মাধ্যম নিউজ ডেস্ক: সরস্বতী পুজোর আগেই বঙ্গে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। বিগত কয়েকদিন তাপমাত্রার গ্রাফ ক্রমশ উঠেছে। চলতি সপ্তাহে প্রতিদিনই আস্তে আস্তে গরম বেড়েছে। দুপুরের দিকে স্কুল-কলেজ-অফিসে পাখাও চলেছে বনবন করে। আবহাওয়া দফতর সূত্রে খবর, মার্চ তো দূর, ফেব্রুয়ারির মাঝামাঝিই লোটা কম্বল নিয়ে রাজ্য ছাড়বে শীত। তবে তার আগে শনিবার সকালে শহরবাসীর ঘুম ভাঙল বৃষ্টি চোখে। সকাল থেকে কলকাতার বিভিন্ন প্রান্তে হালকা বৃষ্টি হয়েছে। সঙ্গে কুয়াশার দাপট। রবি ও সোম সরস্বতী পুজোর দিন আবহাওয়া কেমন থাকবে তা-নিয়েই এখন চিন্তা শহরের স্কুল-কলেজ পড়ুয়াদের। চিন্তা ছোট থেকে বড়দের।
কুয়াশার দাপট রাজ্যে
শনিবারের সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে ২৭.৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। হাওয়া অফিস বলছে, বর্তমানে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ২১ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। দিনভর আকাশ মেঘলা থাকবে। কলকাতা তো বটেই, আশপাশের সব জেলাতে সকাল থেকেই ঘন কুয়াশাও দেখা যায়। কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটারেরও নিচে নেমে যায়। কিছু জেলায় তো আবার ৫০ মিটারের মধ্যে যান চলাচলে বেগ পেতে হচ্ছে সাধারণ মানুষকে। উত্তরবঙ্গের চার জেলাতেও শনিবার কুয়াশার দাপট দেখা গিয়েছে। ঘন কুয়াশা থাকবে জলপাইগুড়ি, কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে।
শীতের পথে বাধা
এই মরশুমে শীত বারবার বাধাপ্রাপ্ত হয়েছে। উত্তুরে হাওয়া ঠিকমতো বইতে পারেনি গাঙ্গেয় বঙ্গে। পিছনে কারণ পশ্চিমী ঝঞ্ঝা। জাঁকিয়ে ঠান্ডা ঠিক করে থিতু হওয়ার আগেই শুরু হয়েছে শীতের বিদায় বেলা, এমনই বলছেন শীতপ্রেমীরা। আবহবিদদের অনুমান, ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে বাংলা থেকে বিদায় নেবে শীত। দক্ষিণবঙ্গে আগামী চার-পাঁচ দিন স্বাভাবিকের উপরেই থাকবে তাপমাত্রা। তবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তাপমাত্রা সামান্য নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর। তাই আর মাত্র কয়েকটা দিনই হালকা শীত উপভোগ করতে পারবে শহরবাসী।
Leave a Reply