মাধ্যম নিউজ ডেস্ক: ধর্মতলায় তৃণমূলের (TMC) ২১ জুলাইয়ের সভা শুরু হয়ে গিয়েছে। সভা শুরুর ৪-৫ ঘণ্টা আগে থেকেই রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ শুরু করে দেয় হাওড়া ও কলকাতা পুলিশ। এর জেরে সকাল ১০ টার পর থেকেই তীব্র যানজট লেগে যায় হাওড়া ব্রিজে। এমনিতেই ব্রিজের উপর গাড়ি পার্কিং করার কথা নয়। কিন্তু, বৃহস্পতিবার রাত থেকেই কলকাতা পুলিশের বিভিন্ন গাড়ি ও ভ্যান পার্কিং করে রাখা হয় হাওড়া ব্রিজের উপর। তার উপর বিভিন্ন জেলা থেকে হাওড়া স্টেশন হয়ে আসা মানুষের ভিড়।
তৃণমূলের মিছিল নেমে পড়ে হাওড়া ব্রিজের রাস্তায়, বন্ধ হয়ে যায় লঞ্চ পরিষেবা
তৃণমূল কংগ্রেস (TMC) সমর্থকরা ব্রিজের ফুটপাথ দিয়ে হাঁটতে হাঁটতে ব্রিজের রাস্তায় নেমে পড়েন। এর জেরে তীব্র যানজট লেগে যায় হাওড়া ব্রিজের উপর। মিছিল যাওয়ার পর হাওড়া ব্রিজের যানজট আরও বড় আকার নেয়। আটকে পড়ে বিভিন্ন যাত্রীবাহী বাস ও প্রাইভেট গাড়ি। শুক্রবার অফিস টাইমে বহু মানুষ এদিন ভিড় উপেক্ষা করেই অফিস বেরিয়েছিলেন। অনেকেই ভিড় এড়াতে সময়ের অনেক আগে অফিস চলে আসেন। কিন্তু, রাস্তার মোড়ে মোড়ে পুলিশি নিয়ন্ত্রণ ও মিছিলের জন্যে হাওড়া ব্রিজের মুখে গাড়ির জ্যাম লেগে যায়। ফলে অনেক যাত্রীকেই দীর্ঘ পথ হেঁটে গন্তব্যে পৌঁছাতে হয়। এরপর উত্তর হাওড়া ও হাওড়া ময়দান থেকে আসা মিছিলের জেরে সেতু একরকম অবরুদ্ধ হয়ে যায়। অন্যদিকে, দূরের জেলাগুলি থেকে আসা পার্টি কর্মীরা লঞ্চ পেরিয়ে কলকাতায় সভাস্থলে আসে। লঞ্চগুলিতেও জীবনের ঝুঁকি নিয়ে পার্টি কর্মীরা উঠে পড়েন। এর ফলে অতিরিক্ত চাপে দুর্ঘটনার আশঙ্কায় লঞ্চ পরিষেবা বন্ধ করে দিতে হয়।
কী বললেন অফিস যাত্রী?
তৃণমূলের (TMC) মিটিংয়ের জন্য সরকারি বাস আগেই তুলে নেওয়া হয়েছিল। এদিন সকাল থেকেই বেসরকারি বাসের সংখ্যাও অনেক কমে যায়। বিশেষ করে ধর্মতলা এড়িয়ে বাসগুলি গন্তব্যের উদ্দশে রওনা দেয়। এর ফলে চরম দুর্ভোগে পড়েন অফিস যাত্রী থেকে সাধারণ মানুষ। এক অফিস যাত্রীর বক্তব্য, অফিস আসার জন্য কয়েক ঘণ্টা আগেই আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম। কিন্তু, মিছিলের দাপটে রাস্তায় এতটাই যানজট সময়ে অফিস ঢুকতে পারিনি। রাস্তাতেই ফেঁসে গিয়েছি।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
Leave a Reply