মাধ্যম নিউজ ডেস্ক: নয়াদিল্লিতে মঙ্গলবার শুরু হল প্রথম এশিয়ান বৌদ্ধ ধর্ম সম্মেলন (Asian Buddhist Summit)। কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে শুরু হওয়া এই সম্মেলন উদ্বোধন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সহযোগী সংস্থা হিসেবে রয়েছে ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশন। মঙ্গলবার এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, ‘‘ভারত হল ধর্মের ভূমি। প্রতিটা সময়েই দেখা গিয়েছে, ভারতবর্ষে ধর্মগুরুরা জন্মগ্রহণ করেছেন এবং তাঁরা মানবতার কল্যাণে দিশা দেখিয়েছেন। তাঁরা অন্তরের শান্তি এবং বাইরের সম্প্রীতির পথকেও খুঁজে দিয়েছেন।’’ প্রসঙ্গত, দিন কয়েক আগেই মোদি সরকার পালি ও প্রাকৃত ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে। এ নিয়েও রাষ্ট্রপতি বলেন, ‘‘এই দুই ভাষাই এখন থেকে আর্থিকভাবে সম্পূর্ণ সহযোগিতা পাবে, তাদের বিকাশ ও গবেষণার জন্য।’’ প্রসঙ্গত, পালি ও প্রাকৃত ভাষা বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত। বৌদ্ধ ধর্মের (Buddhism) প্রাচীন ধর্মগ্রন্থগুলি এই ভাষাতেই রচিত হয়েছিল।’’
সংকীর্ণ সাম্প্রদায়িকতা থেকে কীভাবে বের হয়ে আসতে হয়, তাও শিখিয়েছে বৌদ্ধ ধর্ম
এছাড়াও, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উল্লেখ করেন, বৌদ্ধ ধর্ম (Asian Buddhist Summit) কীভাবে মানব কল্যাণে সারা বিশ্ব জুড়ে কাজ করে চলেছে। তিনি বলেন, ‘‘বর্তমান সময়ে গোটা পৃথিবী একটা সংকটজনক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বৌদ্ধ ধর্মের (Buddhism) দর্শনগুলি সারা বিশ্বকে দিশা দেখিয়েছে, সংকীর্ণ সাম্প্রদায়িকতা থেকে কীভাবে বের হয়ে আসতে হয়, তাও শিখিয়েছে বৌদ্ধ ধর্ম। বিশ্বজুড়ে শান্তি সম্প্রীতি এবং অহিংসার বার্তা দেয় বৌদ্ধ ধর্ম। একটা কথাই বলা যায়, এই ধর্ম প্রেমের কথা বলে। যা বর্তমান যুগে পৃথিবীতে খুবই গুরুত্বপূর্ণ। সমগ্র এশিয়াকে শক্তিশালী করতে বৌদ্ধ ধর্মের ভূমিকা নিয়ে আলোচনা হওয়া খুবই জরুরি বলে মনে করেন রাষ্ট্রপতি।
বৌদ্ধ ধর্মের এই সম্মেলন পারস্পরিক সহযোগিতা, সমন্বয়কে বাড়াবে
তিনি আরও বলেন, ‘‘বৌদ্ধ ধর্মের এই সম্মেলন পারস্পরিক সহযোগিতা, সমন্বয়কে বাড়াবে (Asian Buddhist Summit)। সংস্কৃতির আদান-প্রদানও করবে। গৌতম বুদ্ধের শিক্ষাকে আরও বিস্তৃত করবে। নিজের ভাষণে তিনি আরও উল্লেখ করেন, ‘‘যুগ যুগ ধরে বৌদ্ধ ধর্ম প্রবাহিত হয়েছে। দেশ-বিদেশে ছড়িয়েছে এই ধর্ম। তৈরি হয়েছে বড় বড় সঙ্ঘ। ভারত হল তার কেন্দ্রবিন্দু। কারণ এখানেই গৌতম বুদ্ধ বুদ্ধত্ব প্রাপ্তি করেছিলেন।’’
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।
+ There are no comments
Add yours