন্ত্রাসের অভিযোগে এবং তার প্রতিবাদে সোমবার শহরে মিছিল করা হবে। একথা জানিয়েছেন সরকারি কর্মচারীদের ডিএ আন্দোলকারী ঘোষণা মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তিনি বলেন, ‘‘আদালতের নির্দেশ সত্ত্বেও বাহিনীর বিষয়ে মানা হয়নি কোর্টের কোনও নির্দেশ। এই পুরো পরিস্থিতির জন্য দায়ী কমিশন।’’

 

আরও পড়ুুন: পঞ্চায়েত নির্বাচনে অবাধ ছাপ্পা, হিংসা, প্রতিবাদে ‘ঠুঁটো’ নির্বাচন কমিশনের দফতরে তালা শুভেন্দুর

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles