মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার ভোরে উঠেই উত্তরাখণ্ডে পৌঁছে গেলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ পুজো দেবেন পিথরাগড়ের (Pithoraghar) আদি কৈলাশ এবং যোগেশ্বর ধামে। সকালে মা পার্বতীর মন্দির ধামে গিয়ে বেশ খানিকটা সময় ধ্যানে বসলেন তিনি। সেই সঙ্গে ২০২৪ সালের লোকসভার কথা মাথায় রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের কথা ঘোষণা এবং উদ্বোধন করবেন মোদি।
উত্তরাখণ্ড সফর মোদির (Pithoraghar)?
প্রধানমন্ত্রী আজ উত্তরাখণ্ডে (Pithoraghar) গিয়ে মন্দির ধামে পুজো দিয়ে বেশ কিছু সরকারি প্রকল্পের কথা ঘোষণা করবেন বলে জানা গেছে। সরকারি সূত্রে জানা গেছে, প্রায় ৪২০০ কোটি টাকার নতুন প্রকল্পের সূচনা করবেন মোদি। প্রকল্পের মধ্যে রয়েছে ৭৬ কোটি টাকার গ্রামীণ রাস্তা, ২৫ টি সেতু। রাজ্যের মধ্যে ১৫টি ব্লকে বিডিও অফিসের উদ্বোধন করবেন তিনি। সেই সঙ্গে রয়েছে আকর্ষণীয় আরও কিছু জনমুখী প্রকল্প। লোকসভা ভোটের আগে উত্তরাখণ্ডে মোদি এখন কল্পতরু বলে মনে করছেন রাজ্যের একাংশের মানুষ।
মোদি কি বলেন?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেবভূমি উত্তরাখণ্ডে (Pithoraghar) যাওয়ার কথা নিজের এক্স ট্যুইটারে ট্যুইট করে বলেন, “দেবভূমি উত্তরা খণ্ডে যাচ্ছি, এই পাহাড়ি রাজ্যের উন্নয়নের জন্য ভারত সরকার দৃঢ় প্রতিবদ্ধ। ঘোষণা হবে বেশ কিছু সরকারি প্রকল্প। দেবদর্শন এবং পূজাপাঠের মধ্যে দিয়ে আজকের দিনটি কাটবে।”
গুরুত্ব পাবে মূর্তি শিল্প
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮ টা ৩০ মিনিটে পার্বতী কুণ্ড মন্দিরে পুজো দেওয়ার পর, মোদি মন্দিরে বেশ সময় ধ্যান করেন। যোগেশ্বর ধাম দর্শন নিয়ে বেশ উৎসাহী ছিলেন তিনি। উল্লেখ্য ইতিপূর্বে দেশের কোনও প্রধানমন্ত্রী এই মন্দিরে প্রবেশ করেননি। তিনি পৌঁছে ঠাকুরের কাছে পুজো দিয়ে মঙ্গল কামনায় প্রার্থনা করেছেন। এরপর সকাল ৯ টা ৩০ মিনিটে পিথরাগড়ের গুঞ্জ গ্রামে (Pithoraghar) পৌঁছান মোদি। স্থানীয় এই এলাকার অনেক মানুষ তামা দিয়ে মূর্তি তৈরির কাজ করে থাকেন। স্থানীয় মানুষের পেশা এবং শিল্প কর্মের প্রধান কাজ হল ধাতব মূর্তি নির্মাণ শিল্প। এরপর তিনি একটি প্রদর্শনী পরিদর্শন করেন। আজ এখানে তাঁকে তামার তৈরি মূর্তি উপহার দেওয়া হবে বলে জানা গেছে। মোদির এই যাত্রায় মূর্তি শিল্প আরও উজ্জীবিত হবে বলে মনে করা হচ্ছে। ফলে দেবভূমিতে ভক্ত সমাগম আরও বৃদ্ধি পাবে।
এছাড়াও ইন্দো-তিব্বত সীমান্তে ইন্দো-তিব্বত পুলিশ এবং সীমান্ত সড়ক সংস্থার সঙ্গে বিশেষ বৈঠক করবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী চম্পাওয়াতে একটি ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের বিশেষ ব্লক, নৈনিতালের হলদওয়ানি স্টেডিয়ামে অ্যাস্ট্রোটার্ফ হকি গ্রাউন্ড এবং রুদ্রপুরে একটি ভেলোড্রোম স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানা গেছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
Leave a Reply