মাধ্যম নিউজ ডেস্ক: ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরানোর পরই তৃণমূলের বাইক বাহিনীর তান্ডব চালানোর অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের (East Medinipur) খেজুরি-২ ব্লকের বোগা, আলিপুর, কয়ালচক এলাকায়। একাধিক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়। পুলিশের সামনে হামলা চালায় বলে অভিযোগ। বোমাবাজিও করা হয়। যদিও জনরোষের মুখে পড়ে বাইক বাহিনীর একাধিক বাইক ভাঙচুর করা হয়েছে। পঞ্চায়েত সমিতির সভাপতি উদয় শঙ্কর মাইতির গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। এমনকী পুলিশ পরিস্থিতি সামাল দিতে এলে কয়েকজন পুলিশ কর্মী জখম হয়েছে। গন্ডগোলের কারণে শনিবার রসুলপুর ঘাটে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়।
ঠিক কী ঘটনা ঘটেছে? (East Medinipur)
পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই পূর্ব মেদিনীপুরের (East Medinipur) খেজুরি-২ ব্লক বার বার উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপির মণ্ডল সভাপতি উদয় শঙ্কর মাইতি পঞ্চায়েত সমিতি নির্বাচনে বিজেপির হয়ে জয়লাভের পর তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। আর তারপরেই ম্যাজিক ফিগারে পৌঁছায় তৃণমূল কংগ্রেস। এরপর খেজুরি ২ পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হন উদয় শংকর মাইতি। এই নিয়ে উত্তেজনা ছিল এলাকায়। এলাকায় বোর্ড দখলের পরই তৃণমূল দাদাগিরি শুরু করে। তৃণমূলের অত্যাচারে বহু বিজেপি কর্মী ঘরছাড়া ছিলেন। শুক্রবার রাতে সেই কর্মীদের বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক সহ দলীয় নেতৃত্ব ঘরে ঢুকিয়ে দেওয়ার পরই গন্ডগোল শুরু হয়। তৃণমূলের বাইক বাহিনী গ্রামে ঢুকে বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ।
কী বললেন বিজেপি নেতৃত্ব?
বিজেপি কর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাটের অভিযোগ তুলেছেন খেজুরির বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক। তিনি বলেন, ঘর ছাড়া কর্মীদের বাড়িতে ঢোকানোর পরই তৃণমূলের বাইক বাহিনী তাণ্ডব চালায়। বোমাবাজি করে। পুলিশের সামনেই এসব ঘটানো হয়েছে। তৃণমূল কর্মীদের উপর কোনও হামলা হয়নি। নিজেরা বাইক, গাড়ি ভেঙে আমাদের উপর দায় চাপিয়েছে।
কী বললেন তৃণমূল নেতৃত্ব?
তৃণমূলের জেলার যুব সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, বিজেপি এলাকার পরিবেশ অশান্ত করেছে। বাইরে থেকে লোক নিয়ে এসে পঞ্চায়েচ সমিতির বাড়ি ভাঙচুর করা হয়েছে। তাঁর গাড়ি, একাধিক কর্মীর বাইক ভাঙচুর করা হয়েছে। বিজেপি এসব করেছে। তৃণমূল কোনও হামলা করেনি।
কী বললেন জেলা পুলিশ সুপার?
খেজুরিতে গন্ডগোল ও বাড়ি, গাড়ি ভাঙচুরের ঘটনায় এলাকা পরিদর্শন করলেন পূর্ব মেদিনীপুর (East Medinipur) জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। তাঁর নেতৃত্বেই খেজুরির আলিপুর থেকে কয়ালচক পর্যন্ত একটি রুট মার্চ করে পুলিশ। পুলিশ সুপার বলেন, গন্ডগোলের ঘটনায় কয়েকজন পুলিশ কর্মী জখম হয়েছেন। নতুন করে অশান্তি এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours