Indian Railway: বাজেটে বরাদ্দ বৃদ্ধি, ছুটবে আরও ২০০ বন্দে ভারত, ১০০ অমৃত ভারত, ৫০ নমো ভারত

Indian Railways will Set 200 Vande Bharat 100 Amrit Bharat And 50 Namo Bharat Trains

মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৫-২৬ সালের কেন্দ্রীয় বাজেটে রেল খাতে উল্লেখযোগ্য বরাদ্দ বৃদ্ধি করেছে মোদি সরকার। জানা গিয়েছে, মোদি সরকার স্লিপার এবং চেয়ারকার এই উভয় ধরনের ২০০টি নতুন বন্দে ভারত ট্রেন চালু করার পরিকল্পনা নিয়েছে। এর পাশাপাশি ১০০টি অমৃত ভারত এবং ৫০টি নমো ভারত ট্রেন (Indian Railway) চালু করার লক্ষ্যমাত্রা নিয়েছে মোদি সরকার। একইসঙ্গে রেলের পরিকাঠামো বৃদ্ধির প্রকল্প তারা হাতে নিয়েছে। জানা গিয়েছে, আগামী কয়েক বছরে ১৭ হাজার ৫০০টি জেনারেল কোচ তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। এর পাশাপাশি রেলওয়ে প্রকল্পের জন্য মোট ৪.৬৪ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এ নিয়ে সংবাদমাধ্যমে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘‘২০০টি নতুন বন্দে ভারত (Vande Bharat) ট্রেন, ১০০টি অমৃত ভারত ট্রেন, ৫০টি নমো ভারত এবং ১৭,৫০০ জেনারেল নন এসি কোচ আগামী দু তিন বছরের মধ্যে জনগণের পরিষেবায় চলে আসবে।’’

নিরাপত্তা সংক্রান্ত কাজে ব্যবহার করা হবে ১.১৬ লক্ষ কোটি টাকা

রেলমন্ত্রী আরও বলেন, ‘‘ভারতীয় রেল (Indian Railway) আরও দ্রুত এবং নিরাপদে গন্তব্যে পৌঁছানোর জন্য প্রস্তুত এবং সেই লক্ষ্যে পরিকাঠামো বৃদ্ধি করা হচ্ছে।’’ কেন্দ্রীয় সরকার রেলমন্ত্রককে ২.৫২ লক্ষ কোটি টাকার মোট বাজেটে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এটি খুবই উল্লেখযোগ্য বলে মনে করছে ওয়াকিবহাল মহল। রেলমন্ত্রী (Indian Railway) অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘‘রেলওয়ে নেটওয়ার্ক উন্নত করার জন্য ৪.৬৪ লক্ষ কোটি টাকার পরিকল্পনা নেওয়া হয়েছে। এরমধ্যে নিরাপত্তা সংক্রান্ত কাজেই ব্যবহার করা হবে ১.১৬ লক্ষ কোটি টাকা।’’

১,৪০০ কোচ ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে

তিনি আরও বলেন, ‘‘আগামী চার থেকে পাঁচ বছরে নতুন প্রকল্পের জন্য ৪.৬ লক্ষ কোটি টাকা (Indian Railway) অনুমোদন করা হয়েছে, যার মধ্যে নতুন প্রকল্প অন্তর্ভুক্ত যেমন রয়েছে, তেমনি ট্র্যাক নির্মাণ, ট্র্যাক সম্প্রসারণ, স্টেশন পুনর্নির্মাণ, ফ্লাইওভার, আন্ডারপাস এবং আরও অনেক কিছু আছে।’’ জানা গিয়েছে, চলতি অর্থবছের যে ২,০০০ জেনারেল কোচের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল, তারমধ্যে ১,৪০০ কোচ ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে।’’

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share